আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?আশাকরি ভালই আছেন। টেকটিউনসে এটি আমার প্রথম টিউন।
যই হোক ভুল হইলে ক্ষমা কইরেন।
**এই বার কাজের কথায় আসি ,আমরা অনেকে আনেক রকম সফটওয়্যার দিয়ে পিসিতে স্ক্রিনশট নেই।আমি যেটা দেখাবো তার জন্য-
কোন সফটওয়্যােরর দরকার নাই।খুব সহজে যে ভাবে সফটওয়্যার ছাড়াই স্ক্রিনশট নিবেনঃ
১।আপনি লক্ষ্য করবেন আপনার কীবোডে(keyboard) এ একটা *Print Screen sysRq* নামে একটা বাটুন আছে ।
২।এখোন আপনাকে স্ক্রিনশট নিতে হলে প্রথমে Print Screen sysRq বাটুন টি চাপতে হবে।
৩।তার পর আপনি সরা সরি চলে যাবেন *start* মেনুতে ওখান থেকে All Programs এ গিয়ে *paint* আপশনে click করবেন তার পর একটা নতুন window আসবে।
৪।এখোন আপনি (ctrl+v) আথবা সরা সরি paste করবেন। এখোন দেখবেন আপনার কাংক্ষিত স্ক্রিনশট চলে আসবে।
৫।এখোন আপনি ইমেজ(স্ক্রিনশট) টা সেভ করতে প্রথমে File এ গিয়ে Save as যান তার পর একটা নাম দিন এবং Save as type এ JPEG select করুন এবং Save করুন কাজ শেষ। এখোন My Docoments যান ওখানে ইমেজ টা পেয়ে যাবেন।
এক কথায়= Print Screen sysRqবাটুন চাপুন+startup+all programs+accessories+pain+(ctrl+v)+save as…….. খুবই সোজা।
শেষে বলতে চায় স্ক্রিনশট Windows 7 /8 এ Snipping Tools দিয়ে নেওয়া যায়। সমস্যা হলে comment দিয়েন।
আবশেষে সবাইকে ধন্যবাদ দিতে চায় খোদা হাফেজ। 😀
আমি DJBs। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Editable screen short nibo kivabe windows 8 e.