এখন কম্পিউটারের রিমোট কন্ট্রোলার মোবাইল !

এই টিউনটি সবার কাজে নাও লাগতে পারে তবে আমার মত যারা টিপস এন্ড ট্রিক্স পছন্দ করে তাদের কাজে লাগবে। আপনি বিছানায় শুয়ে ডেস্কের উপর রাখা কম্পিউটার পুরুপুরি নিওন্ত্রন করতে পারেন। আপনার শুধু লাগবে একটি ব্লুটুথ ডিভাইস যা আজকাল প্রায় সব ল্যাপটপে বিল্টইন দেয়া থাকে এবং একটি j2me অর্থাৎ .jar বা .jad ফাইল সমর্থক ব্লুটুথ সংযোজিত মোবাইল ফোন। সাধারনত সকল নোকিয়া ব্লুটুথ সংযোজিত ফোনসেটই .jar বা .jad ফাইল সমর্থন করে। এবার কাজ শুরু করা যাক।

প্রথমেই আপনার পিসিতে ব্লুটুথ ডিভাইস লাগিয়ে রেডি রাখুন।এখান থেকে Phone Remote Control সফটয়্যারটি ডাউনলোড করুন। এবার ফাইলগুলো এক্সট্রাক্ট করুন। সেখান থেকে setup.exe ইন্সটল করুন। এবার সিস্টেম ট্রে থেকে Phone Remote Control প্রোগ্রামটি এক্সিট করুন। এক্সট্রাক্ট করা ফোল্ডার থেকে key.reg অপেন করে yes চাপুন। ইন্সটলেশনের ঝামেলা শেষ হল। এবার Phone Remote Control অপেন করে Install Phone Client বাটনে ক্লিক করুন। একটি ফোল্ডার অপেন হবে সেখানে মোবাইল ফোনের জন্য দুটি ভিন্ন ভার্সনের সফটয়্যারের দুটি ভিন্য ফোল্ডার থাকবে আপনার পছন্দ ও মোবাইলের উপযোগি ভার্সনটি মোবাইলে ব্লুটুথ দিয়ে বা ডাটা ক্যাবল দিয়ে কপি করে নিন এবং মোবাইলে অপেন করুন। এবার আপনার মোবাইল ও কম্পিউটারে ব্লুটুথ সংযোগ স্থাপন করতে হবে। এর দুটি উপায় আছে। একটি মোবাইল থেকে এবং একটি কম্পিউটার থেকে। মোবাইল থেকে সংযোগ স্থাপন করতে search ক্লিক করে কম্পিউটারের নাম আশলে সিলেক্ট করুন। কম্পিউটার থেকে কানেক্ট করতে চাইলে Phone Remote Control অপেন করে Connect from PC ট্যাবে গিয়ে Select Phone ক্লিক করে ফোন সিলেক্ট করে নিন। তারপর Connect Phone ক্লিক করুন। তাহলে আপনার মোবাইল কম্পিউটারের রিমোট কন্ট্রোলারে পরিনত হবে। এবার আপনি আপনার ডেস্কটপকে মোবাইলের স্ক্রিনে দেখতে পারবেন, মিডিয়া প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন, উইনাম্প ব্যবহার করতে পারবেন, ফাইল ম্যানেজার ব্যাবহার করতে পারবেন, রিবুট করতে পারবেন, শাট ডাউন করতে পারবেন, মাউস নিওন্ত্রন করতে পারবেন এবং আরও অনেককিছু করতে পারবেন। ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুবিধার জন্য ডাউনলোড লিঙ্ক আবার দিলাম : Download_button

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কমন বিষয় কিন্তু খুবই ভালো টিউন। চালিয়ে যাও। আর আমাদের রেজাল্ট দেবে এই মাসের ১৬ তারিখে।

    ধন্যবাদ। বিশেষ করে রেজাল্টের খবরের জন্য।

বেশ ভালো লাগল। চালিয়ে যাও

ভাল টিউন ধন্যবাদ।

    আপনাকেও মন্তব্যের জন্য ধন্যবাদ।

ভালো টিউন…চালিয়ে যাও.

ভালো টিউন .

আদনান, নিজে ব্যবহার করেছো? ভাল হইছে। এর জন্য আমার ল্যাপটপ লাগবে 🙁

    কেন ভাই ল্যাপটপ লাগবে কেন?

আমাদের রেজাল্ট ১৫ তারিখ
আমিও একজন পরিক্ষার্থী।০১৭৩৭৫৪৪০৭২

হুম্‌ , খুব ভাল টিউন। ধন্যবাদ আপনাকে সুন্দর এ কার্যকরী টিউনটির জন্য।

Level 0

সফট গুলোর ডাউনলোড লিংক কই ???????

    ভাই সফটতো একটাই আর সেইটার ডাউনলোড লিঙ্কও দিয়া দিছি। টিউন্টি ভালভাবে পড়েন।

বিষয়টা ইন্টারেস্টিং। তবে আমার মনে হয় মোবাইলের ছোট স্ক্রীণে ডেস্কটপ পরিচালনা করাটা বেশ কষ্ট।
এটা একান্তই আমার ব্যক্তিগত অভিমত। যারা স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের অনুভূতি স্বাভাবিকভাবেই ভিন্ন (আনন্দময়, if more precisely expressed) হবে।

অনেক ধন্যবাদ

Level 0

সুন্দর