আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের Scientific Calculator টি কি আসল! না নকল! ।
আজ আমি সেটা ই চেক করার পদ্ধতি আপনাদের বলবো :
এর জন্য Calculator টি MS বা ES মডেলের হতে হবে। TL মডেলে কাজ করবে না
প্রথমে Calculator টির SHIFT, 7, ON তিন টি কী একত্রে চাপুন:
এতে Calculator এর পুরো স্ক্রিন কালো হয়ে যাবে:
ভয় পাওয়ার কিছু নেই, এবার :
এবার নিচের চিত্র অনুযায়ী , "SHIFT" হতে "=" পর্যন্ত পর্যায়ক্রমে চাপুন ("ON" বাদে)
ডান পাশের ম্যসেজ দেখালে বুঝবেন আপনার CASIO Scientific Calculator টি ১০০% আসল
এখন কার্যাবস্থায় ফিরে যেতে ON চাপুন
------------------ধন্যবাদ-----------------------
আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good tune. বিষয়টি জানা ছিল তবে শেয়ার করার জন্য ধন্যবাদ।