Zbigz দিয়ে দুটি একাউন্ট এর ডাউনলোড দিন একসাথে !(Simultaneous Download!)

আসসালামু আলাইকুম। (এটা কেউ জেনে থাকলে আগেই গালাগাল করে বসবেন না প্লিজ) আমি এবার লিখবো Zbigz নিয়ে। জেনে নিশ্চয়ই অবাক হবেন যে একসাথে দুটি ফাইল Zbigz থেকে কিভাবে Download করব? একসাথে দু-তিনটি একাউন্ট খুলুন যদি একসাথে দু-তিনটা ডাউনলোড করতে চান।

আচ্ছা, এবার খুলে Zip করে ডাউনলোড দিন। আপনার যদি ব্রডব্যান্ড না হয় মানে আইপি চেঞ্জ করতে না পারেন তবে আপনার করে লাভ নাই। তবে বাংলালায়ন, কিউবি, জিপি ইত্যাদি ISP ইউজাররা  ডিসকানেক্ট করে পুনরায় কানেক্ট দিয়ে আর একটা আইডি থেকে Zip আকারে নামান। বেশ। পুনরায় ডিসকানেক্ট করে কানেক্ট করেন। এবার দুটি ফাইল একসাথে ডাউনলোড দিন।

2013-09-24_011154

সমস্যা করতে পারে যেমন ধরেন বলতে পারে ডাউনলোড এড্রেস রিফ্রেশ করতে হবে। ভয় নাই। আবার ডিসকানেক্ট করে কানেক্ট দিয়ে আবার ডাউনলোড দেন।

আমি এভাবে ২টি ফাইল নামাচ্ছি। কাজ করছে তাই শেয়ার করতে ভুললাম না।

আল্লাহ হাফেজ

(প্রথম প্রকাশিত এখানে)

Level 0

আমি Ajmir Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 284 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

আমি PUTDRIVE নিয়া সুখে আসি। নো ZBIGZ অনেকদিন ধরে!

ByteBX এর কাজ Zbigz এর থেকেও অনেক পছন্দ আমার