প্রযুক্তির কল্যান ও অগ্রগতির সাথে সাথে যে জিনিসটি আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ অংশে পরিনত হয়েছে, তা নিঃসন্দেহে আমাদের প্রিয় মুঠো ফোনটি! আশা করা যায় এ ব্যাপারে আমার সাথে কেউ দ্বিমত পোষন করেব না।
আজ আমাদের ঘুম ভাঙ্গে মুঠো ফোনের অ্যালার্মে! লাখো মানুষের আয়ের উৎসে পরিনত হয়েছে এই মুঠো ফোন। প্রীয়ার কন্ঠস্বর শ্রবণে ক্লান্তি ও অবসাদ নিরমন থেকে শুরু করে নেট সার্ফিং , ডাউনলোড, ফাইল শেয়ারিং, নেটওয়ার্কিং, ই-মেইল ইত্যাদী সবই আজ আমরা প্রিয় মুঠোফোনটির সাহায্যে সহজেই করতে পারছি।
কিন্তু হঠাৎ আমাদের অতি প্রিয় এই মুঠোফোনটি যদি পানিতে পড়ে যায়? এ ক্ষেত্রে আমাদের যা করনীয়, সে ব্যাপারে আমরা সবাই কি জ্ঞাত?
যদি চব্বিশ ঘন্টা পর আপনার মুঠোফোনটি না চলে, তাহলে বুঝতে হবে হয়ত দেরী হয়ে গেছে। এ ক্ষেত্রে আমি আপনাদের বিশেষজ্ঞ অথবা মোবাইল টেকনিশিয়ান এর সাথে কথা বলতে বলব।
আমি আপনাদের চেষ্টা করার জন্য একটা টিপস দিলাম মাত্র। এ পদ্ধতি যে সব সময় কাজে লাগবে এমন নয়। আর এই পদ্ধতিটি অন্য যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইসের উপরও কাজ করবে। আশা করি এই টিপস হয়ত কোনদিন আপনাদের কাজে লাগবে!!
আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...
Should we turn off the switch first or just remove the battery first. I guess remove the battery as soon as possible without trying anything including pressing the power button. When you press power off, system sends many process termination signals and the processor becomes more active that could be fatal when the circuit is wet.
তাহলে কী মোবাইলটা ইচ্ছা করে পানিতে ফেলে দিতে পারব? just kidding. ভাল লেখা।