আপনি কি হেডফোন ব্যবহারকারিদের মধ্যে একজন? আপনার কি দামি সাউন্ড সিস্টেম কেনার সামর্থ্য নাই, কিংবা আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও আপনি জায়গা অভাবে বসাতে পারছেন না? আপনার জন্য দরকার Razer Surrond সফটওয়্যার। এই সফটওয়্যার এর সাহায্যে আপনি আপনার হেডফোন এ উপভোগ করতে পারবেন ৭.১ surround সাউন্ড। আপনার surround সাউন্ড উপভোগ করার জন্য দরকার নাই দামি সাউন্ড সিস্টেম এর।
আপনি এই ফ্রী সফটওয়্যার ইন্সটল করে তৎক্ষণাৎ উপভোগ করতে পারবেন যে কোন দামি সাউন্ড সিস্টেম এর অনুরূপ সাউন্ড আপনার হেডফোন এ।
ডাউনলোড করতে নিচের লিঙ্ক এ ক্লিক করুন।
http://www.razerzone.com/surround
এখানে আপনি ফ্রী রেজিস্ট্রেশান এর পর ডাউনলোড করতে পারবেন। (রেজিস্ট্রেশান আবশ্যক সফটওয়্যারটি চালানোর জন্য)
তারাতারি ডাউনলোড করে নিন ২০১৪ সালের আগে। ২০১৪ এর জানুয়ারী থেকে এই সফটওয়্যার প্রিমিয়াম হয়ে যাবে এবং দাম পরবে $২০। সফটওয়্যার ইন্সটলের পর একবার ব্যবহার করলে আপনি এটি আজীবন ব্যবহার করতে পারবেন বিনা খরচে।
ইন্সটল এর পর লগিন করুন এবং নির্দেশনা অনুযায়ী আপানার হেডফোন কনফিগার করে নিন।
কোন ফুল ইন্সটলার এর ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না বলে দুঃখিত। কারন এই সফটওয়্যার ওয়েব ইন্সটলার ভিত্তিক এবং এটি আপানার হার্ডওয়্যার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ড্রাইভার ডাউনলোড করে নিবে।
পোস্ট ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আমি samxl001। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সফটওয়্যার রিভিউ 8/10. আমি A4 টেক এর হেডসেট ব্যবহার করি, ভাল কাজ করছে। 🙂 … সাধারণ ব্যবহারকারীরা খুব বেশী পার্থক্য ধরতে পারবে বলে মনেহয়না। সারাউন্ড মানে হল 360 এঙ্গেল থেকে সাউন্ড আসবে বলে মনেহয়, সফটটি খুব নিখুতভাবেই এটা করতে পেরেছে। টিউনারকে ধন্যবাদ। অনেকদিনপর নতুন কিছু পেলাম টেকটিউনসে। 😀