নিজের ইচ্ছা মত ফন্ট সাইজ বড় ছোট করুন ব্রাউজ করার সময়…

আমরা যখন নেট ব্রাউজ করি লেখা গুলি কখন বড় বা ছোট দেখায়।
তাই নিজের ইচ্ছা মত ফন্ট সাইজ বড় ছোট করুন এভাবে-
ctrl বাটন চেপে ধরে বড় করার জন্য + ছোট করার জন্য - চাপুন।
টিপস টি জানা থাকলে আমাকে বলুন না থাকলে এখনি ট্রাই করুন।

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার টিউন করার আগ্রহ আছে সত্যি ভাল কথা। কিন্তু টেকটিউনসে এত সাধারন মানের টিউন করাটা নিজের টিউনারশিপকে সম্মান না করা। আর আপনার আগের টিউন দুইটা কম্পিউটার জগৎ থেকে এভাবে কপি পেস্ট করা করা ঠিক? নিজে প্রযুক্তি জীবনে নতুন যা জানতে পারেন সেগুলো শেয়ার করুন একদম নিজের মত করে। টেকটিউনসের টিউন কোয়ালিটি বজায় রেখে। আমি জানি টেকটিউনসের তেমন কোন নীতি মালা নেই। কিন্তু টেকটিউনসের টিউনারদের আলাদা একটা কোয়ালিটি আছে বলে আমি বিশ্বাস করি। টেকটিউনসের এই কোয়ালিটি ধরে রাখা আমাদেরই দায়িত্ব। আপনার থেকে আরও ভাল টিউন পাব বলে আশা রাখি। ধন্যবাদ।

শফিউল ভাইয়ের সাথে একমত না। এই টিউনটি আপনার কাছে সাধারণ মানের মনে হতে পারে কিন্তু যারা এ সম্পর্কে জানেন না তাদের কাছে অবশ্যই গুরত্বপূর্ণ। ওয়েব ব্রাউজিং-এ ফন্ট সমস্যা কোন নতুন সমস্যা নয়, আপনি দীর্ঘদিন যাবত নেট ব্রাউজ করছেন বলে হয়ত এটা আপনার কাছে কোন সমস্যাই না কিন্তু যারা এ লাইনে নতুন তাদের কাছে এটা চোখের পীড়া ছাড়া কিছুই নয় আর তাদের জন্য এ টিউনটি হতে পারে চমৎকার একটা সমাধান। সুতরাং এ ধরণের ছোট্ট টিপস্ প্রদানে নিরুৎসাহিত করাকে কোনমতেই সমর্থন করতে পারছি না। তবে এটা ঠিক যে কোন কিছু শেয়ার করার সাথে সাথে এর সোর্স উল্লেখ করা আবশ্যক। আশাকরি মঈন ভাই এ দিকটির প্রতি শ্রদ্ধা রেখে ভবিষ্যতে টিউন করবেন। ধন্যবাদ

উদাহরণ সরূপ বলা যেতে পারে (আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি) ফেসবুকে বাংলায় কোন কিছু লিখলে তা অসম্ভব রকমের ছোট দেখায়, অনেকেই রিপোর্ট করেছে যে তারা বাংলা লেখা বুঝতে পারে না সেক্ষেত্রে এই ছোট্ট টিউনটি যে কত গুরত্বর্পূণ তা বুঝি বলার অপেক্ষা রাখে না । আর তাই আমার মতে এটি কোন ভাবেই সাধারণ মানের টিউন তো নয়ই এককথায় অসাধারণ। শফিউল ভাই মনে কিছু নিয়েন না, আপনাকে আঘাত বা ছোট কারার জন্য কথাগুলো বলিনি।

Level 0

প্রিয় বন্ধু, খুবই সুন্দর ও কাজের টিউন আপনি শেয়ার করেছেন…………..এই টিউন থেকে আমি নতুন একটি শিক্ষা পেলাম.. শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ…