চোখের সমস্যার কারনে কম্পিউটার চালাতে ভয় পান? এবার কম্পিউটার নিজেই আপনার চোখ নিরাপদ রাখবে!!!

চোখের সমস্যা থেকে মুক্তি পেতে অনেক রকম থেরাপি সহ অনেক টিউন আগে হয়েছে। এমনকি একটা মাইক্রোটিউন প্রায় ছয় মাস ধরে প্রথম পেজে শোভা পাচ্ছে যা কিনা চোখের সমস্যা নিয়ে লিখা। যাইহোক আমার আজকের টিউন কোন থেরাপিও নয় আবার কোন উপদেশবানীও নয়। আজকের টিউন একটা ছোট সফটওয়্যার নিয়ে।

চোখের সমস্যার অনেক কারনের মধ্যে আন্যতম একটি প্রধান কারন হলো কম্পিউটারের মনিটর। মনিটর থেকে ক্ষতি কারক গামা রশ্মি বের হয় যা কিনা চোখের জন্য ক্ষতিকারক। এছাড়াও মনিটরের স্ক্রিন দিনের বেলা যতটুকু উজ্জল থাকে ঠিক ততোটুকু রাতের বেলাও থাকে অথচ রাতে ঐ আলো চোখে লাগে। আর এত সব বেজাল থেকে মুক্তি দিবে F.lux নামের একটি ছোট সফটওয়্যার। এর সাইজ মাত্র 546KB।

এই সফটওয়্যারের সব চেয়ে মজার বিষয় হলো, মনিটরের স্ক্রিনের আলো অটোমেটিক পরিবর্তন হবে। যা কিনা ২৪ ঘন্টা সময় অনুযায়ি পরিবর্তন হবে। অর্থাৎ দিনের বেলা কম্পিউটারের স্ক্রিন থাকবে বেশি উজ্জল আবার রাতের বেলা মনিটরের আলো থাকবে আপনার চোখের জন্য মানানসই। আর এসব পরিবর্তনের জন্য আপনাকে কিছুই করতে হবে না। এটা নিজে নিজেই সময় অনুযায়ি পরিবর্তন হবে।

ডাউনলোড লিঙ্কঃ

F.lux

আশা করি সবার ভাল লাগবে।

ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 166 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাঙ্কস। ডাউনলোড করছি।

Level 0

WoW তাই নাকি।এখুনি ডাউনলোড করছি…>>>!!!

    আপনাকেও ধন্যবাদ।

    Level 2

    ভাই! কি জিনিস দেখাইলেন।ডাইনলোড করে সেটআপ করলাম। পুরা জট্টিল।

    ধন্যবাদ লানজু ভাই।

ধন্যবাদ…… অনেক উপকার হল।

    উপকারের জন্যইতো দিলাম।
    ধন্যবাদ।

ধন্যবাদ তবে বাংলাদেশের সময়ের সাথে কোনো মিল আছে।

    হা হা
    বাংলাদেশ বা জাপান বলে এখানে আলাদা কিছু নেই। আপনার কম্পিউটারের সময় অনুযায়ি এটা চলবে।
    ধন্যবাদ।

    আপনাকে অনেক ধন্যবাদ।

দেখি কতখানি কাজ করে, আপনাকে ধন্যবাদ

    কেমন কাজ করলো জানাবেন।
    ধন্যবাদ।

মনে হয় অনেক উপকারে আসবে ডাউনলোড দিলাম আপনাকে অনেক ধন্যবাদ।

Level 0

অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ জুবায়ের ভাই, আসলে আপনাকে ধন্যবাদ জানানো দরকার ছিল এই সফটটি উপস্থাপন করার আগে । বহু দিন ধরে এই রকম সফটটের সন্ধানে ছিলাম, যা আপনার মাধ্যমে উপস্থাপিত হলো।…. ……… ……… …..
( আনলিমিটেড থ্যাংস)
🙂

    আপনার কাজে লেগেছে জেনে ভাল লাগছে।
    ধন্যবাদ।

কস্ট করে লগইন করলাম শুধু জুবায়ের ভাইকে ধন্যবাদ দিতে ।এরকম একট সফটওয়্যার আমিও খুজছিলাম।অসংখ্য ধন্যবাদ জুবায়ের ভাই।এই অসাধারন সফটওয়্যারটির কথা আমি আমার ব্লগেও শেয়ার করবো।আমার মনে হয় এটা অনেকেরই দরকার।

