এবার উইন্ডোজ ইনস্টল করলেও আপনার IDM এর ফাইল পূর্বের অবস্থায়ই থাকবে!! জেনে নিন সফটওয়্যার ছাড়া আইডিএম এর ব্যাকআপ পদ্ধতি।

ইন্টারনেট ইউস করে অথচ আইডিএম এর নাম জানে না এমন লোক খোজে পাওয়া মুশকিল। যাই হোক। আজকে আমি আপনাদের দেখাব কিভাবে সফটওয়্যার ছাড়া আইডিএম এর ব্যাকআপ রাখবেন বা উইন্ডোজ দেওয়ার পরও আপনার আইডিএম এর ফাইলগুলোকে পূর্বের অবস্থায় পাবেন।

প্রথমে এখানে যান: C:\program file\Internet download manager\

এবার নিচের চিত্রের মতো IDMan.exe.bak এই ফাইলটাকে খোজে বার করুন।

এই ফাইলটাই আপনার আইডিএম এর ব্যাকআপ ফাইল। এটিকে আপনার হার্ডড্রাইভের অন্য কোন স্থানে অর্থাৎ সি: ড্রাইভ থেকে সরিয়ে অন্য কোন ড্রইভে সংরক্ষণ করুন।ব্যাস!!

এবার উইন্ডোজ ইন্সটল করার পর IDM ইন্সটল করুন এবং সংরক্ষণ করা ব্যাকআপ ফাইলটি আইডিএম এর ইন্সটলেশন ডাইরেক্টরিতে পেস্ট এবং রিপ্লেস করুন।

দেখবেন আপনার আইডিএম পূর্বের অবস্থায় ফিরে গেছে।

ভাল লাগলে বা উপকৃত হলে  কমেন্ট করতে ভুলবেন না।

Level 0

আমি সংগ্রামী ছাত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 25 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice Tips..thanx সংগ্রামী ছাত্র

Level 0

খুজেই পেলাম না

    @afzal146:আপনাকে আগে ডাউনলোড করতে হবে। তাহলে ঐ ব্যাকআপ ফাইলটা তৈরী হবে। নতুন আইডিএম ইনস্টল করলে ঐ ফাইলটা খোঁজে পাবেন না।

nai…:(

    @আফনান: আপনাকে আগে ডাউনলোড করতে হবে। তাহলে ঐ ব্যাকআপ ফাইলটা তৈরী হবে। নতুন আইডিএম ইনস্টল করলে ঐ ফাইলটা খোঁজে পাবেন না।

      @সংগ্রামী ছাত্র: amar already 2.3 gb ekta file download choltese..

ভাল টিপস!!! 😀

আমি যদি কোন ফাইল 50% ডাউনলোড করি এবং আপনার কথা মতো এইটা অন্য ড্রাইভে বেকআপ রাখি তারপর উইন্ডোজ রি ইন্সটল দেয়ার পর ওই 50% ডাউনলোড করা ফাইলটি তারপর থেকে ডাউনলোড করতে পারব।

    @জোবায়ের রাসেল: মনে হয় না। এর জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আইডএম এর ডিফল্ট ডাউনলোড ডিরেক্টরি চেইন্জ করতে হবে। আইডএম এর ডিফল্ট ডাউনলোড ডিরেক্টরি মুলত থাকে ”C:\Users\****\Downloads” (**** হল আপনার কম্পিউটারের ইউজার নেইম) এটাকে আপনি সি ড্রাইভ থেকে অন্য কোন ড্রাইভে সরিয়ে নিন। তাহলে আপানর ডাউনলোডকৃত সকল ডাটাই অক্ষত থাকবে এবং পরে তা পূর্বের অবস্থা থেকেই রিজিউম করতে পারবেন।

      @আশরাফ: আশরাফ ভাই এর জন্য এসব কোন কাজই করতে হবে না। কারণ আইডিএম ইনস্টল দেয়ার পর ঐ ব্যাকআপ ফাইলটি রিপ্লেস করেন তাহলে আইডিএম পূর্বের অবস্থায় ফিরে আসবে। তথা আপনার ফাইলটিকে নরমালভাবে রিজিউম করতে পারবেন। তাছাড়া আপনি যে পদ্ধতির কথা বলেছেন, তাতে ডাউনলোড কমপ্লিট করা ফাইলগুলো সংরক্ষণ করতে পারবেন।আর ডাউনলোড কমপ্লিট না হইলে আপনি ঐ ফাইলটা পাবেন কোথা থেকে? তাছাড়া আপনি এই পদ্ধতিতে অন্য কোন কম্পিউটারে গিয়েও আপনার ফাইল ডাউনলোড করতে পারবেন।

