প্রথমেই রয়েছে আপনাদের জন্যে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিন্দন ।
আজকের প্রসংঙ্গে আমি আপনাদের দেখাবো যে, কি ভাবে । কোন আইপি হাইডার সফটওয়ার ব্যবহার না করে যে সকল ওয়েব সাইট একটি আইপিতে একটি রেজিষ্ট্রেশন করা যাই সেই সব সাইটে একাধিক একাউন্ট তৈরি করা যায় ।
আইপি হাইডার সফটওয়ার এর বিকল্প হিসাবে । আমরা প্রোক্সি সাইট ব্যবহার করবো । এই প্রোক্সি সাইট গুলা সাধারনত আমাদের ফ্রি ইউজ করার সুয়োগ দিয়ে থাকে । কিন্তু আইপি হাইডার সফটওয়ার গুলি প্রথমত ট্রায়াল ডাওনলোড করার পর । একটি আইপি ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে যা প্রত্যেক ইজার পেয়ে থাকে ।
এখন আপনারাই বলূন যে , আপনিও ফ্রি ট্রায়াল ডাউনলোড করলে আর আমিও করলাম । ধরে নেওয়াক যে আপনি আমার আগে ঐ আইপিটি ব্যবহার করে একটি সাইন আপ করে ফেলেছেন । তাহলেকি আমি ঐ সফটওয়ারটি ব্যবহার করে আর সাইন আপ করতে পারব ।
আর যদি আপনার আইপি হাইডার সফটওয়ারটি ফুল ভার্সনও হই তাহলেও কিন্তু আপনি আনলিমিটেড আইপি ব্যবহার করতে পারবেন না । একটি লিমিটেশন আছে যা 10টা্ও হতে পারে আবার 20টাও হতে পারে । আর ইন্টারনেট তো আমরা 20 বা 30 বা 50 জনে ইউজ করিনা বা এই আইপি হাইডার সফটওয়ার তো আমর 50 60 জনে ব্যবহার করি না । আমার মতে জারা এই জগতে আছে এদের মধ্যে প্রাই সবাই আইপি হাইডার সফটওয়ার ব্যবহার করেছেন ।
এবার বলি প্রক্সি সাইট গুলার কথা ।
আপনি একটি প্রোক্সি সাইট ব্যবহার করেও একধিক একাউন্ট খুলতে পারবেন । এবং এই সাইট গুলা ব্যবহারের কোন লিমিটেশনও নেই ।
এখন আপনাদের একটি পরিচিত সাইট মাইক্রোওয়ার্কাস এ একটি একাউন্ট খোলার জন্যে করনিও কাজ গুলি দেখাবো ।
আমি একটি PROXY সাইট দিলাম এটা আপনারা ব্যবহার করেদেখতে পারেন । সাইট http://hidemyass.com/ SSL টি ON করুন ।
সাইটটিতে যান এবং নিচের দেখানো ইনপুট বক্সে আপনার সাইট এর নাম লিখুন এবং Hide my ass বাটনে ক্লিক করুন । আমি Microworkers.com ব্যবহার করেছি ।
আপনার সাইট নির্বাচিত সাইটে সাইন আপ এ ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন করুন । আমি Microworkers এ করে এবং নিচে তার প্রমান স্বরুপ দুইটি ছবি দিলাম ।
এটি আমার সাইন আপ ফরম ।আর নিচে আমাকে ইমেইল ভেরিফেকেশন করার জন্যে বলা হচ্ছে ।
আমার একাউন্টটি তো কম্পিলিট আপনার কখন করছেন ???????????
আজ এই পর্যন্ত কাল আবার আসবো ।।।।।।।।।।।।।
আমি bditblog.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.bditblog.com
easy আইপি hider এর মেয়াদ কত দিন!