শিরোনাম দেখেই বুঝে ফেলেছেন আশা করি যে আজ কি নিয়ে লিখবো। আমরা সবাই জানি কম্পিউটারে যখন কোন ইউজার পাসওয়ার্ড
দেওয়া থাকে মানে যে পাসওয়ার্ডটি পিসি বা ল্যাপটপ ওপেন করার সময় সিকিউরিটির জন্য দিয়ে থাকি, সে পাসওয়ার্ড যখন চেঞ্জ করতে
চাই তখন নতুন পাসওয়ার্ড দেওয়ার আগে অবশ্যই সেই মানে পুরানা পাসওয়ার্ডটি দিতে হয়। এখন যদি ধরুন আপনি পুরানা পাসওয়ার্ডটি
জানেননা, এবং না জানা সত্ত্বেও আপনি ওই পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিতে পারেন তাহলে কেমন হয়..................।।
হাঁ এই কাজটিই দেখাবো আজ আপনাদেরকে। কিছু স্ক্রিন সট দিয়েছি সহজে বুঝার স্বার্থে তাই পোস্টটি বড় মনে হচ্ছে , ভয় পাবেননা।
তাহলে শুরু করা যাক......................................................।।
প্রথমে আপনি my computer এর উপর মাউজের রাইট বাটন ক্লিক করে manage এ ক্লিক করুন, নিচে দেখুন............
manage ক্লিক করার পরে নিচের মত দেখবেন.................................
এবার আপনি local users and groups এ ক্লিক করুন, নিচের মত দেখবেন...........................
এবার আপনি users এ ক্লিক করুন, নিচের মত দেখবেন........................
এবার আপনি ইউজার নেমের ( আমার ইউজার নেম fokhrul ) উপর রাইট ক্লিক করে set password.. এ ক্লিক করুন, নিচের মত দেখবেন......
এবার আপনি proceed এ ক্লিক করুন, নিচের মত দেখবেন...........................
এবার আপনি new password এবং confirm password এ নিজের পছন্দ মত একটি পাসওয়ার্ড দিয়ে ok করুন, ব্যাস কাজ শেষ।
এবার কম্পিউটার রিস্টার্ট করে দেখুন পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে।
উল্লেখ্যঃ শিরোনামে শত্রুর কথা বললাম যাতে আপনারা পষ্টটির প্রতি বেশি করে আকর্ষিত হউন ।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন.................................
আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।
ভাই মনে কিছু করবেন না আপনার পোষ্টের শিরোনামের সাথে আপনার লেখার কোন মিল নাই। যদি পাসওয়ার্ড জানা না থাকে তবে মাই কম্পিউটার সে কোথায় পাবে ????????? এখন বলতে পারেন যে আপনার শক্রু কম্পিউটার ওপেন করে দিলে তারপরে পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আর এ জন্যই আপনার শিরোনাম পরিবর্তন করতে হবে। আশা করি শিরোনাম পরিবর্তন করলে ভাল মন্তব্য পাবেন। ভাল থাকবেন।