আপনার ব্লগার ব্লগ এ ২০ টার বেশি পেজ তৈরী করতে পারছেন না? সমাধান এখানে……

সবাইকে সালাম ও অসংখ্য শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা অনেকে গুগল এর ফ্রী সেবা ব্লগার এ ব্লগ খুলে ব্লগিং করে থাকি। যেহেতু ব্লগার গুগল এর ফ্রী একটি সেবা তাই এখানে কিছু সীমাবদ্ধতা আছে। তেমনই একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক!

আপনারা হয়তো জেনে থাকবেন ব্লগার এ ২০ টার বেশি পেজ বানানো যাইনা। যারা এখনো বিষইটি টের পাননি তারা চেষ্টা করে দেখতে পারেন। দেখবেন ২০ টি পেজ বানানোর পর ২১ নাম্বার পেজ বানাতে গেলে এরকম একটি মেসেজ দেখাবেঃ

কি দেখলেন তো ?
চিন্তার কিছু নেই। এখনই পেয়ে যাবেন সমাধান।

১। আপনার ব্লগার এর ড্যাশবোর্ড থেকে পেজ অপশন এ যান এবং আপনার প্রয়োজন মত ২০ টি পেজ তৈরি করে নিন।
২। এবার ২০ টি পেজ থেকে যে কোন একটি পেজ এর এডিট বাটন এ ক্লিক করুন।
৩। এবার পেজ টির url ব্রাউজার এর এড্রেস বার থেকে কপি করুন এবং নোটপ্যাড এ সেভ করুন।
৪। এবার এই পেজ টি ডিলিট বাটন এ ক্লিক করে মুছে ফেলুন। (ভয় নেই পেজটিকে আবার ফিরে পাবেন)
৫। এবার ব্লগার এর ড্যাশবোর্ড থেকে পেজ অপশন এ গিয়ে নতুন একটি (২১ নাম্বার) পেজ বানান এবং পাবলিশ করুন। এখন আপনার ব্লগ এ ২০ তি পেজ আছে।
৬। এবার আপনার পুরনো পেজটি ( যেটি নোটপ্যাড এ url সেভ করে মুছে ফেলেছিলেন ) পুনরুদ্ধারের পালা। আপনার ব্রাউজার এ নতুন একটি ট্যাব ওপেন করুন এবং সেখানে নোটপ্যাড এর url টি কপি করে পেষ্ট করে ভিসিট করুন। দেখবেন আপনার সেই পেজটি এই ট্যাব এ ওপেন হয়েছে।
৭। এবার পাবলিশ বাটন এ ক্লিক করুন এবং আপনার ব্লগ এ গিয়ে দেখুন আপনার পুরাতন পেজ টি আবারও ফিরে এশেছে।
কি ঠিক বললাম তো? গুনে দেখুন এবার আপনার ব্লগ এ সফলভাবে ২১ টি পেজ তৈরি হয়ে গেছে (যদি আপনি আমার instruction সঠিক ভাবে অনুসরণ করে থাশরন)। এভাবে আপনি আপনার ইচ্ছা মত যত খুশি পেজ তৈরি করুন। Happy Blogging!

লেখাটি ভিডিও টিউটোরিয়াল সহ দেখতে এখানে ক্লিক করুন ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে

Level New

আমি আল মামুন মুন্না। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃ আব্দুল্লাহ আল মামুন, ডাক নাম মুন্না। আমি বাংলাদেশের প্রথম শিক্ষা বিষয়ক কমিউনিটি ব্লগ সাইট লেখাপড়া বিডির একজন প্রতিষ্ঠাতা এবং ব্লগার হিসেবে কাজ করছি। পড়াশোনা করছি যশোর সরকারী এম. এম. কলেজে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগে। আশা করি নিত্য নতুন সব তথ্য দিয়ে আপনাদের উপকারে আসতে পারব। আমার পরিচালিত ব্লগগুলো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভাই আমার ব্লগ সম্পর্কে কিছু প্রবলেম আছে। যদি আপনার ইমেইল বা ফোন নাম্বার টা দেন তবে খুব উপকৃত হতাম।

Level 2

আমি আপনার gtalk এ request দিছি। accept করেন প্লিজ।

Level 2

ভাই আপনার নাম্বার টা একটু দিবেন প্লিজ।

সত্যিই এটি কাজ করেছে।
আমি আমার ব্লগে এটি করতে পেরেছি।
অসংখ্য ধন্যবাদ ভাই। খুব ভালো একটি পদ্ধতি।