Deep Freeze সফটওয়্যারটা সম্পর্কে জানেননা এমন লোক খুবই কম আছে। এই প্রোগ্রামটা আমাদের পিসিকে ফ্রিজ করে দেয়। সংক্ষিপ্ত ভাবে DEEPFREEZE সম্পর্কে বলতে গেলে এটা বলতে হয় যে, সিস্টেমের যে কোন পরিবর্তন রিস্টার্ট করার সাথে সাথে আগের মত হয়ে যায় অর্থাৎ আপনি যাকিছুই করুনা কেন এক রিস্ট্রাটে পিসি আবার আগের মত হয়ে যাবে। বিভিন্ন সাইবার ক্যাফেতে অথবা অজ্ঞ ইউজারদের জন্য ইনস্টল করা হয় ডিপ ফ্রিজ। ও আর একটা কথা ডিপ ফ্রিজ সম্পকি যারা জানেন না তারা এই পোস্ট দুইটা দেখতে পারেন-
techtunes.io/download/tune-id/2046/ , techtunes.io/internet/tune-id/9374/ সাইটে এটার রিভিউ পড়ে অনেকেই পিসিতে Deep Freeze ইনস্টল করেন। আমি যেহেতু সাইবার ক্যাফেতে থাকি তাই এটা আমার ইনস্টল করার প্রয়োজন পরে। সমস্যাটা এখানেই, এটাকে ম্যানুয়ালী আনইনস্টল করা যায় না। এর পর থেকে শুরু হলো আমার করুন অবস্থা, কিভাবে ডিপ ফ্রিজ আনইন্স্টল করব? অনেক কষ্টে শেষমেষ উইন্ডোজ সেটাপ দেওয়া লাগল। বুঝতেই পারছেন অবস্থা! আমার মত হয়রানি যাতে আর কারো না হতে হয় সেই কারনেই আমার আজকের এই লেখা।
না পারলে নিচের স্ক্রিণশট
বি:দ্র: ট্রিক্সটি আপনাদের সকলের হইতো কাজে না লাগতে পারে। তবে কিছু কিছু ইউজারদের কাজে লাগতে পারে। সুতরাং পজেটিভ দিকটায় সবাই ভাববেন আশা করি।
শোয়েব-
আমি আব্দুল্লাহ আল শোয়েব। Instructor, JCF Technical Institute, Jashore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 534 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Abdullah Al Shoyeb Chief Instructor (Automobile Mechanics) Skills for Employment Investment Program JCF Technical Institute. Cell: 01915828692, Email: [email protected] Facebook: www.facebook.com/shoyeb.jpi
vai amio ai somossai jorjorito..but
system tray te kono icon show kore na..
what can i do now??