আসলামুয়ালাইকুম আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন । আমিও আছি ভালই । 😆 যাই হক এবার কাজের কথাতে আসি ।
আজকের আলচনার বিষয় কিভাবে উইন্ডোজ ৭ এ লগ অন স্ক্রিনে নিজের পছন্দ মত ছবি সেট করার ব্যাপারে । যেভাবে করবেন ।
১. স্টার্ট মেনুর Run অপশন এ যেয়ে regedit লিখে Run করুন ।
২. তারপরে পরজাইক্রমে এই ফোল্ডার গুলো ওপেন করতে থাকুন । ‘HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\CurrentVersion\Authentication\LogonUI\Background‘.
৩. ‘OEM Background’ এ ডাবল ক্লিক করে ওপেন করুন এবং value 1 করে দিন ।
‘OEM Background’ অপশন টি অখানে না থাকলে আপনাকে তৈরি করে নিতে হবে ।
৪.তারপরে যে ছবিটি সেট করতে চান , তা ঠিক করে নিন , খেয়াল রাখতে হবে ছবিটি যেন ২৪৫ কিঃবাঃ এর বেশি না হয় ।
৫.এখন ছবিটি এই ফোল্ডারে কপি করুন ‘%windir%\system32\oobe\info\backgrounds‘ folder. এই নামে ফোল্ডার না থাকলে তা তৈরি করে নিন ।
৬.ছবিটি রিনেম করুন এই নামে backgroundDefault.jpg
তারপর আপনার কম্পিউটার রিস্টার্ট করলে দেখবেন যে লগ অন স্ক্রিন পরিবর্তন হয়ে গিয়েছে । ধন্যবাদ ।
আমার ব্লগে গেলে খুশি হব http://www.techcd.tk
আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।