GP মডেম থেকে অটোমেটিক internet.grameenphone.com ঢোকা বন্ধ করুন

(এই পোস্টটা আগে হয়ে থাকলে দুঃখিত। না হয়ে থাকলে পড়ে দেখুন।)

যারা গ্রামীনফোন ইন্টারনেট ব্যবহার করেন তারা জানেন যে grameenphone মডেমটি থেকে কানেক্ট (connect) করা মাত্র তা অটোমেটিক internet.grameenphone.com এ প্রবেশ করে।
grameenphone মডেম internet.grameenphone.com এ ঢুকবে স্বাভাবিক, তবে প্রতিবার ঢুকবে এটা একটা যন্ত্রণা।
তবে যদি কেউ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তাহলে ছোট্ট একটু কাজ করতে হবে। নিচের step গুলো খেয়াল করে করলেই যথেষ্ট।
মডেম এর সফটওয়্যারটি যেখানে আছে সেখানে যেতে হবে সাধারণতঃ এটা C:\Program Files\grameenphone internet ফোল্ডারটিতে থাকে। এর ভিতরে SysSetting.xml নামে একটি ফাইল আছে। সেটা একটু edit করতে হবে। be careful এই .xml ফাইল editing এ ভুল হলে......

প্রথমেই এর একটা backup ফাইল অন্য কোথাও copy করে রাখা ভাল।
এই ফাইলটাকে টেনে notepad এ আনুন।
<url>http://internet.grameenphone.com</url&gt;
এই লাইনটা খুজে নিন এবং "http://internet.grameenphone.com" এর জায়গায় আপনার পছন্দের website অথবা blog এর ঠিকানা বসিয়ে দিন। ফাইল্টা save করুন। ব্যস ঝামেলা শেষ। এরপর প্রতিবার connect করলেই সেটা internet.grameenphone.com এ না যেয়ে আপনার পছন্দের site বা blog এ যাবে।

কাজের সুবিধার জন্য  jpg ছবিটি দেয়া হল

gp internet

আর <url>http://internet.grameenphone.com</url&gt;
এখানে http://internet.grameenphone.com টুকু মুছে দিলে অটোমেটিক internet.grameenphone.com ঢোকা বন্ধ হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা।
শুভ কামনা রইল।

(মোস্তফা আরাফাত থেকেঃ)

grameenphone internet open করে Tools থেকে Options এ যান । তারপর General Tab এ Startup এ Launch internet.grameenphone.com when connect to internet থেকে টিক mark টি তুলে দিন ।

তবে প্রথম পদ্ধতিতে আপনি আপনার blog অথবা পছন্দের website এ automatic প্রবেশ করার ব্যবস্থা করতে পারবেন।

পূর্বে প্রকাশিতঃ  জাহিনের ব্লগ

যারা গ্রামীনফোন ইন্টারনেট ব্যবহার করেন তারা জানেন যে

grameenphone মডেমটি থেকে কানেক্ট (connect) করা

মাত্র তা অটোমেটিক internet.grameenphone.com এ

প্রবেশ করে।
grameenphone মডেম internet.grameenphone.com

এ ঢুকবে স্বাভাবিক, তবে প্রতিবার ঢুকবে এটা একটা যন্ত্রণা।

তবে যদি কেউ এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান তাহলে

ছোট্ট একটু কাজ করতে হবে। নিচের step গুলো খেয়াল

করে করলেই যথেষ্ট।
মডেম এর সফটওয়্যারটি যেখানে আছে সেখানে যেতে হবে
সাধারণতঃ এটা C:\Program Files\grameenphone

internet ফোল্ডারটিতে থাকে। এর ভিতরে

SysSetting.xml নামে একটি ফাইল আছে। সেটা একটু

edit করতে হবে। be careful এই .xml ফাইল editing এ

ভুল হলে......
প্রথমেই এর একটা backup ফাইল অন্য কোথাও copy

করে রাখা ভাল।
এই ফাইলটাকে টেনে notepad এ আনুন।
<url>http://internet.grameenphone.com</url&gt;
এই লাইনটা খুজে নিন এবং

"http://internet.grameenphone.com" এর জায়গায়

আপনার পছন্দের website অথবা blog এর ঠিকানা বসিয়ে

দিন। ফাইল্টা save করুন। ব্যস ঝামেলা শেষ। এরপর
প্রতিবার connect করলেই সেটা

internet.grameenphone.com এ না যেয়ে আপনার

পছন্দের site বা blog এ যাবে। আর

<url>http://internet.grameenphone.com</url&gt;
এখানে http://internet.grameenphone.com টুকু মুছে

দিলে অটোমেটিক internet.grameenphone.com ঢোকা

বন্ধ হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা।
শুভ কামনা রইল।

Level 0

আমি জাহিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আপডেট হচ্ছে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অপশনস থেকেই তো এটা বন্ধ করে দেয়া যায় … এটাও যোগ করে দিন । টিউনের জন্য ধন্যবাদ ।

১। ভালো টিউন। একবার পড়েই বুঝা যায়, এমন একটি টিউন। কিন্তু ”ইন্টারনেট গ্রামীনফোন ডট কম”- বক্সটি প্রয়োজনে আবার কিভাবে ফিরিয়ে আনবো, টিউনে তা বলা হয়নি। বললে টিউনটি পূর্ণাঙ্গ হতো।
২। জামাল উদ্দিন বলেছেন, এ কাজটি অপশনস থেকেও করা যায়- এ বিকল্প পদ্ধতিটি দিয়ে টিউনটি আপডেট করলে ভালো হয়। অথবা মন্তব্যেই জামাল উদ্দিন যদি বিকল্প পদ্ধতিটি বলে দিতেন !
৩। এ বিষয়ে আমার একটি প্রশ্নও আছে। ইন্টারনেটে থাকাবস্থায় কোন মেসেজ আসলে ঐ বক্সে মেসেজ আইকন দেখা যায়। আইকনে ক্লিক করলে মেসেজটি পড়া যায়। প্রশ্ন হচ্ছে, ”ইন্টারনেট গ্রামীনফোন ডট কম”- বক্সটি সরিয়ে দিলে মেসেজ আইকন দেখা বা মেসেজ পড়া যাবে কি-না?

    আমিই বলতাম , কিন্তু এখন আমার পিসিতে শুধু লিনাক্স । একদম একুরেট করে বলার উপায় নাই তাই আর বলিনি ।

grameenphone internet open করে Tools থেকে Options এ যান । তারপর General Tab এ Startup এ Launch internet.grameenphone.com when connect to internet থেকে টিক mark টি তুলে দিন ।

    ধন্যবাদসহ একটি প্রশ্নঃ
    ১৩ মার্চ ২০১০ তারিখ অনুষ্ঠিত টেকটিউনস্- এর সভায় যে মোস্তফা আরাফাত উপস্থিত ছিলেন, আপনি কি সেই ব্যক্তি?

    হা ভাই । আমি সেই আরাফাত ।

    Level 0

    thanks, kaje laglo.

Level 0

Arafat.. jahin jeta tunes korese seta te to apni valo kisu add korte parben

Level 0

Arafat.. jahin jeta tunes korese seta te to apni valo kisu add korte parben(@¿@)

এই মাত্র এডিট করে আমার সাইটের ঠিকানা দিলাম। থ্যাঙ্কু 😀

ধন্যবাদ শেয়ার করার জন্য।