সুপ্রিয় টিউন পাঠক, এটা আমার ৩য় টিউন। আমার গত টিউনে আমি আপনাদের ল্যাপটপ সম্পর্কে একটি টিউন করেছিলাম।
টিউনটিতে একটি নতুন ও ভালো ল্যাপটপ কিভাবে ক্রয় করবেন সে সম্বন্ধে লেখা ছিল। আজকের টিউনে পুরাতন ল্যাপটপ
কিভাবে কিনবেন তা সম্পর্কে লেখা আছে। যারা পুরাতন ল্যাপটপ কিনবেন বলে ভাবছেন তাদের জন্য দারুন টিপস।
আর্থিক বা অন্যকোন কারনে অনেকেই পুরনো বা সেকেন্ডহ্যান্ড ল্যাপটপ কেনেন। ল্যাপটপ নির্মাতা প্রতিস্টানগুলো এমনভাবে
তাদের মডেলগুলো বের করে, যাতে তা সহজে আপগ্রেড করা যায় না। ফলে বেশিভাগ মডেলই এখন আগের মত বেশ কয়েক
বছর চালানোর সুযোগ পাবেন না। এর কারন হচ্ছে তা আপগ্রেড করার সুযোগ পাবেন না। তাই নতুন সফটওয়্যার চালাতে সমস্যা
হবে, নতুন অপারেটিং সিস্টেমগুলোর রিকুয়ারমেন্ট অনেক বেশি যা পুরনো ল্যাপটপের জন্য হুমকিস্বরূপ, ড্রাইভার সফটওয়্যার
সাপোর্ট না করা বা ড্রাইভার সফটওয়্যার এর আপডেট বের না হওয়া ইত্যাদি। কম দামে মানসম্মত একটি ল্যাপটপ কেনার
আগে নিচের উল্লিখিত বিষয়গুলো খেয়াল রাখতে হবে।
১। ল্যাপটপ কিনতে সময় দেখতে হবে তা কত টুকু পুরনো? বাজেট খুবই কম হলে তবেই শুধু পেন্টিয়াম বা সেলেরন সিরিজের
প্রসেসর সহ ল্যাপটপের দিকে হাত বাড়াতে পারেন। তা না হলে নয়। এমন ল্যাপটপ কেনার চেষ্টা করুন যা পুরনো হলেও কিছুটা
যুগোপযোগী হয়। নতুন সফটওয়্যার গুলো এবং অন্তত উইন্ডোজ সেভেন সাপোর্ট করে এমন ল্যাপটপ বাছাই করাটাই ভালো
হবে।
২। পুরনো ল্যাপটপ পাবেন কোথা থেকে? আমাদের দেশের কম্পিউটার মার্কেট গুলোতে বেশ কিছু দোকান রয়েছে, যাতে পুরনো
ল্যাপটপ বিক্রি হয়। পরিচিত কারো কাছ থেকে বা বিদেশ ফেরত কারো কাছে পেতে পারেন পুরনো ল্যাপটপ। যারা পুরনো
ল্যাপটপ বেচা কেনা করে তাদের কাছে ও পেতে পারেন। এছারা অনলাইনে কিছু সাইট রয়েছে যেগুলো পুরনো ল্যাপটপ কেনা
বেচা করে। যেমনঃ http://www.bikroy.com ও http://www.cellbazaar.com এর পরে ও যদি আপনি মানসম্মত ল্যাপটপ না পান তাহলে
আমার সাথে যোগাযোগ করতে পারেনঃ
আমার ইমেইল ঠিকানাঃ ১- [email protected] 2- [email protected]
ফোন নাম্বারঃ ০১৭৭০০৫৪৬৪৭ - ০১৭৭০৭৩৪২১২
৩। ল্যাপটপের কনফিগারেশনের উপর চোখ বুলানো শেষ হলে নজর দিতে হবে ল্যাপটপে কোন দাগ বা ভাঙ্ঘা অংশ রয়েছে কিনা
যদি ভাঙ্গা থাকে এবং তা তেমন একটা সমস্যা করবে বলে মনে করেন তাহলে বিক্রেতার কাছ থেকে তার দাম কমানোর প্রয়াশ
চালাতে পারেন।
৪। ল্যাপটপের ডিসপ্লে রিপ্লেস করাটা বেশ খরচের ব্যাপার। তাই দেখতে হবে ডিসপ্লেতে কোন দাগ বা ফাটা চিহ্ন রয়েছে কিনা।
ডিসপ্লেতে রংচটা ভাব গোলাপি বা বেগুনি রংয়ের আভা থাকলে ল্যাপটপ টি না কেনাই ভালো।
৫। ল্যাপটপের প্লাগ, সকেট ওয়্যারলেস কানেকশন এসব ঠিকমত কাজ করছে কিনা তা দেখতে হবে।
৬। হার্ডডিস্কে ব্যাড সেক্টর রয়েছে কিনা তা দেখতে হবে। বাকি সবই ঠিকই আছ তবে হার্ডডিস্ক শুদু সমস্যা থাকলে তা নিতে
পারেন। কারন হার্ডডিস্ক অল্প খরচে পরিবর্তন বা আপগ্রেড করা যায়।
৭। অপটিক্যাল ড্রাইভার বেলায় তা সিডি-ডিভিডি তা ঠিকমত চালাতে পারে কিনা তা দেখে নিন। তবে অপটিক্যাল ড্রাইভ গুলো
পরিবর্তন করা সম্ভব বলে এ নিয়ে এত ভাবার দরকার নেই।
৮। ব্যাটারির আয়ু কেমন তা দেখে নেয়া টা বেশ জরুরী। ল্যাপটপ যত পুরনো হবে তার ব্যাটারির স্থায়িত্ব তত কমে যাবে।
তবে ব্যাটারি রিপ্লেস করা যায়। তবে এই মডেলের ব্যাটারি বাজারে আছে কিনা দেখে নিন।
৯। সবশেষে দেখে নিতে হবে পাওয়ার আডাপ্টোর, পাওয়ার ক্যাবল ও ড্রাইভার ঠিক আছে কিনা দেখে নিন।
সর্বোপরি ভালো করে পুরো ল্যাপটপ চেক করে নিন। যাতে পরে আপনাকে বিপদে না পড়তে হয়। ক্রুটিমুক্ত পুরনো ল্যাপটপ
কিনতে পারলে সবচেয়ে ভালো হয়। এতে ক্রয়ের পর আপনাকে ডাক্তারের সম্মুখীন হতে হবেনা।
যারা ( সিলেট বিভাগের ) ক্রুটিমুক্ত পুরনো ল্যাপটপ কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার এই টিউন সম্পর্কে কোন মত থেকে তাখলে প্লিস তা কমেন্ট করে জানাবেন। কোন সমস্যা থাকলেও কমেন্ট করে লিখতে
পারেন।
আমি ফাহিম আজিজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দারুন পোষ্ট ফাহিম ভাই.
windowstechnics