আমরা ফটোশপে বাংলা লিখতে প্রতিনিয়তই সমস্যায় পড়ি বা লিখতে পারলেও অনেক ঝামেলা করে লিখতে হয়, আবার অনেক সময় সবগুলো
সিম্বলও ইউজ করতে পারিনা, মোট কথা খুবি বিরক্তিকর এবং মহা ঝামেলাও।
তাই আজ থেকে ফটোশপ বাদ দিয়ে দিন এবং বাংলা লিখুন উইন্ডোজের ডিফল্ট paint দিয়ে, bijoy হোক বা অভ্র দিয়ে। তাহলে শুরু করা যাক>>>>>>
প্রথমে স্টার্ট মেনুতে যান তারপর all programs হয়ে accessories থেকে paint নামের যে অপশনটি আছে সেটা ওপেন করুন, নিচে দেখুন.........
এবার আপনি text icon অর্থাৎ নীল দাগ দেওয়া A আইকনটিতে ক্লিক করুন, তারপর লিখার জন্য সাদা বক্সে ক্লিক করুন, নিচের মত দেখবেন............
এবার আপনি যে বক্সটি দেখতেছেন ইচ্ছা করলে এটাকে বাড়াতে কমাতে মুভ করাতে পারবেন। এবং লক্ষ করুন নীল দাগ দেওয়া color 1 নামের
যে বক্সটি দেখতেছেন সেটা হবে আপনার টেক্সট কালার। paint দিয়ে লেখা নিচে একটি বাংলা লিখা দেখুন...........................
এখানে আপনি লিখাটির background সাদা কালার দেখতেছেন, এখন আপনি যদি চান background টি অন্য কালার হোক
তাহলে নিচের ছবিটা দেখুন...............................................................
আপনি opaque তে ক্লিক করুন, এবং color 2 নামের বক্সটি সিলেক্ট করুন, color 2 নামের বক্সটিই হল background কালার বক্স।
মানে আপনি এখানে যে কালার সিলেক্ট করবেন সে কালার হবে background কালার। ব্যাস এবার সেভ করে ফেলুন JPEG ফর্মেটে।
একই ভাবে আপনি যে কোন image এর উপরেও বাংলা ইংরেজি যা খুশি তা লিখতে পারবেন, একটু নিচে তাকান..............................
আপনি যে image এর উপরে লিখতে চান সে image টির উপর মাউসের রাইট ক্লিক করে edit এ ক্লিক করুন, এবং বাকি কাজ আগের মতই।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন....................................।।
আমার ব্লগে ঘুরে আসতে পারেন.......................................
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
এটা থেকে আমার মনে হয় ফটোশপের নিয়ম টা আরো সোজা @ ধন্যবাদ কামরুল ভাই আমাদের মাঝে টিপস শেয়ার করার জন্য।