আপনার কম্পিউটারের ডুপ্লিকেট ফাইলগুলো সহজেই বের করে সাথে সাথে ডিলিট করে দিন

আশা করি সবাই ভাল আছেন।

আমাদের কম্পিউটারে অনেক অপ্রয়োজনীয় ডুপ্লিকেট ফাইল থাকে যেগুলো আমাদের হার্ড-ডিস্কের মূল্যবান স্পেস দখল করে রাখে। এসব ফাইল গুলোকে খুজে বের করা অত্যন্ত কঠিন একটি কাজ।

আমি আপনাদেরকে একটি ছোট্র সফটওয়্যার শেয়ার করব যা দ্বারা এই সমস্থ কাজগুলো আপনারা সহজেই সম্পন্ন করতে পারবেন। সফটওয়্যার হচ্ছে DuplicateFinder, এটি আপনার পিসির সকল ডুপ্লিকেট ফাইল খুজে বের করতে সক্ষম।

এটা আপনার পিসির ডুপ্লিকেট ফাইল গুলো মুছে ফেলে আপনার সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি এবং আপনার সিস্টেম কে অনেকটা গতি গতিসম্পন্ন করতে পারবে, ফলে কম্পিউটারের এন্টিভাইরাস এর স্ক্যানের সময় অনেকটা হ্রাস পাবে।

DuplicateFinder একটি ফ্রীওয়্যার প্রোগ্রাম। আপনার কম্পিউটারে থাকতে পারে এমন সব ক্লোন করা ফাইল এটি সনাক্ত করতে সক্ষম।

DuplicateFinder অপ্টিমাইজ সনাক্তকরণ ব্যবহার করে থাকে। এর ফলে সকল ডুপ্লিকেট ফাইলগুলো সহজেই সনাক্ত হয়ে যায়। এবং চিহ্নিত ফাইলগুলো সহজেই এর মাধ্যমে কপি, স্থানান্তর অথবা ডিলিট করা যায়।

এটি অনেক দ্রুত এবং কার্যকরী একটি সফটওয়্যার। এটি দ্বারা আমি প্রায় ৫ মিনিটে ৩৯ Gigabytes এর মত space খালি করেছি, যা ছিল সম্পূর্ণ ডুপ্লিকেট ফাইল দ্বারা পারিপূর্ণ। এছাড়া এই সফটওয়্যার টি দিয়ে ফাইলগুলোকে অন্যান্য স্থানে স্থানান্তরিত করা যায়।

এটি প্রায় সকল অপারেটিং সাপোর্টেড সফটওয়্যার।

নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

download Duplicate Finder here

অনেক গুরত্বপূর্ণ তথ্যসহ ইনফরমেশন এন্ড টেকনোলজির সকল সমস্যার সমাধানে, ITsolution page এগিয়ে এসেছে আপনার-ই সহযোগিতার লক্ষ্যে। আপনার প্রশ্নটি পেজে প্রদানের মাধ্যমে দ্রুততম সময়ে যেকোন জটিল সমস্যার সহজ সমাধান নিন।
ITsolution page

সবাই ভালো থাকুন। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কম্পিউটারে সমস্যা সমাধান চাই ————
https://www.techtunes.io/?p=238614

Level 0

onek somoy onekgulu gan same name e thake, jemon Track 3 . segulu delete korte sabdhan .