বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা কেমন আছেন। আপনাদের কে সালাম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট । আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব তা হল
কিভাবে Camstudio ইনস্টল করবেন ও কিভাবে তা ব্যবহার করবেন?
Camstudio কি?ঃ Camstudio হচ্ছে স্ক্রিন রেকর্ডিং সফটয়ার । যা দিয়ে আপনি আপনার কম্পিঊটার এ যা যা করবেন তা রেকর্ডিং করতে পারবেন।
সফটয়ারটি ইনস্টল করতে নিচের ধাপ গুল অনুসরন করুনঃ
১। প্রথমে সফটয়ারটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন।
২। তারপর Zip opener/Winrar দিয়ে ফাইলটি ওপেন করুন। অথবা ফাইলটি Extrac করুন।
৩। ফাইলটি তে আপনি ৫টি জিনিস পাবেন।
৪। এখন .exe ফাইলটি স্বাভাবিক ভাবে ইনস্টল দিন।
৫। পরে codec ফাইলটি ইনস্টল করুন।
৬। এরপর My computer এর Local Disk(c) তে যান গিয়ে Program files এ ঢুকুন সেখানে দেখতে পাবেন “CamStudio 2.7” ফোল্ডারটি দেখতে পাবেন।
৭। এখন অপর ফাইল ৩টি কপি করে “CamStudio 2.7” ফোল্ডারটিতে পেস্ট করুন।
শেষ হয়ে গেল আপনার ফাইল ইন্সটলেশান।
এখন দেখুন কিভাবে তা ব্যবহার করবেনঃ
১। প্রথমে সফটয়ারটি ওপেন করুন। নিচের মত ইন্টারফেস দেখতে পাবেন।
২। উপরের অপসান বার “Region” থেকে আপনি আপনার ইচ্ছা মত রেকরডিং এর স্ক্রিন সেট করতে পারবেন।
৩। অপসান বার এর “Option ” থেকে অডিও ও ভিডিও সেট করতে পাবেন।
৪। এটাতে আরও পাবেন কিবোর্ড শর্টকাট এবং আরো অনেক অপসান।
৫। বিশেষ করে “F8” হচ্ছে Record/pause এবং “F9” হচ্ছে “Stop”
৬। এখন রেকর্ডিং করার পালা
৭। লাল যে গোল চিহ্নটি আছে সেটাতে ক্লিক দিলে রেকর্ডিং শুরু হবে।
রেকর্ডিং করুন আপনি আপনার ইচ্ছা মত
আমি Salah Uddin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি এক জলন্ত আগুন । ধরতে যাইয়েন না । পুইডা মরবেন।
ei software diye ki game er video record kora jabe?