আসসালামুআলাইকুম... সবাই ভালো আছেনতো??? আজ আমরা উইন্ডোজের গতি বাড়ানোর কিছু পদ্ধতি বলবো। এটি রেজিস্ট্রি এডিটর দিয়ে করা লাগে। আজ আমরা শিখব কিভাবে উইন্ডজের স্টার্টাপের গতি বাড়ানো লাগে মাত্র কয়েক্টি কাজের মাধ্যমেই।
Windows Prefetcher
******************
[HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control \ Session Manager \ Memory Management \ PrefetchParameters]
এখানে EnablePrefetcher নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ৩ এর বদলে ৫ করে দিন তাইলে Prefetcher আরো জলদি কাজ করতে পারবে ফলে পিসি স্টার্ট হবে অনেক জলদি।
Master File Table Zone Reservation
**********************************
[HKEY_LOCAL_MACHINE \ SYSTEM \ CurrentControlSet \ Control \ FileSystem]
এখানে NtfsMftZoneReservation নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু ১ এর বদলে ২ করে দিন।
Optimize Boot Files
*******************
[HKEY_LOCAL_MACHINE \ SOFTWARE \ Microsoft \ Dfrg \ BootOptimizeFunction]
এখানে Enable নামে একটা সেটিং আছে। ঐখানে ভ্যালু হিসেবে Y বসালে boot defragmenter শুরু হবে। এটি বুট ফাইল ডিফ্রাগ করে এবং বূট টাইম আরো জলদি হয়।
সব কাজের শেষে পিসি রিস্টার্ট দিন এবং আপনারাই তফাৎটুকু বুঝুন। আর পোষ্টটি ভালো লাগুক নাই লাগুক আপনাদের মূল্যবান মতামতটুকু দিয়েন।
এই পোষ্ট আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিলঃ
http://simaboddhohin-kothabarta.blogspot.com/2010/04/blog-post_26.html
আমি তানিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 138 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম আদনান শওকত। আমি ঐতিহ্যবাহী সিলেটের সুবিদবাজার এলাকায় থাকি। আমি বর্তমানে State University Of Bangladesh এর মাঝে CSE তে পড়াশুনা করছি । যদিও আমার ইচ্ছা ছিল বুয়েটে CSE তে পড়ার। কিন্তু আল্লাহ যা ভাগ্যে রেখেছেন তার খেলাপ করা যায় না। আমি মানুষকে সাহায্য করতে খুব বেশি ভালোবাসি। ভুলত্রুটি হলে...
Wiki বলছেঃ Values higher than 3 do not increase performance
http://en.wikipedia.org/wiki/Prefetcher