আজ অনেক দিন পরে আবার লিখতে বসলাম। আজ আমি দেখাবো যে লিফটেরও দুটি চোখ থাকে। আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাস করে ছিলাম লিফটে অনেক সময় দেখা যায় যে দরজা লাগতেছে বাট তখনি কোন লোক এসে ঢুকলে আবার খুলে যায় , এটা কিভাবে হয় । তিনি উত্তর দিতে পারেন নাই । সেই ছোট কাল থেকে এই কউতুহলটা আমার আছে। তবে কাউকে জিগাইলে কেউ বলে কেমেরা আছে ওইটা দিয়ে একজন দেখে আর এভাবে অই মিয়া খুলে দেয়। ছুট কালে আব্বু আমারে এই উত্তর দিছিলেন আমি আব্বুরে জিগাইছিলাম তাইলে এই যে রাতে কি কেউ সজাগ থাকে। আব্বু বললেন যে মানুষটা খুলে দেয় সে কিছুক্ষন পর পর পাল্টায় , আমি তখন উনার কথা বিশ্বাস করেছিলাম , সেদিন ইনবে সিনা হসপিটাল এ গেছিলাম দেখি তাদের অউটমেটিক দরজা। জাস্ট মানুষ আসলেই খুলতেছে। (এটা আমি অনেক আগেই দেখছি বাট অই দিন আবার অই আগের প্রশ্ন নতুন করে মাথায় এলো) এত মানুষের সামনে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেসনা করব এটা মনে মানতেছে না । তার পর একটু সাহস করে দুই তিন বার আসা জাওা করলাম । তখন আমার মাথায় বিষয়টা এলো । তার পর আর কিছু ভাবিনি। সেদিন আমি আমার এক বড় বুনের বাসায় গেলাম, তাদের বাসায় লিফট আছে। তখন গবেষণায় লেগে গেলাম কারন মানুষ শুধু আমি আর আপু। তার পর আবিস্কার করলাম। এইটা আসলে অই আমার আগের যে পোস্ট দিছিলাম '
এইটার মতো কাজ করে। বিষয় হল লিফটের দরজার ডানে ও বামে বামে {অউটমেটিক দরজার ক্ষেত্রে উপরে থাকে }দুইটা চোখ থাকে । অই গুলা দিয়ে লিফট আপনাকে দেখে। আপনি আস্তেছেন কিনা। এগুলা ইনফ্রেড রশ্মির কারনে হয়। আমি তখন অই চোখ গুলার দিকে অনেক্কন তাকাইলাম বাট কিছুই পেলাম না তার পর আমার মোবাইলের কেমেরা দিয়ে দেখলাম। লাল আলো আল টাইম জ্বলতে থাকে। পিক দেই দাঁড়ান, এই লালা আল আপনি খালি চোখে দেখতে পারবেন না, কেমেরার চোখে দেখতে হবে।
এই হলো চোখ , লিফটের দুইটা চোখ থাকে এর একটা কানা কিচ্ছু দেখেনা। (ভুলও হতে পারে কারন অই দিন আমি কেমেরার চোখ দিয়ে আলো জ্বলতে দেখিনি। )। আরেকটা আল টাইম দেখে ।
এইটা সব সময় জ্বলে ।
আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I don't have anything extra ordinary to share with you.
দারুন লিখেছেন।