ডাউনলোড করে নিন ৫ টি চরম AWESOME ব্লগার থিম

ব্লগস্পটের ডিফল্ট থিম গুল খুব একটা ভাল নয় দেখতে । এই থিম গুলান সেট করলে আপনার ব্লগস্পট ব্লগ হয়ে যাবে চরম দেখতে । ছবি দিলাম ,পাঁচটি থিমের ডাউনলোড লিঙ্ক দিলাম (একবারে) । ঝটপট ডাউনলোড করে নেন ।

১.Speed Games

২.Irresistible

৩.contrastgreen

৪.soccergames

৫.travelblue

পাঁচটি থিম একবারে এখান থেকে ডাউনলোড করুন ।

যেভাবে আপলোড করবেন ঃ

প্রথমে আপনার ব্লগস্পট এ লগ ইন করুন । ড্যাশবোর্ড এ যেয়ে Template অপশন এ ক্লিক করুন । তারপর উপরে ডান পাশে Backup/restore এ ক্লিক করুন । এখন পুরবের থিম টার ব্যাকআপ নিএ রাখতে পারেন । তারপরে Choose File এ ক্লিক করে পছন্দের থিমটি আপলোড করে দিন । ওয়ার্ডপ্রেস এর মত জিপ ফাইল আপলোড করবেন না । অবশ্যয় আঞ্জিপ করে শুধুমাত্র XML ফাইল টি আপলোড করবেন ।
ভেতরে সোশাল বাটন , ফিচারড পোস্ট সহ বেশ কয়েকটা গাজেত আছে । সেগুল লেআউট এ গিয়ে Add A gadget এ ক্লিক করে । html/css সিলেক্ট করে কোড গুলো পেস্ট করে দিবেন । তাহলে হুবুহু উপরের ছবির মতন হয়ে যাবে আপনার ব্লগ ।

সময় থাকলে আমার সাইট টি একবার দেখে আসবেন  http://www.techcd.tk

ধন্যবাদ সবাইকে ।

Level 0

আমি রুবেল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস