একই নামে একই স্থানে এক নামে তিনটি ফোল্ডার (মজার টিউন )

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

সাধারণত একই নামে কম্পিউটারে দুটি ফাইল Save হয় না আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একই Folder এ একই নামে তিনটি Folder তৈরী করতে হয় তার নিয়ম , তাহলে আর কথা না বাড়িয়ে সবাই নিয়ম টা শিখে নিই, আর বন্ধুদের চমক লাগিয়ে দিই।

প্রথমে একটি Folder তৈরী করে সেখানে Alt+255 চেপে ফোল্ডারের নামটি লিখুন, তারপর আর একটি Folder তৈরি করে সেই একই নামটি নরমালি লিখতে হবে।
এবার তৃতীয় ফোল্ডার তৈরি করার পালা : এখানে আগে Folder এর নাম লিখে Enter না দিয়ে কী-বোর্ড থেকে Alt+255 চেপে ধরে Enter press করতে হবে।

ব্যাস হয়ে হয়ে গেল একই স্থানে তিন তিনটি ফোল্ডার।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank you 🙂

Level New

Oshadharon!

ধন্যবাদ

শুধু তিনটা নয় এভাবে অনেক ফোল্ডার তৈরী করা যায়
http://i.imgur.com/9gGU7rC.png

এটা মূলত একটা স্পেস এর কারণে হয়। ALT+255 চাপলে একটি স্পেস সৃষ্টি হয়। আর এই স্পেস একই নামের ফোল্ডারে বিভিন্ন স্থানে ব্যবহার করলে অনেকগুলি ফোল্ডার একই নামে রাখা যায়। স্পেস যেতেহু ট্রান্সপারেন্ট তাই আমরা বুঝতে পারিনা যে একই নামে ফোল্ডার হলেও পার্থক্য আছে।

Thank You and Eid Mubarak

এটা দিয়ে ফাকা ফোল্ডার ও বানাও যাই ।

    @মোঃ আসলাম পারভেজ: হ্যাঁ ফাঁকা ফোল্ডার ও বানানো যায়@ ধন্যবাদ

3 no folder hoitese na I mean ALT+255 press kore akoi sathe enter hoitese na

    @mamunriyadh: উপরের নিয়মে বলা আছে ৩ নাম্বার টার সময় কি করতে হবে।

Level 0

একটু আগেই টেস্ট করে দেখলাম ! এত চমতকার একটা জিনিস কেন আগে জানতাম না তা চিন্তা করে প্রথমে নিজের সাথে কিছুক্ষণ বোঝাপড়া করলাম ! অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ @হোসেন মাহমুদ এবং @সাইফুল ইসলাম 🙂

কিন্তু আমি পারতেছিনা। কি করবো ভাই।

    @এস. এম. ফাহাদ:
    নিশ্চয়ই ল্যাপটপ ইউজ করছেন। এক্ষেত্রে NUM Pad এর সংখ্যা গুলো ব্যবহার করতে হবে। আর NUM Pad সাধারণতঃ ল্যাপটপে ডিফল্ট ভাবে সেট করা থাকে না। সেক্ষেত্রে Num Lk অ্যাক্টিভ করে কীবোর্ডের ফাংশন (Fn) কী চেপে উক্ত নিয়মে টাইপ করুন, আশা করি কাজ হবে।