জি ভাই আপনি ৫০% থেকেই ডাউনলোড করতে পারবেন।

Level 0

ভাই, আমি আইডিএমের ৬.১৬ এই ভার্ষণ ব্যবহার করি। আমার মজিলাফায়ারফক্স ১২ এর উপরের যে কোন ভার্ষণ দিয়ে আইডিএম দিয়ে ইউটিউবথেকে ভিডিও ডাউনলোড করতে পারিনা। ১২ এর নিচের ভার্সনদিয়ে আইডিএমদিয়ে ইউটিউবথেকে ভিডিও নামাতেই গেলে আইডিএম’র ভিডিও রানিং হলেই আইডিএম’র লোগো চলে আসে ওখানথেকে ডাউনলোড করতে পারি। কিন্তু ১২ এর উপরের ভার্সন ব্যবহার করলে আইডিএম’র লোগো আসেনা তাই ইউটিউব থেকে ভিডিও নামাতেই পারিনা। ১২ এর নিচের ভার্সন ব্যবহার করলে ২/৪দিন পরেই ফায়ারফক্স অটমেটিক আপডেট হয়ে লের্টেস্ট ভার্সনে চলেযায়। তখন ফায়ারফক্স আনইনিষ্টল দিয়ে আবার পুরানো ১২ এর নিচের কোন ভার্সন ইনিষ্টল করতে হয়। ভাইজান, এই সমস্যার কোন সমাধান আপনার কাছে আছে? যদি থাকে তবে দয়াকরে জানাবেন। অনেক উপকার হবে। ধন্যবাদ

    @Imran1223:ফায়ার ফক্সে আইডিএম সিসি (IDM CC) এর আপডেটেডে এড-অন ইন্সটল দিন অথবা আইডিএম এর লেটেষ্ট ভার্সন ইন্সটল দিন। আশাকরি কাজ হবে।

আমার কাছে এর এরকম সমস্যা দেখা দেয় নাই। তবে আপনি গুগল ক্রোম এর সবচেয়ে আপডেট ভার্সন ৩০ ব্যবহার করে দেখতে পারেন। দারুন স্পিড। এছাড়া ফায়ারফক্স ২২ ব্যবহার করেও দেখতে পারেন। এবং আইডিএম এর আপডেট ভার্সন ৬.১৭ বিল্ট ৮ ব্যবহার করে দেখতে পারেন।

উইন্ডোস ইন্সটল দিলে IDM-এর Temporary directory (যেটা সাধারণত C Drive-এ থাকে) এর ফাইল তো ডিলিট হয়ে যায়। সেক্ষেত্রে IDMan.exe.bak ব্যাকআপ রাখলে কি আগের ৫০% থেকেই ডাউনলোড শুরু হবে???

    @টেকপোকা: জি ভাই ৫০% থেকেই শুরু হবে।

      @সংগ্রামী ছাত্র: ভাই আমি এই জিনিষটা বুঝি নাই। আমি যদি আইডিএম দিয়া ৫০% ডাউনলোড করা ফাইল সেটাপ দেওয়ার সময় ডিলিট করে দিই। তবে সেই ডাউনলোড কি করে আবার ৫০% থেকে রিজিউম হবে? “টেকপোকা” ভাইয়ের প্রশ্নের সঠিক জবাবটা মনে হয় পাইনি।

        @আশরাফ: ভাই উনি যে টেম্পরারি ডিরেক্টরি/ফাইলের কথা বলেছেন তা তো আমরা পিসি ক্লিন করার জন্য বিভিন্ন সফটওয়্যার যেমন: সি ক্লিনার/সিস্টেম কেয়ার ইত্যাদি সফটওয়্যার ব্যবহার করলে এমনিতেই ডিলেট হয়ে যায়। তাই বলে কি আমরা আমাদের ফাইলগুলোকে রিজিউম করতে পারি না। তাছাড়া উইন্ডোজ সেটআপ দেয়ার পর আইডিএম সেটআপ করলে সেটা আবার ঐ একই রকম একটা টেম্পরারি ডাইরেক্টরি তৈরী হবে। আমি পরীক্ষা করে দেখেছি। আপনার বিশ্বাস না হলে দেখতে পারেন।

          @সংগ্রামী ছাত্র: ভাই এই টেম্পরারি ডাইরেক্টরিটা হল আমরা যখন কোন কিছু আইডিএম দিয়ে ডাউনলোড করতে নিই তখন কি আমরা সেই ডাউনলোড ফাইলটা দেখতে পাই। অবশ্যই না। সেটি ডাউনলোড করা অবস্থায় টেম্পরারি ডাইরেক্টরিতে জমা হয়। আর আপনি যদি একবার সেই ডাইরেক্টরি মুছে দেন তাহলে আইডিএম পূর্বের ডাউনলোডকৃত ফাইলগুলো ছাড়া রিজিউম করতে পারে না। এই আমি নিজেই পরিক্ষা করছি।

Level 0

ভাই, আই.ডিএম র্ভাসন ৬.১৭ বল্টি ৮ এর কি কোন ডাউনলোড লিংক আছে আপনার কাছে? গুগলক্রোমে তো আইডিএম সাপোর্টকরেনা। আমি পারিনা একটু ডিটেলস যদি বলতেন ……

    @Imran1223: আপনি এইhttps://www.techtunes.io/download/tune-id/238010 টিউনটা দেখতে পারেন। অথবা এখানhttp://download1023.mediafire.com/rt99flrfzxig/k4pbo9v8tsbhhu8/Internet+Download+Manager+V17.rar থেকে IDM নামিয়ে নিন। এর সাথে একটি txt ফাইল দেয়া আছে। ঐ ফাইলে বিস্তারিত পাবেন।

    গুগলক্রোম আইডিএম সাপোর্ট করে। আপনি আইডিএম ইনস্টল করুন।
    এবার গুগল ক্রোম ওপেন করে টুলস্ এ ক্লিক করে Extentions এ ক্লিক করুন । এখানে দেখবেন আইডিএম এর একটা extentions দেয়া আছে। আপনি ওটাকে এনাবল করে Allow Entergation Module টিক চিহ্ন দিয়ে দিন।