VLC প্লেয়ার দিয়ে অনলাইন রেডিও শুনুন – সাথে থাকছে বাংলা রেডিও স্টেশন লিস্ট

এটা আমার টেকটিউনস এ প্রথম টিউন। তাই ভয়ে ভয়ে লিখলাম , না জানি কেমন হয়?

আজ আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। আপনি চাইলে আপনার পিসিতে vlc প্লেয়ার দিয়ে অনলাইনে রেডিও শুনতে পারেন।

এর জন্য নিচের স্টেপগুলো অনুসরণ করুনঃ

  • ১। প্রথমে এই জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুনঃ ডাউনলোড
  • ২ আনজিপ করে ফাইলগুলো কোন সুবিধাজনক ফোল্ডারে রাখুন।
  • ৩। এবার vlc প্লেয়ার চালু করে ডাউনলোড করা ফাইল গুলো থেকে যে রেডিও স্টেশন শুনতে চান তার ফাইলটি খুজে vlc তে  ড্রাগ করুন ( টেনে এনে ছেড়ে দিন) ইন্টারনেটে কানেক্টেড অবস্থায় ।
  • ৪। এবার দেখুন মজা...যদি আপনার নেটের স্পীড মোটামুটি ভালো হয় তাহলে বাফারিং ছাড়াই শুনতে পাবেন রেডিও...।

সবাইকে ধন্যবাদ। টিউনটি আগে -আমার ব্লগ এ প্রকাশিত। সময় পেলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে। ফেসবুকে আমিঃ farukcse

Level 0

আমি faruk ahmad। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Dear Friends I am faruk ahmad. I am a student of CSE in Begum Rokeya University, Rangpur.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অনেক ভাল লেগেছে।

    আপনাকেও ধন্যবাদ @

Download link কোথাই?
Download Link ঠিক করুন

    @মোঃ রাশেদ খান মেনন: ভাই ধন্যবাদ। লিংকটা ঠিক করে দিলাম। এখন ঠিক আছে। উপভোগ করুন অনলাইন রেডিও vlc দিয়ে। আবারও ধন্যবাদ।

ধন্নবাদ, KMP দিয়েও করা যায়।

    @raihanruhin: *ধন্যবাদ।

    @raihanruhin: জ্বী ভাই kmp দিয়েও করা যায়। তবে আমার কাছে vlc র সাউন্ড কোয়ালিটি অনেক ভালো মনে হয়। ধন্যবাদ।