শিখতে লাগবে কিছুক্ষন ।
সুপার ফাস্ট গতিতে ইংলিশ টাইপ করুন বিজ্ঞান, মান ও স্বাস্থ্যসম্মত ডিভোরাক কি বোর্ড লেআউট ব্যবহার করে ।
বিস্তারিত নিয়ে আগেই এক ভাই টিউন করেছেন । আমি তাই আর নতুন করে কিছু বললাম না । শুধু মনে রাখবেন,
এ বিষয়ে বিস্তারিত জানতে আগে টিউন করা এই পাতায় যান ।
ভালো কথা । কোন সহৃদয়বান গবেষক কি বাংলার জন্য এমন একটা লেআউট তৈরী করতে পারেন? আমি নিজে চেষ্টা করে একটা দাড় করিয়েছি এবং এই লেখাটা তা দিয়েই লিখেছি । তবে এটা তত বিজ্ঞানসম্মত হয়েছে কি না তা তো আর আমি একা বুঝতে পারবোনা ।
তাছাড়া ডিভোরাকের Single hand keyboard গুলোর মতো এক হাত নাই এমন ভাইদের জন্য সহজ বাংলা কি বোর্ড লেআউট দুটোও তো তৈরী করার দরকার । আগে থেকেই যদি থেকে থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন ।
আমি Shovons। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।