লিফটেরও দুটি চোখ আছে ! আসেন দেখে যান !

আজ অনেক দিন পরে আবার লিখতে বসলাম। আজ আমি দেখাবো যে লিফটেরও দুটি চোখ থাকে। আমি আমার এক বন্ধুকে জিজ্ঞাস করে ছিলাম লিফটে অনেক সময় দেখা যায় যে দরজা লাগতেছে বাট তখনি কোন লোক এসে ঢুকলে আবার খুলে যায় , এটা কিভাবে হয় । তিনি উত্তর দিতে পারেন নাই । সেই ছোট কাল থেকে এই কউতুহলটা আমার আছে। তবে কাউকে জিগাইলে কেউ বলে কেমেরা আছে  ওইটা দিয়ে একজন দেখে আর এভাবে অই মিয়া খুলে দেয়। ছুট কালে আব্বু আমারে এই উত্তর দিছিলেন আমি আব্বুরে জিগাইছিলাম তাইলে এই যে  রাতে কি কেউ সজাগ থাকে। আব্বু বললেন যে মানুষটা খুলে দেয় সে কিছুক্ষন পর পর পাল্টায় , আমি তখন উনার কথা বিশ্বাস করেছিলাম , সেদিন ইনবে সিনা হসপিটাল এ  গেছিলাম দেখি তাদের অউটমেটিক দরজা। জাস্ট মানুষ আসলেই খুলতেছে। (এটা আমি অনেক আগেই দেখছি বাট অই দিন আবার অই আগের প্রশ্ন নতুন করে মাথায় এলো) এত মানুষের সামনে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেসনা করব এটা মনে মানতেছে না । তার পর একটু সাহস করে দুই তিন বার আসা জাওা করলাম । তখন আমার মাথায় বিষয়টা এলো । তার পর আর কিছু ভাবিনি। সেদিন আমি আমার এক বড় বুনের বাসায় গেলাম, তাদের বাসায় লিফট আছে। তখন গবেষণায় লেগে গেলাম কারন মানুষ শুধু আমি আর আপু। তার পর আবিস্কার করলাম। এইটা আসলে অই আমার আগের যে পোস্ট দিছিলাম '

আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল! "

এইটার মতো কাজ করে। বিষয় হল লিফটের দরজার ডানে ও  বামে বামে  {অউটমেটিক দরজার ক্ষেত্রে উপরে থাকে }দুইটা চোখ থাকে । অই গুলা দিয়ে লিফট আপনাকে দেখে। আপনি আস্তেছেন কিনা। এগুলা ইনফ্রেড রশ্মির কারনে হয়। আমি তখন অই চোখ গুলার দিকে অনেক্কন তাকাইলাম বাট কিছুই পেলাম না তার পর আমার মোবাইলের কেমেরা দিয়ে দেখলাম। লাল আলো আল টাইম জ্বলতে থাকে। পিক দেই দাঁড়ান, এই লালা আল আপনি খালি চোখে দেখতে পারবেন না, কেমেরার চোখে দেখতে হবে।

এই হলো চোখ , লিফটের দুইটা চোখ থাকে এর একটা কানা কিচ্ছু দেখেনা। (ভুলও হতে পারে কারন অই দিন আমি কেমেরার চোখ দিয়ে আলো জ্বলতে দেখিনি। )। আরেকটা আল টাইম দেখে ।

এইটা সব সময় জ্বলে ।

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

দারুন লিখেছেন।

Level 2

অনেক সুরক্ষিত যায়গায় ও এইরকম লাইট ব্যাবহার করা হয়। যেমন বড় বড় প্রতিস্থানের ডাটাবেস

Level 2

ইউরেকা! একটা চোখ ইনফ্রা রেড লাইট সবসময় আরেকটাতে পাঠায়! (অনেকটা TV রিমোটের মত, ) আপনি যখন ঢুকতে যান তখন দুই চোখের মধ্যে আপনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। ফলে মেশিন খুলে যায়!

