পুরানো পত্র : আইপি হাইডার নাকি প্রোক্সি সাইট ??? Microworkers.com সাইন আপ ।।।

প্রথমেই রয়েছে আপনাদের জন্যে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিন্দন ।

আজকের প্রসংঙ্গে আমি আপনাদের দেখাবো যে, কি ভাবে । কোন আইপি হাইডার সফটওয়ার ব্যবহার না করে যে সকল ওয়েব সাইট একটি আইপিতে একটি রেজিষ্ট্রেশন করা যাই সেই সব সাইটে একাধিক একাউন্ট তৈরি করা যায় ।

আইপি হাইডার সফটওয়ার এর বিকল্প হিসাবে । আমরা প্রোক্সি সাইট ব্যবহার করবো । এই প্রোক্সি সাইট গুলা সাধারনত আমাদের ফ্রি ইউজ করার সুয়োগ দিয়ে থাকে । কিন্তু আইপি হাইডার সফটওয়ার গুলি প্রথমত ট্রায়াল ডাওনলোড করার পর । একটি আইপি ব্যবহার করার সুযোগ দিয়ে থাকে  যা প্রত্যেক  ইজার পেয়ে থাকে ।

এখন আপনারাই বলূন যে , আপনিও ফ্রি ট্রায়াল ডাউনলোড করলে আর আমিও করলাম । ধরে নেওয়াক যে আপনি আমার আগে ঐ আইপিটি ব্যবহার করে একটি সাইন আপ করে ফেলেছেন । তাহলেকি আমি ঐ সফটওয়ারটি ব্যবহার করে আর সাইন আপ করতে পারব ।

আর যদি আপনার আইপি হাইডার সফটওয়ারটি ফুল ভার্সনও হই তাহলেও কিন্তু আপনি আনলিমিটেড আইপি ব্যবহার করতে পারবেন না । একটি লিমিটেশন আছে ‍যা 10টা্ও হতে পারে আবার 20টাও হতে পারে । আর ইন্টারনেট তো আমরা 20 বা 30 বা 50 জনে ইউজ করিনা বা এই আইপি হাইডার সফটওয়ার তো আমর 50 60 জনে ব্যবহার করি না । আমার মতে জারা এই জগতে আছে এদের মধ্যে প্রাই সবাই আইপি হাইডার সফটওয়ার ব্যবহার করেছেন ।

এবার বলি প্রক্সি সাইট গুলার কথা ।

আপনি একটি প্রোক্সি সাইট ব্যবহার করেও  একধিক একাউন্ট খুলতে পারবেন । এবং এই সাইট গুলা ব্যবহারের কোন লিমিটেশনও নেই ।

এখন আপনাদের একটি পরিচিত সাইট মাইক্রোওয়ার্কাস এ একটি একাউন্ট খোলার জন্যে করনিও কাজ গুলি দেখাবো ।

আমি একটি PROXY সাইট দিলাম এটা আপনারা ব্যবহার করেদেখতে পারেন । সাইট  http://hidemyass.com/ SSL টি ON করুন ।

সাইটটিতে যান এবং নিচের দেখানো ইনপুট বক্সে আপনার সাইট এর নাম লিখুন এবং Hide my ass বাটনে ক্লিক করুন । আমি  Microworkers.com ব্যবহার করেছি ।

আপনার সাইট নির্বাচিত সাইটে সাইন আপ এ ক্লিক করুন এবং রেজিস্ট্রেশন করুন । আমি Microworkers এ করে এবং নিচে তার প্রমান স্বরুপ দুইটি ছবি দিলাম ।

এটি আমার সাইন আপ ফরম ।আর নিচে আমাকে ইমেইল ভেরিফেকেশন করার জন্যে বলা হচ্ছে ।

আমার একাউন্টটি তো কম্পিলিট আপনার কখন করছেন ???????????

আজ এই পর্যন্ত কাল আবার আসবো ।।।।।।।।।।।।।

Level 0

আমি bditblog.com। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

www.bditblog.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

easy আইপি hider এর মেয়াদ কত দিন!

Level 2

Tor Browser use korlei problem solved.
http://malekbd.blogspot.com/

Level 0

খুব সুন্দরে একটা পোস্ট হইছে, আচ্ছা ভাই কাজ করার সময় কী সমস্যা হবে, আর এভাবে আইপি হাইড করে কী microworkers.com কাজ করা যাবে, আমি সিম ইন্টারনেট ব্যবহার করছি, তাই এই সাইটে কাজ করছি না। এভাবে কী করতে পারব , নাকি সমস্যা হবে। অবশ্য কিছু দিনের মধ্যে আমি ইন্টারনেট কানেকশন এর লাইন পেয়ে যাব।

    @Munnaahmed: কাজ করার সময় কোন রকম সমস্য হবে না । কারন আমি নিজে করছি ।একবার সাইন আপ হয়ে গেলে আপনাকে আর ফিরেও দেখবে না ।

ভাল লাগলো।

Level 0

আমি মুন্নাআহমেদের সাথে একমত এভাবে রেজিষ্ট্রেশন করলে পরে কাজ করতে ও টাকা উত্তোলন করতে কোন অসুবিধা হবে কিনা? ভাই আপনি ভালো মতো জেনে তারপর বলেন, এভাবে রেজিস্ট্রেশনের সময় কি অন্য নাম দিয়ে করতে হবে নাকি আসল মানে জেনুইন নাম ঠিকানা দিতে হবে দিলে পরে কোন অসুবিধা হবে কি? pls add me: [email protected], or call at : 01925456626

    @Ajmir Alam: @wmoni: আপনি আপনার সঠিক নাম ও ঠিকান ব্যবহার করতে পারবেন । ওরা শুধু আপনার আইপি দেখবে তাও আবার রেজিশ্ট্রেশন করার সময় । অন্য কোন সময় দেখবে না । আমি আমার পিসি দিয়ে আমার অনেক বন্ধুদের খুলে দিয়েছি ।

Level 0

আমি একবার ধরা খাইসি, তবে প্রবাসে আত্মীয় থাকলে খুলতে সমস্যা নাই। তবে পিন ভেরিফিকেশন করা লাগবে এটুকুই বলতে পারি।

http://www.facebook.com/21virtuallibrary

    @Ajmir Alam: আপনি কিসে ধরাখাইছেন একটু খুইলা কন ।