আপনার Pendrive বা Memory কার্ডের Backgroundপরিবর্তন করুন (সফটওয়্যার ছাড়া)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমরা শিখব কিভাবে পেনড্রাইভ বা মেমোরি কার্ডের Background পরিবর্তন করতে হয় তার নিয়ম, অনেকে হয়ত সফটওয়ার দিয়ে এইকাজটি করছেন আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সফটওয়ার ছাড়া করতে হয় তার নিয়ম।

শুরুতে সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা............।

প্রথমে আপনার পিসির সাথে Pendrive বা Memory সংযুক্ত করুন, এবার ফটোশপ চালু করে যে ছবিকে আপনি আপনার Pendrive বা মেমোরি কার্ডের Background হিসেবে দিতে চান সে ছবিটা ওপেন করুন তারপর নিন্মে মাপে ছবিটা Save করুন।

এবার ছবিটা কাট বা কপি করে আপনার Pendrive বা মেমোরি কার্ডে পেস্ট করুন।

এরপর আপনি Notepad চালু করুন, তারপর নিচের কোডগুলো কপি করে NotepadPaste করুন, নিচে দেখুন।

[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=HossianBD.jpg
[.ShellClassInfo]
ConfirmFileOp=0
IconFile=%SystemRoot%\system32\SHELL32.dll
IconIndex=161

এবার File>Save As ক্লিক করে নিচের মত Save করুন ।

এবার আমাদের Notepad এর সেভ করা desktop.ini ফাইল টি Pendrive বা Memory কার্ডের ভিতর কপি/কাট করুন।
সবশেষ একবার Refresh দিয়ে দেখুন যাদু!!!

বিঃদ্রঃ কোড এর ভিতর  দেখানো HossianBD.jpg এর জায়গায় আপনার ইমেজের নাম লিখবেন- না হলে কিন্তু কাজ হবে না ।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসংখ্য ধন্যবাদ

বরাবরের মতোই সুন্দর ও কাজের টিউন। ধন্যবাদ।।

    @ধূপছায়া: আপনারা পাশে থাকলে আরো সুন্দর/ কাজের টিউন পাবেন (ইনশাআল্লাহ)

Level 0

Windows 7 এ কাজ করেনা।

Thanks…..!