ডলার কেনা বেচার ক্ষেত্রে বাটপার থেকে সাবধান – আমার অভিজ্ঞতা থেকে বলছি, যারা ডলার কেনা বেচা করেন, তাদের সাবধানতার জন্য

মনের কস্ট থেকে এই পোস্টি লিখতে বস্লাম, না লিখলেও পারতাম, তবে আমার মত অন্য কাউকে যেন ডলার কেনা বেচা করতে ধান্দাবাজের হাতে পড়তে না হয়, সে জন্য এই সচেতনাত মুলক টিউন।  সবাইকে সালাম জানিয়ে মুল কথায় চলে আসি।

আমি একটি ডোমেইন হোস্টিং প্রোভাইডার  সাইট পরিচালনা করছি, তাই মাঝে মধ্যেই  Paypal,  Skrill  এগুলুতে ডলার এর প্রয়োজন হয়, আজ সকালে আমার ডলার এর ভীষণ প্রয়োজন পরে, কিন্তু পরিচিত কারো কাছেই ডলার পাচ্ছিলাম না। আমার client  এর কাছ থেকে টাকা নিলেও তাকে জিনিশ বুঝিয়ে দিতে পারছিলাম না ( উল্যেখ্য, আমার দরকার ছিল  monebookers /Skrill  এর ডলার, paypal এ ডলার থাকলেও তা খরচ করেতে ইসসে করছিল না ) ।

বিভিন্ন সাইট ঘুরে facebook eএর গ্রুপ ঘুরে সেশ পর্যন্ত পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ডলার 😛

নিচের লিঙ্ক এর ফেসবুক এর গ্রুপ এ পেয়ে গেলাম ডলার

https://www.facebook.com/groups/onlinevirtualdollarmarket/

দুপুর ৩.তার দিকে, আমি তাকে ফোন দিলাম, প্রথমে জিজ্ঞেশ করলাম, payza থেকে skrill e এক্সচেঞ্জ হবে কিনা, সে বলল , সে পায়যা তে লেনদেন করে না, আমি জিজ্ঞেশ করলাম তাহলে কি skrill  এর  Dolar সেল্ল করবেন?

সে বলল, ৭৮টাকা করে লাগবে, তার বিকাশ নাম্বার দিল, আমি তাকে হিসেব করে টাকা পাথিয়ে দিলাম ( কপাল খারাপ থাকলে জা হয়, আমি আরো ৫ ডলার এক্সট্রা কেনার জন্য তাকে টাকা বারিয়ে দিলাম, এবং এamar skrill একাউন্ট  এওর details দিলাম। সে বলল  send করতেছে। অনেক্ষন হয়ে গেল, আমার skrill account এ dollar আস্তেছে না, এবার ফোন দিলাম ,

ও ভাল কথা , তার ফোন নামার ঃ   ০১৮৫৩৩৩১১০০

বিকাশ নাম্বার ঃ  ০১৮৩৭০০৮৩৯০

তারপর র কি ?।। মোবাইল বন্ধ, বন্ধ, বন্ধ, বন্ধ, বন্ধ,...।। 🙄   👿

রাতে একবার খুলছিল, আবার বন্ধ করে দিছে।

( আমি তাকে বিকাশ থেকে টাকা পাঠিয়েছি, তার  transaction number:;  443596048)

এখানে তার profile link দিলাম

https://www.facebook.com/ashfqnrjhor?hc_location=stream

অই বেটা নাকি অডেসজক এও কাজ করে 😆

আমার যা গেছে, তা তো গেলই, আপ্নারাও ডলার কেনা বেচার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, পরিচিত না হলে সামনাসামনি লেনদেন করুন, আর লেনদেন এর ক্ষেত্রে ব্যাংক লেনদেন করার চেস্টা করবেন। সবাইকে সকল প্রকার লেনদেন  সাবধান হউয়ার পরামর্স রইল, আসা করি আমার মত বাটপারের হাতে আপনাকে পরতে হবে না ।

----------------

আপডেটঃ   ওই বেট গ্রুপ টার ইমেজ চেঞ্জ করছে

------------
পুনরায় আপডেটঃ

উপ্রের ছবিতে যে নাম্বার আসে, আমি তার সাথে কথা বলছি, সে বলছে MD GAzi Imran CHY নাকি গ্রুপটার এডমিন প্যনেল ব্লক করে তারপর এই বাতপারি করছে, miZanur Rohman নিজেই নাকি বেশ কিছুদিন আগে অই বেটার কাছে ১৭০০০ টাকা ধরা খাইছে। ওনারা অই Gazi Imran CHY কে ধরার চেস্টা করছে ।

 

----------------

 

পুমরায় আপডেট ঃ  পি বেট ফেসবুক একাউন্ট deactivate kore dise

https://www.facebook.com/ashfqnrjhor

মনে হয় এখন নতুন নামে বাটপারি সুরু করতে যাচ্ছে ।

Level 0

আমি ভাস্কর বনিক বনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি বিগত পাঁচ বছর যাবত এসইও এবং ওয়েব ডেভোলাপমেন্ট এর বিভিন্ন কাজ করেছি। টেকটিউনস একটি অসাধারন প্লাটফরম নিত্য নতুন কিছু জানার ও শিখার। আমি টেকটিউনস অনেক ভালবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ব্যাংক লেনদেন করলে কি টাকা ফেরত পাওয়া যাবে?

@AB na, bank e pathale feroth hoito paua jay na, joma slip diye apni mamla korte paren, ar caile tar bank account block o kore dite paren . .

@SubrataBD 🙂 🙂 thanks

ভাই আমি এর আগে টিউন করেছিলাম এ সম্পর্কে একটু বাটপারটাকে ঘুরে দেখে আসুন। পরবর্তিতে এটা প্রতিবেদন আকারে বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম প্রকাশ করে। http://bd24live.com/1/ডলার-প্রতারনা-চক্রের-কবল/#.Uk8Vrb_i7gE

or https://www.techtunes.io/reports/tune-id/230006

Level 0

আপনার মত স্প্যামারের জন্য এটাই উপযুক্ত শাস্তি, যা উপরআলা দিয়েছেন।

Level 0

exchange perfect money with100% trust.

Level 0

amaro gotokal 10 dollar dei nai
eto koshto kore diyesilam… O bole or 100 dollar mair gese eijonne cheting kortese..sottobadi vondo :p 😀
Pore emon voy dukiye disi je bolse samner mashe diye dibe. 😀 deki de naki

আর এ ভাই সব মানুষ একনা লাগলে নিতে পারেন।

Payza, Neteller Dollar বেচাকিনা করতে এখানে ক্লিক করুন
http://probashitel.com/dollar/