Level 0

ধন্যবাদ ভাই । আমি আসুস এর LCD ব্যবহার করি, আমারটায় কি কাজ করবে।

এই রজনীতে গণকযন্ত্রের তীব্র কিরণে নয়নে যখন তিমির নামিয়া আসিল তক্ষণাৎ অক্ষিতে চশমা দিতে বাধ্য হইলাম।কিন্তু হাসান ভাই ফররুখ আহমদের ” সাত সাগরের মাঝি” রূপে আবর্তিত হয়ে আমাদের নেত্রকে বাঁচাইয়া দিয়া মহৎ ভূমিকা রাখলেন। কষ্ট শুধু এইটুকুই কবি আমাদের সাত সাগরের মাঝিকে দেখে যেতে পারলেন না।

    হা হা হা হা
    ভাই আপনার মন্তব্য দেখলেই বুঝা যায় যে আপনি, খুব চিন্তা ভাবনা করে মন্তব্য করেন।
    অসীম ধন্যবাদ।

আমার লাগবে ….. ধন্যবাদ জুবায়ের

Monito-এর সকল সুতীব্র আলো থেকে নিজের চোখকে Save করলাম…
~ !

আমারও লাগবে। ধন্যবাদ Jubair ভাই।

সবার জন্য উপকারী একটি টিউন । অসংখ্য ধন্যবাদ (*) (*)

Level 0

ভালোই…………
শেয়ার করার জন্য ধনিয়াবাদ

এতদিন কই ছিল এইটা??????????????????????????
আমার চোখ নষ্ট অলরেডি নষ্ট হয়ে গেছে। আর এখন আপনি এইটা নিয়ে হাজির হচ্ছেন???????????? 😉 😉 😉

    তোমার চোখ নষ্ট হইছে নাকি চেহারা ভেঙ্গেছে তাইতো বুঝতে পারছি না। ( ছবি দেখে)

আমার এটা লাগবে

আমার এটা লাগবে ধন্যনবাদ Hasan Jubair (Al-fatah)

Level 2

এইমাত্র লোড করলাম , মনে হচ্ছে কাজে লাগবে । ধন্যবাদ জুবায়ের ভাই ।

Level 0

ডাউনলোড করছি, দেখি কেমান কাজে আসে। ধন্যবাদ আপনাকে।

Level 0

আমার আগেই ছিল

ধন্যবাদ জুবাইর, ভালো প্রোগ্রাম …

Unbelievable Shared & Reseller Hosting !!!
http://www.bdwebsolutions.com/shared-hosting.com

Level 0

ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছিলাম না….কিন্তু করতে পারলাম না,,,,,, thanks for জটিল T-উন ।

Level 0

শান্তি শান্তি……আমার চোখের অনেক প্রেসার গেছে এ যাবৎ কাল। কিভাবে যে ধন্যবাদ দিব তার ভাষা ভুলে গেছি জুবায়ের ভাই। এইটা নির্বাচিত টিউন করা হোক………! ! ! ! ! ! ! ! !

    ভাই আপনার আমার ভাল লাগলেই তো নির্বাচিত হবে না। যাদের ভাল লাগার তাদের ভাল লাগতে হবে।
    ধন্যবাদ আরিফ ভাই।

ধন্যবাদ আপনাকে।

জটিল টিউন>>>>>>>>>>>>>>>>>

ধন্যবাদ জুবায়ের ভাই

Level 0

জুবায়ের ভাই,আমার লুকিং গ্লাস আছে তাহলে কি এটা ব্যাবহার করবে -হ্যা/না ?

    তাহলে ব্যবহার না করলেও চলবে। বাকিটা আপনার ইচ্ছা।
    ধন্যবাদ।

Level 0

ওরে বাপরে এত ধন্যবাদের ছড়াছড়ি আমি আর কি দেব। জটিল জিনিস ভাই।………চালিয়ে যান।

হাসান ভাই……চমৎকার একটা জিনিস দিলেন……নতুন monitor কিনে খুব ঝামেলায় ছিলাম… 🙁

    আপনাদের কাজে লাগাই আমার একান্ত পাওয়া।
    ধন্যবাদ।

ভাই আমি নামাতে পারি না কেন? 🙁

ধন্যবাদ জুবায়ের ভাই ।

হাসান ভাই……চমৎকার জিনিস, ধন্যবাদ

VAIYA gotill genis disan .thanks you from me unlimited…………..

kajer jinis mone hosse

Level 2

Onek thanks

Level 0

Bhai 2012 Coila Gel0 2013 te aysa Download marlam Jobbor Hoice