পেনড্রাইভের শর্টকাট ভাইরাস সমস্যার সমাধান, কোন প্রকার সফটওয়্যার ছাড়াই

হ্যালো ভাই জানেরা...

অনেক দিন পর টেকটিউনে টিউন করতে বসলাম। যদি টিউন এই বিষয়ে আগে কোন টিউন হয়ে থাকে। তাইলে কমেন্টে বলে দিয়েন। টিউন টা রিমুভ করে দিব।

যাই হোক আসল কথায় আশা যাকঃ-

আমারা অনেকেই বর্তমানে একটি ভাইরাস সম্পর্কে অবগত, বিশেষ করে অনেকের ভার্সিটির ল্যাব গুলোতে এই ভাইরাসে Factory তৈরি হয়ে রয়েছে।এই ভাইরাসটি হল শর্টকাট ভাইরাস। এর আরেকটি নাম আছে কিন্তু আমার মনে নাই। যাই হোক এই ভাইরাসটির কারনে যখনই আপনি আপনার পেন্ড্রাইভ কম্পিউটারে ঢুকাবেন সাথে সাথে সব গুলো ফাইল শর্টকাট হয়ে যাবে।

এই শর্টকাট ফাইল গুলোকে ফিরিয়ে পাবার অনেক গুলো নিয়ম আছে যার মধ্যে ২ টি নিয়ম আমি নিচে উল্লেখ করব।এছাড়াও আরো দুটি নিয়ম আছে যেইগুলা অনেক ভেজাইল্লা তাই এইগুলো আর লিখলাম না। এবং একটি মজার ট্রিক্স ও বলে দেব এই ভাইরাস থেকে বাচার জন্য।

১ম নিয়ম :

এইটা একটু বড় কিন্তু কাজ হবে।

হাইড ফোল্ডার গুলো ঠিক করার জন্য যা করতে হবে,

Start Menu তে গিয়ে Accessories এ Run এ যেতে হবে,

অথবা,

Kyeboard এ  (Windows Key + R) Button চাপতে হবে।

এবং রান আসলে, অইখানে cmd লিখে Ok করতে হবে,

তারপর নিচের মতো Command Prompt আসবে।

তারপর  যে Drive এ হাইডেন ফাইল ঠিক করতে হবে অইটা সিলেক্ট করতে হবে।

যেমন আমার USB Drive হল I

এখন আমি I Drive সিলেক্ট করার জন্য লিখব,  I:

তারপর I Drive সিলেক্ট হবে,হলে উপরের মতো দেখাবে।

এখন এই কোড টি Copy করে Paste করতে হবে CMD তে,

Attrib /S /D -R -S –H

তারপর, Enter চাপতে হবে।

CMD তে Copy And Paste করতে হলে, অপশন এ যেতে হবে নিচের চিত্রের মতো,

তারপর Edit -> Paste

এবার Enter চাপুন।

ব্যাস আপনার কাজ শেষ এখন আপনার পেন ড্রাইভের সব হাইডেন ফাইল অ্যান্ড ফোল্ডার ঠিক হয়ে গেছে।

২য় নিয়ম :  এই নিয়ম অনেক সহজ আমার নিচের দেয়া ফাইলটি ডাউনলোড করে নিন। এবং আপনার যে পেন্ড্রাইব বা হার্ড ড্রাইভ এর ভেতর শর্টকাট ফাইল ঠিক করতে চান অই ফোল্ডারে এইটা পেস্ট করবেন এবং মাউসের রাইট বাটন ক্লিক করে Run as Administrator এ ক্লিক করবেন। একটি CMD রান হবে। এবং আপনার ফাইল গুলো ঠিক হয়ে যাবে

এইখানে ফাইল টি ডাউনলোড করুন

 

Tricks :

এখন আসি একটা Trick নিয়ে। কিভাবে শর্টকাট হওয়া থেকে ফোল্ডার কে বাঁচাবেন ।

এর জন্য আপনার পেন্ড্রাইভে একটি ফোল্ডার তৈরি করে রাখুন এবং ফোল্ডারটিকে rename করে নাম দিন "♥.dat".

♥ লিখার জন্য আপনার কীবোর্ডের Alt key টি চেপে ধরে নিউমেরিক key 3 তে চাপ দিন এবং ছেড়ে দিন।

এবং .dat/.mkv/.jpg ইত্যাদি নাম দিন।

এর পর আপনার পেন্ড্রাইভে যখন ই কোন ফাইল রাখবেন এই ফোল্ডারটির ভিতরেই রাখবেন। এই ফোল্ডারটিতে শর্টকাট ভাইরাসের কোন effect পরবেনা।

আজ এতোটুকুই ভাল লাগলে কমেন্টে জানাবেন। আর খারাপ লাগলে গালি দিয়েন না বলে দিয়েন ডিলিট করার জন্য।

Level 0

আমি Tj Thouhid। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 133 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জীবনটা অনেক কষ্টের ভাই,তাই বলে কি সারাদিন কান্না করব নাকি, যতো পারো ইনজয় কর,পারলে কিছু ভাল কাজও কর :) আমার সাথে এফ.বি(ফেইস বুক) এ যোগ হইতে চাইলে নিচের প্রোফাইল এ ক্লিক করতে পারেন :) Tj Thouhid আমার লিঙ্কটা এইজন্য দিলাম কারন দুই একজন ভাই টেকটিউনস থেকে আমার নামে দিয়ে আমায়...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Vai jodi bairas mara jeto tahole dokan thake disk nito na……………………………..

    Level 0

    @sksazzad: ভাইয়া আপনার কথাটা বুঝি নাই। আর যদি আপনি বলে থাকেন এই উপায়ে ভাইরাস মরবে তাইলে ভাইয়া আমি এই টিউনে কথাও ভাইরাস মরার কথা বলি নাই, শুধুই আপনার শর্টকাট হয়ে যাওয়া ফাইল ফিরিয়ে আনার কথা উল্লেখ করছি।

The Name Of Virus Is ‘Win32/Ramnit” Any Nice Tune, Go Ahead….

Level New

nice tune Vai. 2 din age paile test korte partam. tobe rekhe delam ai jamelata parye hoy.
Thanks bro…………….

    Level 0

    @nightflower33: Wc Bro… Last trick ta use kor te paren.. taile ar jhamela ta hobe na

Vai ami ei problem ta face kortechi , thanx for information.

than x….nyc tune bro

    Level 0

    @Misbah Mashu: thnx for the comment bro

Level New

Thanks vai tips ta kaj korse……………

Airokom aro kisu mojar post chai….

    Level 0

    @nightflower33: in-sha-allah agamite aro lekhar try korbo