আজকে আমি ক্যালকুলেটর দিয়ে কয়েকটি বেসিক গানিতিক সমস্যা সমাধান নিয়ে বলবো । (পরবর্তিতে স্যুইচ এর ক্রমানুসারে আগাবো, ক্রম জানতে পূর্বের টিউনটি দেখুন)
আজকের প্রয়োজনীয় স্যুইচ: CALC এবং ∫dx
------------------------------------------------------------------
(ক্যালকুলেটরে যা আউটপুট দিবে তা এই রং এ দেখানো হয়েছে)
------------------------------------------------------------------
একটা হিসাব করি:
23 × 65 + 691 – 429 = 1757
23 × 65 + 691 – 429 CALC 1757
তাহলে "=" এবং "CALC" এর পার্থক্য কোথায়?
পার্থক্যটা তখনই হবে যখন উপরের রাশিতে একটা Variable দেয়া হবে:
23 × 65X + 691 – 429
CALC
X? (এখানে X এর মান চাচ্ছে)
X এর মান ইনপুট দিলে পুরো রাশির ফলাফল বের হয়ে যাবে যেমন:
0 = 262
অথবা
1 = 1751
এভাবে একাধিক Variable থাকলে সবগুলোর মান দিয়ে পুরো রাশির ফলাফল বের করা যাবে যেমন:
23 × 65X + 691Y – 429
CALC
X? 0 =
Y? 20 = 13391
যখন একাধিক Variable এর ভিন্ন ভিন্ন মান থাকবে:
যেমন, যদি প্রশ্ন থাকে:
f(X,Y)=23 × 65X + 691Y – 429 হলে,
f(0,20)=?
f(21,9)=?
f(45,81)=?
তথন কি করবেন?
উত্তর হল : আমি রাশিটি ইনপুট দিব একবারই, কিন্তু CALC দ্বারা হিসাব করব তিন বার:
23 × 65X + 691Y – 429
CALC
X? 0 =
Y? 20 = 13391
CALC
X? 21 =
Y? 9 = 37185
CALC
X? 45 =
Y? 81 = 122817
তাহলে আমরা পেলাম;
f(0,20)=13391
f(21,9)=37185
f(45,81)=122817
================================================
এবার আসি SOLVE এ;
2X=24 হলে X এর মান কত?
:12
41X + 811 – 397 = 848 হলে X এর মান কত?
:একটু ভাবতে হবে
23 × 65X + 691 – 429 = 1757 হলে X এর মান কত?
:ভেবে লাভ নেই খাতা কলম নিয়ে বসতে হবে
আর
23X4 + 65X3 + 691X – 429 = 1757 হলে !!!! ????
এই ধরনের সমীকরন সমাধান করার জন্যই SOLVE এর ব্যাবহার
আসুন SOLVE ব্যাবহার করে এ ধরনের একটি সমীকরন সমাধান করি
প্রথমে ইনপুট দিন
23X3 + 65X2 + 691X – 429 = 1757 ("=" কিন্তু সাধারন = নয়, এটা দিতে হয় ALPHA, CALC চেপে)
MS Model:
SOLVE X? SOLVE X= 2.280014786
ES Model:
SOLVE Solve for X? = X= 2.280014786
বি:দ্র: একাধিক Variable থাকলে যেকোন একটির মান বের করা যাবে, ES Model এ যার মান বের করবেন সেটি অবশ্যই X হতে হবে ।
=====================================================
প্রথমে Integration এর সূত্র দেখি:
এবার একটি Integration করি:
2X2+3X এর Integration করব, যার আপার লিমিট 5 এবং লোয়ার লিমিট 3 হবে।
ক্যালকুলেটর দিয়ে করা:
MS Model:
MS Model এর Integration স্যুইচটি এরকম: ∫dx , স্ক্রীনে দেখাবে এরকম: ∫(
ইনপুট ফরমেট: ∫(রাশি,লোয়ার লিমিট,আপার লিমিট)=
∫( 2X2-3X,3,5) = 41.33333
ES Model:
ES Model এর Integration স্যুইচটি এরকম: স্ক্রীনে দেখাবে এরকম: তাই ইনপুট ফরমেটের কোন ঝামেলা নেই
=41.333333
=====================================================
Differentiation এর সাধারন সূত্র:
2X2+3X এর Differentiation করি:
এখানে X এর মান 5 হলে
20-3
=17
ক্যালকুলেটর দিয়ে করা:
MS Model:
MS Model এর Differentiation চিহ্ন এরকম: d/dx , স্ক্রীনে দেখাবে এরকম: d/dx(
ইনপুট ফরমেট: d/dx(রাশি,X এর মান) =
বি:দ্র: যেহেতু d/dx দেয়া আছে, সেহেতু X এর সাপেক্ষে Differentiation হচ্ছে তাই Variable হিসেবে অবশ্যই X দিতে হবে। অন্য যা দেয়া হবে তা Constant হিসেবে নিবে, আর Constant কে Differentiation করলে ফলাফল হবে শূণ্য "০"।
d/dx(2X2-3X,5) = 17
ES Model:
ES Model এর Differentiation চিহ্ন এরকম: , স্ক্রীনে দেখাবে এরকম:
তাই এখানেও ইনপুট ফরমেটের কোন ঝামেলা নেই
বি:দ্র:একই
=========================
আজ এ পর্যন্তই.. ধন্যবাদ ভাল থাকবেন
আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই জটিল !