সুপার ফাস্ট গতিতে ইংলিশ টাইপ করুন বিজ্ঞান, মান ও স্বাস্থ্যসম্মত ডিভোরাক কি বোর্ড লেআউট ব্যবহার করে

যারা আ্যডভান্সড জিনিসের জন্য যেকোন কিছু করতে রাজি তাদের জন্য নতুন করে এই কিবোর্ডে অভ্যস্ত হওয়া পান্তাভাত, আর যারা টাইপ করতে জানতেন না তাদের জন্য তো পান্তা ইলিশ ।

শিখতে লাগবে কিছুক্ষন ।

সুপার ফাস্ট গতিতে ইংলিশ টাইপ করুন বিজ্ঞান, মান ও স্বাস্থ্যসম্মত ডিভোরাক কি বোর্ড লেআউট ব্যবহার করে ।

বিস্তারিত নিয়ে আগেই এক ভাই টিউন করেছেন । আমি তাই আর নতুন করে কিছু বললাম না । শুধু মনে রাখবেন,

  • ১. এই কিবোর্ড ব্যবহার করতে নতুন কিবোর্ড কেনার প্রয়োজন নাই । স্রেফ লেআউটটা সিলেক্ট করে দিন আর লিখতে থাকুন ।
  • ২. নতুন কোন সফটওয়্যার ও সেটআপ দিতে হবেনা । উইন্ডোজের কন্ট্রোল প্যানেলেই এই জিনিস পাবেন ।
  • ৩. কোন বাটনে কি অ ক্ষর বুঝতে পারছেননা? on screen keyboard টা সামনে নিয়ে আসুন । আর লিখতে থাকুন । কিবোর্ডে আঙ্গুল গুলো ঠিক মতো রেখে মনিটরের দিকে তাকিয়ে লিখতে থাকুন । অভ্যস্ত হওয়া স্রেফ কিছু সময়ের ব্যপার ।
  • ৪. যে ভাইদের এক হাতে লিখতে হয় তাদের জন্য স্পেশাল আলাদা দুটো কিবোর্ড আছে । তাদের ৯০ ভাগ কষ্ট কম হবে লিখে দিতে পারি ।

https://www.techtunes.io/computing/tune-id/233552
এ বিষয়ে বিস্তারিত জানতে আগে টিউন করা এই পাতায় যান ।

ভালো কথা । কোন সহৃদয়বান গবেষক কি বাংলার জন্য এমন একটা লেআউট তৈরী করতে পারেন? আমি নিজে চেষ্টা করে একটা দাড় করিয়েছি এবং এই লেখাটা তা দিয়েই লিখেছি । তবে এটা তত বিজ্ঞানসম্মত হয়েছে কি না তা তো আর আমি একা বুঝতে পারবোনা ।

তাছাড়া ডিভোরাকের Single hand keyboard গুলোর মতো এক হাত নাই এমন ভাইদের জন্য সহজ বাংলা কি বোর্ড লেআউট দুটোও তো তৈরী করার দরকার । আগে থেকেই যদি থেকে থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন ।

Level 0

আমি Shovons। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস