কি করবেন যখন প্রিয় মুঠো ফোনটি পানিতে পড়বে?

প্রযুক্তির কল্যান ও অগ্রগতির সাথে সাথে যে জিনিসটি আমাদের প্রতিদিনের গুরুত্বপূর্ণ অংশে পরিনত হয়েছে, তা নিঃসন্দেহে আমাদের প্রিয় মুঠো ফোনটি! আশা করা যায় এ ব্যাপারে আমার সাথে কেউ দ্বিমত পোষন করেব না।

আজ আমাদের ঘুম ভাঙ্গে মুঠো ফোনের অ্যালার্মে! লাখো মানুষের আয়ের উৎসে পরিনত হয়েছে এই মুঠো ফোন। প্রীয়ার কন্ঠস্বর শ্রবণে ক্লান্তি ও অবসাদ নিরমন থেকে শুরু করে নেট সার্ফিং , ডাউনলোড, ফাইল শেয়ারিং, নেটওয়ার্কিং, ই-মেইল ইত্যাদী সবই আজ আমরা প্রিয় মুঠোফোনটির সাহায্যে সহজেই করতে পারছি।

কিন্তু হঠাৎ আমাদের অতি প্রিয় এই মুঠোফোনটি যদি পানিতে পড়ে যায়? এ ক্ষেত্রে আমাদের যা করনীয়, সে ব্যাপারে আমরা সবাই কি জ্ঞাত?

wet-blackberry-phone.jpg

হ্যাঁ, আজ আমি আপনাদের সবার সাধ্যের মধ্যে অতি
সহজে করা সম্ভব এমন কিছু টিপস এর ব্যাপারে কথা বলব

  • পানিতে পড়ার পর যত তারাতারি সম্ভব আপনার মুঠোফোনটিকে পানি থেকে তোলার ব্যবস্থা করুন। মনে রাখবেন, যত দেরী হবে আপনার মুঠোফোনটির আই.সি নষ্ট যাওয়ার সম্ভবনা তত বেশি।
  • পানি থেকে তোলার সাথে সাথে মুঠোফোনটির পাওয়ার অফ করুন এবং ব্যাটারি টি খুলে ফেলুন। কারণ পাওয়ার অন করা অবস্থায় কোন কিছু করা টা আপনার মুঠোফোনের আই.সি নষ্ট হওয়ার কাজটি ত্বরান্বিত করতে পারে।
  • এবার একটি চাল ভর্তি বলের ভেতর আপনার মুঠোফোনটি পুরোপুরি ঢুকিয়ে দিন!
  • অনুগ্রহ করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করুন।
  • চব্বিশ ঘন্টা পর আপনার সেটটি অন করুন, আশা করি আপনার মুঠোফোনটি ঠিকমত চলছে!!

যদি চব্বিশ ঘন্টা পর আপনার মুঠোফোনটি না চলে, তাহলে বুঝতে হবে হয়ত দেরী হয়ে গেছে। এ ক্ষেত্রে আমি আপনাদের বিশেষজ্ঞ অথবা মোবাইল টেকনিশিয়ান এর সাথে কথা বলতে বলব।

আমি আপনাদের চেষ্টা করার জন্য একটা টিপস দিলাম মাত্র। এ পদ্ধতি যে সব সময় কাজে লাগবে এমন নয়। আর এই পদ্ধতিটি অন্য যে কোন ইলেক্ট্রনিক্স ডিভাইসের উপরও কাজ করবে। আশা করি এই টিপস হয়ত কোনদিন আপনাদের কাজে লাগবে!!

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তাহলে কী মোবাইলটা ইচ্ছা করে পানিতে ফেলে দিতে পারব? just kidding. ভাল লেখা।

পানিতে ফেলে দেখতে পারেন।just kidding!

নয়া ধরনের টিপস।

ধন্যবাদ মেহেদী হাসান ভাই কে!!!

এই পদ্ধতি কী কাজ করে? আপনি নিজে ব্যবহার করে দেখেছেন?

Level 0

মোবাইল ফোন পানিতে পড়লে কি করতে হবে তা জানলাম কিনতু পানি মোবাইল ফোনে পড়লে কি করতে হবে আংকেল???????????

Should we turn off the switch first or just remove the battery first. I guess remove the battery as soon as possible without trying anything including pressing the power button. When you press power off, system sends many process termination signals and the processor becomes more active that could be fatal when the circuit is wet.

yes you are right…….you just have to remove the battery only…..thank you

আমি এখানে দুটো কথা বলি।
পানি খুব ক্ষতিকারক ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতীর জন্য কারন এতে নোডের লীকেজ কারেন্টগুলো শর্ট হয়ে সবদিক দিয়ে প্রবাহিত হয় ফলে নিম্ন রেজিস্ট্যান্সের কারনে অত সহজেই তুলনামূলক বেশী বিদ্যুৎ প্রবাহিত হয়। এছাড়া Rx/Tx আইসি হাই ফ্রিকোয়েন্সি নিয়ে (অসিলেটর) কাজ করার ফলে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে হিসাব করলে প্রতিটা ট্রান্জিস্টরের নোডে একটা বৈদ্যুতিক রাস হয়।
তাই দক্ষ ম্যাকানিকেরা যেটা করেন সেটা হলো খোলস খুলে ব্যাটারি সবার আগে খুলে ফেলে। তারপর একটা উইন্ড ব্লোয়ার দিয়ে নির্দিস্ট দূরত্বে ওটাকে শুকানো হয়। এক্ষেত্রে সব স্ক্রু গুলো খুলে কাজ করলে আরো ভালো হয়। এবং তবে অনেকে এ কাজটা করার পর মাল্টিমিটার দিয়ে রেজিস্ট্যান্স টেস্ট করেন যেটা মোটামুটি ভালো বুদ্ধি না কারন তখন মাল্টিমিটার একটা মারাত্নক বিদ্যুৎ সোর্স হিসেবে কাজ করে। সেক্ষেত্রে টার্মিনাল গুলোর ইম্পিডেন্স সম্পর্কে ধারনা রাখা একটু জরূরী ব্যাপার!

Level 0

VAI APNAR TA DEN 1TO PANITE FELE DEKI KAJ HOY KINA. NICE TUNE.

betiktom tips to, tai ekto voy lagteche vai. jodi abar apnar tips onoshoron korte diye mobile tai noshto hoye jai???? apni kottkhe janlen bolben ki?

Level 0

mobail mistirira ki chauler dukane jabe phaltu tune