All player ব্যবহার করে করে কীভাবে Movie তে Subtitle Add করা যায় এ সম্পর্কে আগে অনেক টিউন হয়েছে কিন্তু সাধারণত Movie দেখার জন্য আমরা All Player ব্যবহার করি না বরং Media Player Classic আমার প্রথম পছন্দ। এখন Media Player Classic এও কীভাবে Subtitle Add করা যায় সেটা বলি। প্রথমে যে Movie-র Subtitle পেতে চান ইন্টারনেট চালু অবস্থায় Media Player Classic-এ সেই Movie টি Open করুন। এরপর Player এর উপরে Mouse Pointer রেখে Right Click ->File->Subtitle Database->Download -এ যান অথবা এতকিছু না করে Key Board থেকে D চাপুন। এরপর নিচের ছবির মতো একটি Window আসবে।
এখান খেকে English এর Check Box এ টিক দিয়ে Download & Open এ Click করলেই আপনার Movie তে Subtitle Add হয়ে যাবে। এখন এই Subtitle টি ভবিষ্যতে ব্যবহারের জন্য আবারও Player এর উপরে Mouse Pointer রেখে Right Click ->File->Save Subtitle এ Click করুন অথবা Keyboard ধেকে Ctrl+S চেপে আপনার পছন্দের যায়গায় Srt File টি Save করে রাখুন।
উল্লেখ্য, এভাবে Subtitle Download এর সময় Subtitle টি আসলে http://www.opensubtitles.org এই Site এর Server থেকে Download হয়। সুতরাং কোন Movie-এর Subtitle যদি ওই Site এ দেয়া না থাকে তবে এই প্রক্রিয়ায় Subtitle Add হবে না।
যে কোন জায়গায় এটাই আমার প্রথম টিউন, কোন ভুলভ্রান্তি হয়ে খাকলে ক্ষমাপ্রার্থী। ভাল টিউনের মান কীভাবে বাড়াতে পারি এ সম্পর্কে অভিজ্ঞ টিউনারদের থেকে পরামর্শ চাচ্ছি। এই টিউন আমার জানামতে এখনও কোথাও করা হয় নাই তবুও যদি আগে এ সম্পর্কে টিউন হয়ে থাকে তবে আমি দু:খিত, ধন্যবাদ।
আমি অনিক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার পোষ্টের জন্য ধন্যবাদ। আমি মুভিতে হার্ড সাবটাইটেল দিতে চাই। কি করে সম্ভব?