এবার কম্পিউটার চালু না হলেও (বুট না হলে) ভয় নেই ডাটা ট্রান্সফার করুন যেকোন ড্রাইভে

কাজ করতে বসবেন। কম্পিউটার চালু করতে গিয়ে দেখা গেল চালু হচ্ছে না পাওয়ার আছে ঠিকই কিন্তু বুট হচ্ছে না, নিজে নিজেই রিস্টার্ট হচ্ছে অথবা মেসেজ আসছে System file missing । অবস্থা দেখে মনে হচ্ছে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করেছে। জরুরী ফাইল রয়েছে এই পিসিতে। এখন উপায় হচ্ছে পূনরায় অপারেটিং সিস্টেম ইন্সটল করা। তাছাড়া যে ড্রাইভে ফাইল রয়েছে (Desktop, My documents) সে ড্রাইভ ফরমেটিং করে সিস্টেম ইন্সটল করলে জরুরী ডাটাগুলো মুছে যাবে। তাছাড়া অপারেটিং সিস্টেম ইন্সটল করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে যদি একাধিক পিসি থাকে তাহলে কাজটা সেরে নেয়া যায় পেনড্রাইভ বা অন্য কোন মিডিয়া দিয়ে ফাইল ট্রান্সফার করে নিতে পারলে। কিন্তু পিসিই তো চালু হচ্ছেনা। ফাইল ট্রান্সফার করার উপায় কী? আপনার এই দুর্যোগের মুহুর্তে সাহায্য করতে পারে Rescue Kit 11 Free Edition.
এই সফটওয়্যারটি উইন্ডোজ ছাড়াই চালু  হয়। এটি একটি লাইভ সিডি।
১। সবগুলো ড্রাইভ, ফাইল এবং ফোল্ডার দেখায়।
২। এক ড্রাইভ থেকে অন্য  ড্রাইভে (পেন ড্রাইভ এবং সিডিসহ) ফাইল ট্রান্সফার করা যায়।
৩। ভাগ্য ভাল হলে অপারেটিং সিস্টেমের যেসব ফাইল মিসিং এর কারণে কম্পিউটার চালু হচ্ছেনা সেগুলো রিপেয়ারও হয়ে যেতে পারে অর্থাৎ রিপেয়ার অপশনও আছে এটাতে।
৪। মুছে যাওয়া পার্টিশন ফেরত আনা যায়।
প্রথমেই এই লিংক থেকে ডাউনলোড করে নিন। (50 MB)
এই লিংক থেকে সিরিয়াল ডাউনলোড করুন
এবার সিডি তৈরি করার পালা।
একটা খালি সিডি সিডি রমে প্রবেশ করাতে হবে।
ডাউনলোড করা rk_free.exe  ফাইলটিতে ডাবল ক্লিক করুন।
Next এ ক্লিক করুন...
এবার Product Key এবং Serial Number কপি করে পেষ্ট করুন..
Next এ ক্লিক করুন...
 Optical Disc সিলেক্ট করে Next এ ক্লিক করুন...

Eject the disc after burning এর টিক চিহ্ন দিয়ে  Next এ ক্লিক করুন...

কিছুক্ষণের মধ্যে বের হয়ে আসবে।

এবার যত্ন করে সিডিটি রেখে দিন। যখন আপনার পিসি বুট হবেনা তখন সিডিটি রমে প্রবেশ করিয়ে পিসি স্টার্ট করুন। নিচের ছবিটির মতো দেখা যাবে। এবার আপনার প্রয়োজনীয় কাজটি সেরে নিন।

আপনি হয়তো ভাবছেন এত কষ্ট করে ৫০ মেগাবাইট ডাউনলোড করে সিডি তৈরি করে লাভ কী। দুর্যোগ আসার আগেই তৈরি হয়ে থাকা ভাল। যখন বিপদে পড়বেন তখন এই অধমের পরামর্শ কাজে লাগবে।

যখনই পিসি বুট হবেনা তখনই প্রবেশ করান আপনার সেই বিখ্যাত (!) সিডিটি।

নিচের ছবিটির মতো একটা স্ক্রীন আসবে।

এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সিলেক্ট করে কাজ সেরে নিন।
প্রথমে আমার ব্লগে প্রকাশিত

Level 0

আমি মোমেন আবদুর রউফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Vai thanks onek kaje dibe…