ঠিক ধরেছেন।এমন কি রাতে ভিডিও করার জন্য infared ব্যবহার করা হয়।tv remote(সকল remote) এই ভাবে কাজ করে।তবে একটা ভুল করেছেন।lift এ এটা খোলার জন্য না,আপনি ঢোকার সময় হতাট যেন বন্ধ না হয় তাই দিয়ে থাকে।

    Level 2

    @CYANIDE-of-BANGLADESH: এই লাইট মানুষ যাতে চাপা না পড়ে তার জন্য। অনেক আগের সিনেমা গুলোতে দেখবেন লিফটে সেন্সর নেই।অগুলাতে হাত বা পা আটকে গেলেও দরজা খুলতো না। পরে মানুসটা মারা যেতো

      ” khular jonno ” ei kothata ami bolini. ami ullekh korsi je manussh hothat ashle nije nijee khulee jay bishoy ta. hoyto clear kore bolini sory.@omi97:

tune ta valo hoyche, apnake donnobad TT te apnar ey binno dormi bishoy gulu tune korar jonno. asa kori apnar kach theke r o darun darun tune pabo

lift company te electrical engineer silam 3 mash chakri kore bad disi birat koster kaj

দারুন। 😀
অবশ্য এই চিন্তা কোনদিন মাথায় আসেনি। 😛

Level 0

ভায়া, তোমাকে কমেন্ট করতে 4 মাস পর লগইইন করলাম! খুব ফানি! না তোমার লেখা নয়! “বাবার টাকা বাচান” টিউনটার কমেন্টগুলা পড়তে পড়তে হাসতে হাসতে পেটে ফেটে গেল! এক কাজ কর না কেন! কমেন্টগুলো সংকলন করে সামুতে পোষ্ট মারো!
আর এই আজাইরা পোলাপাইনগো কই, A bugs lif, e9, Wreck-it Ralph, Retorolution, Happy feet , Monster in Paris এই কার্টুনগুলা দেখো! শিখতে পারবা!
যদি তোর ডাক শুনে কেউ না আসে…..

@STUBOO:
vai apnake thnx.
ghotona holo mantality.
jar mntality jmn shei tmn.

Level 0

আমরা আছি তো! বুঝবে যে তারা প্রতিভার মূল্যায়ন জানে না. তোমার ব্লগটা দেখলাম। পোষ্টের টাইটেল নাই কেন?
তোমার গবেষণায় কাজে লাগবে এমন একটা সাইট দিচ্ছি! আমিও অনেক এক্সপেরিমেন্ট করেছি…… http://www.instructables.com

    @STUBOO:
    ami ekhon. ar aamar site ta niye ghatai na . ekhon just ekhane maje maje likhi.
    aponar jana aro kichu ekon site thakle den . thnx site tar jonno.

Level 0

ভুলে গেছি! 7-8এ পড়ার সময় ইলেকট্রনিক এডিক্টেড ছিলাম রে ভাই! তাই তোমাকে ফিল করতে পারছি।

Level 0

একটা 5ওহম এম্পলিফায়ার বানানোর ডায়াগ্রাম খুজতে গিয়ে পেয়েছিলাম। এর সব এক্সপেরিমেন্ট করতে গিয়ে জীবন কেটে যাবে…

    @STUBOO:
    thnx.
    na eita onek valo bt ami chai emon shob experimnt korbo jate amar taka khoroch na hoy.

Level 0

Ota tokhon verrrry dorkar chilo… 75 takar moto khoroch hoyechilo ar bajar mullo chilo 250 takar moto.

Level 0

ভাই আপনার পোষ্টগুলো খুব ভাল লাগল, মাঝে মাঝে হাসি লাগছিল। আপনাকে অনেক ধন্যবাদ। উপরের এই পোষ্টটির মত আমার কাছে মজার একটি সার্কিট আছে। আমি নিজেই বানিয়েছি। অনেক ধরনের কাজে ব্যবহার করছি। যেমন, আপনি কম্পিউটারের রুমে ঢুকলেই কম্পিউটার চালু হবে। কোথাও সুইচ অন করতে হবে না। মন চাইলে আমার সাইটে গিয়ে দেখে আসতে পারেন। http://www.skytipsbd.com/how-to-start-computer-when-entering-your-computer-room/