যাই হোক, আজ আমি আপনাদেরকে Depacco.com কি ভাবে কাজ করে তা বিস্তারিত বলবো। আপনি যখন Depacco.com এ রেজিষ্টেশন করবেন তখন Depacco.com আপনাকে ইমেইল পাঠাবে আর মেইল গুলোতে থাকে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন। বিভিন্ন পতিষ্ঠান তাদের পণ্যের বিজ্ঞাপন জন্য এ ধরনের সাইটের সহায়তা নেয় এবং এই বিজ্ঞাপনের জন্য সাইটকে নিদিষ্ট পরিমান টাকা প্রদান করে।
আর এই প্রতিষ্ঠান গুলো মেইল এর মাধ্যমে তাদের ইউজারের নিকট পৌছে দেয়। এবং মেইল গুলো চেক করার জন্য নিদিষ্ট পরিমান টাকা প্রদান করে। ধরুন Depacco.com আপনাকে প্রতিটি মেইলের জন্য যদি ১০ ইউরো দেয় তাহলে Depacco.com ওই প্রতিষ্ঠান থেকে ৪০ ইউরো নেয়।
Depacco.com থেকে আয়করতে হলে আপনার একটি অন-লাইন একাউন্ট লাগবে (পে-পাল, মানিবুকারস্, ই-গোল্ড, এলার্ট-পে)। কারন Depacco.com সরাসরি কাউকে টাকা পেমেন্ট করে না। তারা শুধু তাদের অনুমোদিত একাউন্টের মাধ্যমে পে করে। আর উল্লিখিত যে সকল আনলাইন একাউন্টের কথা বলা হয়েছে তার মধ্যে মানিবুকারস্ সবচেয়ে সহজে ব্যবহার করা যায় যদিও অনেকে পে-পাল ব্যবহার করতে আগ্রহী (পে-পাল একাউন্টে বাংলাদেশের নাম নেই)। আপনার যে কোন একটি অনলাইন একাউন্ট থাকবে হবে। আপনি http://www.moneybookers.com ব্যবহার করে অনলাইন একাউন্ট তৈরি করতে পারেন (কারেন্সি হিসেবে ইউরো নির্বাচন করবেন)।
এখানে গুরুত্ব পূর্ণ কথা হচ্ছে একটি কম্পিউটার ব্যবহার করে যদি কেউ একাধিক একাউন্ট ব্যবহার করে তাহলে তার সবগুলো একাউন্টই ব্লগ হয়ে যাবে। যারা আমার আগের টিউন থেকে জেনে একাউন্ট করেছিলেন তাদের মধ্য থেকে কেউ কেউ একাধিক একাউন্ট ব্যবহার করেছিলেন আর এরি মধ্যে তাদের একাউন্ট ব্লক হয়ে গেছে। যাই হোক, আপনি কি ভাবে আপনার আয় বাড়াতে পারেন।
ধরুন আপনার আইডি ব্যবহার করে যাদি কেউ একাউন্ট করে তাহলে আপনি পাবেন ২০ ইউরো। এবং তার আয়ের ৩০% আপনার একাউন্টে যোগ হবে। শুধু তাই নয়, যে আপাকে রেফার করেছে তাকে আবার যারা রেফার করবে তাদের থেকেউ আপনি পাবেন ১৫%। এবং এভাবে আপনি প্রতিদিন কয়েক শত ইউরো আয় করতে পাবেন। আমার প্রতিদিনই গড়ে ১৫০ ইউরো রেফার থেকে আসছে। আর আপনার যখন পাঁচ হাজার ইউরো হয়ে যাবে তখন আপনি পে আউট করতে পরবেন।
বিস্তারিত জানতে- [email protected]
Mobile: 01713261932
Imran Hossain
Gazipur
আমি ইমরান হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
150 প্রতিদিন রেফার থেকে আসলে ছয় মাস লাগবে কেন? দের মাসেই ত হয়া যাওয়ার কথা। নিজের আয় বাদ দিয়াই। আমি Adsense এর Ad আমার ব্লগ এ দিয়া প্রতি ক্লিক এ পাই ০.১০-০.২০ ডলার। আপনােক ধন্যবাদ, এত সহজে আয় এর রাস্তা দেখানুর জন্য। ভাই আপনি uro এর মানে জানেন? zimbabwian dollar বলতেন যদি তাইলে চিন্তা কইরা দেখা যাইত।
ভাইরে দোহাই লাগে আর টিউন কইরেন না। টাকা ইনকাম এতো সহজ না । এইসব ধান্দাবাজি বাদ দিয়া কামে লাইগ্যা পরেন। বাপের ঘাড়ে আর থাইকেন না ।
bhai– this kind of website are false, pls before registration reaed their temrs. the money which they show on you account that’s not the actual balance, when u will reach the payout amount, then they will set up a payout amount, it will be appox. 0.0005 euro on you earning amount.
example– if you make 6000 eoro you will get — (0.0005 x 6000)= 3 euro. so after a long time u can manage just 3 euro or some extra. it’s a foolish things.
সাবধান ! সাবধান ! সাবধান ! এই ধরনে টিউন যারা লিখে তারা সোয়াইন ভাইরাসা ধারা আক্রান্ত…….. তাদের টিউন পড়া থেকে অনেক দুরে থাকবেন। আপনি ও কিন্তু আক্রান্ত হতে পারেন…………….. ওরে বাপরে সোয়াইন… আমি পালাই >>>>>>>>>>>>>>>>>>> বাইচা থাকলে আরো মন্তব্য করব….
এমরান মানুষের জিব্বাতে পানি দেখতে আর মানুষকে বোকা বানাতে ভালবাসে মনে হয়।আমিতো মন্তব্য না পড়েই রেজিষ্ট্রিশন করে পেললাম। আমার একাউন্টে ১০০ ইউরো দেখলাম। এমরান মিয়া আমার ১০০ইউরো কি আর পাবো? জানাবেন ? সবাই আপনাকে নিয়ে এতো খারাপ মন্তব্য করল? ছি ছি ছি……….। আপনি ও দেখি উওর লিখা ছাইড়া দিলেন। ব্যাপার কি?টিউন লিখে কি বিপদে পড়লেন।জানাবেন।
এ ধরনের যতগুলি ওয়েবসাইট্ আছে সবই ভুয়া নাকি? আমি যতদুর জানতাম এডসেন্স টা সত্যিই পে করে কিন্তু যখন ৬০ ডলারের বেশি ইনকাম হবার পর আমার এক ছোট ভাইয়ের একাউন্ট বন্ধ হয়ে গেল তখন এটার উপরেও আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা এখানে কেউ একজন এডসেন্স এ টাকা ইনকাম করার কথা বললেন, ভাই আপনি কি সত্যি সত্যি টাকা তুলতে পেরেছেন আজও? জানালে খুশি হতাম। সবচেয়ে বড় কথা টাকা ইনকাম হোক বা না হোক এভাবে ইনকাম করার ধান্দাই করা উচিত নয়। পরিশ্রম করে অর্থ উপার্জন করতে শিখেন সেটাই কাজে দিবে। ছোট ভাইকেউ আমি এটাই বোঝাবার চেষ্টা করেছি।
এ পযর্ন্ত কত টাকা তুলেছেন??????