ওয়াই ফাই সেট আপ কিভাবে দেয় সেটায় বিস্তারিত যাচ্ছি না, কারন ('obtaining ip' / net auto disconnect) সমস্যা হওয়া মানে আপনার ওয়াইফাই অন্তত অন আছে। প্রথমে আসি 'obtaining ip' সমস্যটা- অনেক্ষন লাগে ওয়াইফাই এর সাথে connect হতে বা প্রায়শই সেট / নেট রিস্টার্ট দিতে হয়, নিঃসন্দেহে বিরক্তিকর। এ ঝামেলাটার জন্য Static ip address বসানো ভাল সমাধান। প্রশ্ন থেকে যায় , এ ip address কিভাবে পাই ? কোন ব্যাপার না, এ জন্য গুগল প্লে তে অনেক সফট আছে, আমি ব্যবহার করছি ' WiFi Connection Manager ".. ব্যবহারবিধি- প্রথমে ওয়াইফাই কানেক্ট অবস্থায় WiFi Connection Manager টি অন করুন, আপনি যে network এ কানেক্ট আছেন তা দেখাবে, আপনার network এ 'ক্লিক করুন , তারপর বেশ কিছু option এর সাথে "" IP Setting "" এর একটা option পাবেন, এখানে ঢুকে যান , দেখাবে "" ***** do u want to fill thefields with current IP information? "" ..... Yes ক্লিক করুন ... use static ip বক্সে টিক দিন... save korun....wifi রিসেট চাইবে... yes ক্লিক করুন......... আশা করি এর পর কানেক্ট হতে আর দেরি হবে না । ** দ্বিতীয় সমস্যা -- মাঝে মাঝেই ফোনে ওয়াইফাই অটো রিস্টার্ট নেয়, গেম খেলার সময় যা কঠিন মেজাজের সুত্রপাত ঘটাতেই পারে, এ ক্ষেত্রে আসলে সমস্যাটা হয় ইউ এস বি ওয়াইফাই এড্যাপ্টার এ (বেশীরভাগ) , কারন Wireless Zero Configuration (পিসিতে) autometic থাকলে ৩/১০ মিনিট পর পর ওয়াইফাই এডাপ্টার,নতুন নেট খোঁজ করে, তখনি নেট ডিস্কানেক্ট হয়ে রিকানেক্ট হয়......। এখন XP র ক্ষেত্রে - Start Menu > Control Panel > Administrative Tools for the Classic View (long list of items) অথবা Start Menu > Control Panel > > Performance and Maintenace > Administrative Tools for Category View...থেকে Service এ যান ... নিচের দিকে পাবেন " Wireless Zero Configuration" রাইট ক্লিক করে Stop বা properties থেকে manual করে নিন (অটো নয়)। ** Windows 7 এ, the service(Wireless Zero Configuration) is incorporated into ‘WLAN AutoConfig’ । এখানে manual করে রাখাই ভাল । আশা করি কাজ হবে ... (সকলের বোঝার সুবিধার্থে সাবলীল ভাবে বকবক করিবার চেস্টা করিয়াছি, বিরক্তি উৎপাদন করিয়া থাকিলে ক্ষমা প্রার্থনা করিলাম) আর প্রথম হিসেবে ভুল-ক্রুটি হলে ধরিয়ে দেবার অনুরোধ থাকল । ধন্যবাদ.........
আমি নীলচে বাংগাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নিজেকে জানা জগতের অন্যতম কঠিন কাজ, যা আমি পারিনি......।। তবে আমি ক্ষতিকর প্রানি নই।
windows 8 a kivabe korbo?