উইন্ডোজ এক্সপিতে সিডি-ডিভিডি ট্রে বের করার সময় আমরা সাধারনত eject অপশন ব্যবহার করি,কিন্তু সিডি-ডিভিডি ট্রে ঢুকানোর জন্য কোন অপশন দেয়া থাকে না।তবে আপনি ইচ্ছে করলে সিডি-ডিভিডি ট্রে ঢুকানোর জন্য একটি অপশন তৈরী করে নিতে পারেন।এজন্য http://ziddu.com/download/9672901/Cdtray.zip.html ঠিকানা থেকে থেকে একটি জিপ ফাইল ডাওনলোড করে নিন। আনজিপ করলে দুটো ফাইল পাবেন closetrayreg এবং closetraycmd নামে। closetraycmd ডাবল ক্লিক করে চালু করুন। Copy To Windows Directory-এ ক্লিক করুন। Yes /OK ক্লিক করুন। closetrayreg-এ ডাবল ক্লিক করুন। Yes /OK ক্লিক করুন। কাজ শেষ।এখন my computer-এ গিয়ে সিডি ড্রাইভের আইকনে ডান ক্লীক করলে close tray অপশন পাবেন।সিডি ড্রাইভের ট্রে-তে সিডি রেখে close tray অপশনে ক্লীক করলে সিডি ট্রে স্বয়ংক্রীয়ভাবে ভেতরে ঢুকে যাবে।
আশা করি টিউনটি আপনাদের কাজে লাগবে।
আমি খালেদ মাহমুদ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 179 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
"You can chain me, you can torture me, you can even destroy this body, but you will never imprison my mind"
স্বাগতম আপনাকে,ভাল টিউন আপনাকে ধন্যবাদ।