যারা মোবাইল ফোন ব্যবহার করেন (একাধিক সিম)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমাদের অধিকাংশের একাধিক সিম কার্ড। অনেকেই সিম খুলে রাখেন দীর্ঘদিনের জন্যে। বেশ কিছু দিন পর চালু করতে গিয়ে দেখা যায়, নাম্বার টা মনে নেই। তাই টাকা লোড দেওয়া সম্ভব হয়না। আবার সিমে আগের টাকাও নেই, বা থাকলেও মেয়াদনেই যে অন্য নাম্বারে কল দিয়ে নাম্বার জেনে নেওয়া যাবে। তো কি করা যায়? চিন্তা নেই, বুদ্ধি এখানেই।

১। গ্রামীণ -*২#

২। রবি - *১৪০*২*৪#

৩। এয়ারটেল - *১২১*৬*৩#

৪। বাংলালিংক - *৫১১#

৫। টেলিটক – মেসেজ অপশনে গিয়ে AR লিখে পাঠাতে হবে 222 নম্বরে।

এবার আপনি অপারেটর অনুযায়ী বর্তমান কল রেট প্যাকেজ কোনটি তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।


১। গ্রামীণ – মেসেজ অপশনে গিয়ে xp লিখে পাঠাতে হবে 4444
২। বাংলালিংক - *১২৫#
৩। রবি - *১৪০*১৪#
৪। এয়ারটেল - *১২১*১*১*১#
৫। টেলিটক – মেসেজ অপশনে গিয়ে AR লিখে পাঠাতে হবে 222 ঝামেলা শেষ। তাই কোড গুলো টুকে রাখুন, বিপদে বন্ধু হবে। আরেকটা কথা, কোন মেসেজ চার্জ বা টাকা কাটবে না, সম্পূর্ন ফ্রি !!
বিঃদ্রঃ অনেকের হয়ত টিপসগুলো জানা আছে, বিশেষ করে যাদের জানা নেই তাদের জন্য আজকের পোষ্ট।

প্রথম প্রকাশ আমার ওয়েব সাইটে
আজকের মতো এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেলিটকে কেন জানি কাজ হয় না। একটা সিমের নম্বর ভুলে গেছি।

Level 0

Thanks…..For Good Inf……..

Level 0

Important post.

@ হোছাইন আহম্মদ, আপনার মেইল এড্রেসটা দেওয়া যাবে ?

নিজে একবার চেষ্টা করে দেখেন তারপর অন্যকে বলেন!

Level 0

কল রেট প্যাকেজ কোনটি তা জানতে আমার গ্রামীণ ফোনে মেসেজ অপশনে গিয়ে xp লিখে 4444-এ পাঠালাম। রিপ্লাই আসলো ‘Wrong keyword’.

Level 0

Teletalk ussd *551#

Level 0

Thanks

ধন্যবাদ ভাই

ওখানে xp হবে না ।
P লিখে 4444 পাঠাতে হবে

Level 2

@afia: ভাই আপনি প্রায় জায়গায় একই জিনিস লিখতেছেন। আপনার পোস্ট পাবলিশ করা হয়েছে

ধন্যবাদ সবাইকে মন্তব্যর জন্য

Level 0

Thanks But Banglalink e dial *999*2#

Goody good…

হুসাইন ভাই মজার একটি তিউন্স দিলেন

Boro bhi ra kamon asan bhi koy jodi WALTON NX ar root procedure ta janan plz janaban r jodi karo free shopping card/credit card ba kono bank support lagla call me 01836795898 ami help korbo
tnx

ভাই ফালতু টিউন বন্দ করেন
…………