Level 0

আপনার অশেষ মেহেরবানী….
খুব ভাল লাগল। অনেক অনেক ধন্যবাদ।

Hiren Boot CD dia kora jay…tobe apnar ti onek kajer soft+tune..oshesh dohonnobad

Level 0

thanks bro. Ami linux or ubuntu live boot bebohar kori but ogulo 1GB/2GB hoy. Apnar ei 50 MB r live boot er jonno many thanks

Level 2

Live Disk collection a rakha amar ekta habbit. Rescue Kit 9.0 ta amar kase nai. Share korar jonno Thanks dear. 🙂

many many thanks. techtunes e to ekhon light diye valo tune/kajer tune khujte hoy. tar moddhe e rokom ekta upokari tune deyar jonno thanks

আজকের সেরা টিউন আমার কাছে অনেক ভাল লেগেছে

Level New

Vai etar jonno ki CD use korte hobe naki DVD? aktu blben plz.

Ar apnar tune ta sundor hoise….. Tanks………………

    @nightflower33: এটার জন্য সিডি অথবা ডিভিডি যেকোন একটা ব্যবহার করলেই চলবে।

Level New

Vai etar jonno ki CD use korte hobe naki DVD? aktu blben plz.

Ar apnar tune ta sundor hoise….. Thanks………………

Level 0

কত দিন থেকে খুজছি এমন একটা সফট….
ব্যাপক টিউন

খুব কাজের একটা জিনিস দিছেন ভাই। ধন্যবাদ।

ধন্যবাদ

Level 0

এটা যে কত মানুষের কাজে লাগবে তার ঠিক নাই. thanks ভাই

Level 2

প্রিয়তে নিলাম। কাজে লাগতে পারে।

Level 0

vai, windows 7 e choley?

    @skytipsbd: আসলে এটা তো একটা লাইভ সিডি । অপারেটিং সিস্টেম না থাকলেও এটা চলবে। তবে সিডি তৈরি করার জন্য যেকোন অপারেটিং সিস্টেম হলেই চলবে।

Level 0

Momen vi khub valo hoyse, sotty apner kotha onek din mone thakbe ai tuner jonno

Level New

Thanks vai reply deyar jonno…………..

Level New

Vai sobe to korlam boot o hoise kintu problem hoise File transfer korte parche na. jodi ektu bujiye diten. file transfer a clike korle next disi tarpor seta clipbord a o nilam kintu clipbord thke to pensrive a nite partsi na. aktu janben vai. Notun to tai aktu birokto korchi………..

Ar akta kotha ata Diya ki corrupted drive ki tihik hobe? Hole seta kivabe?

Amar akta hard disk corrupted hoye gesilo tarpror badho hoy Format disi er por ar use kori nai. akhon ota ki ai disk diya hard disk er drive gula ki ager obosthane niye ana jabe? jodi jay tahole kivba? Onek gula Q apnar uttotr dite hoyto aktu kosto hobe.

Asob bepare Notun to tai aktu birokto korchi……….. Thanks…

    @nightflower33: আমি খুবই ব্যস্ত। সিডি আবার কম্পিউটারে লাগিয়ে যে গবেষণা করব সেই সময় নেই। আমি একটা নতুন আর্টিকেল পাইছি। এটা একটু পড়ে দেখেন এই লিংক থেকে। http://www.wilderssecurity.com/showthread.php?t=337232 আপনার উত্তর পেয়ে যেতেও পারেন। ভাই ভুল বুঝবেন না। একটা ছোট চাকরি করি তো। ঝামেলা লেগেই লাগে।তবে সুযোগ পেলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব।

মোমেন ভাই অনেক ধন্যবাদ

Level 0

জটিল জিনিষ ভাইজান

সিডি রাইট না করে পেনড্রাইভে বুটেবল করলে কি কাজ হবে?

    @Rumi Sarwar: আমার মনে হয় কাজ হবে। প্রথমে সিডি রাইট করে নিলেন। তারপর সিডি থেকে ফাইলগলোকে যদি পেনড্রাইভে বুটেবল করে দেয়া যায় তাহলে হতে পারে। আপনি যদি করতে পারেন তাহলে আমাদের জানাবেস।

Level New

Kosto kore j ai tuku help korsen tar jonno onek thanks vai………….

Level 0

দারুণ!!!!!!!!!!!!!!!!

ধন্যবাদ ভাই । ভাল পোস্ট করলেন আরো সাথে থাকুন http://www.varabd.com

osadharon