এই কমান্ডটা মূলত পেনড্রাইভ বা মেমোরি কার্ডের জন্য যেগুলোতে ভাইরাসের কারনে সব ফাইল হিডেন হয়ে যায়। ফলে প্রকৃত ফাইল বা ফোল্ডার হিডেন হয়ে থাকে এবং ফোল্ডার গুলোর নামে EXE ফাইল তৈরী হয়। এটা থেকে বাঁচার উপায় কি ? আমাদের মধ্যে অনেকেই জানেন না এই কাজটা অতি দ্রুত এবং সফল ভাবে DOS কমান্ডের মাধ্যমে করা যায়---প্রথমে run>cmd>enter এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড এর এড্রেস [এটা I: , J:, K: L:হতে পারে] টাইপ করুন। উদাহরনঃ ধরুন আমার পেনড্রাইভ L তাহলে আমার কামান্ডটা হবে নিচের মতো---
প্রথমে লিখুন L: এটা লিখে এন্টার দিন তাহলে আপনার পেনড্রাইভ সিলেক্ট হলো এবার ঝটপট কমান্ড লিখে এন্টার দিন।
attrib -s -r -h -a /s /d
কমান্ড টা দেখতে হবে এরকম
L:\>attrib -s -r -h -a /s /d
আপনার কাজ হয়ে যাবে পুরোপুরি যদি সেটা ভাইরাস মুক্ত পিসি হয় তাহলে!
আমি ইলিয়াস আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 396 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি ইলিয়াস আহমেদ, তথ্য প্রযুক্তি ভালবাসি.নিজেকে সবসময় তথ্য প্রযুক্তির মাঝে ডুবিয়ে রাখতে চাই, আশাকরি আপনাদের মাঝে নিয়মিত থেকে অনেক কিছু জানাতে এবং জানতে পারব ।
চমতকার টিউন
Dos কমান্ডের মাধ্যমে সমাধানের উপায় পেয়ে ভালো লাগছে……
আশা করি অন্যদের মত কথায় কথায় সফটয়ার ব্যবহার না করার উপায় না বলে ডস কমান্দ শেয়ার করবেন