ধরুন আপনার বন্ধুর
নোকিয়া ফোনে খুব সুন্দর
একটা অ্যাপ্লিকেশন দেখলেন।ভাবছেন
এই অ্যাপ্লিকেশনটা আমার
ফোনে থাকলে খুব ভালো হতো ।কিন্তু
আনবেন কিভাবে?ব্লুটুথ দিয়ে তো আর পাঠানো যাবে না।
মেমোরীতে কপিপেস্ট
করে নিলেও আপনার
ফোনে তা সাপোর্ট করবে না।
তাহলে উপায়?হ্যা,সেটাই বলছি। প্রথমে সফটওয়ারটা আপনার
বন্ধুর ফোনের ফোন
মেমোরীতে নিয়ে নিন।আগে থেকেই
থাকলে দরকার নেই।
আপনার মেমোরীটা বন্ধুর
ফোনে ঢুকিয়ে সফটওয়ারটা আপনার মেমোরীতে কপি করুন।
এবার মেমোরীটা আপনার
ফোনে ঢুকান।
আপনার ফোনের
Menu→Internet→E nter Address এ যান।
এবার file:///e
লিখে সফটওয়ারটা কোথায়
আছে সেটা লিখে ওকে করুন।
উদাহরণঃসফটওয়ারট ারনাম যদি হয় opera আর
সেটা যদি music
ফোল্ডারে থাকে তাহলে লিখতে হবে-
file:///emusic/ opera। এবার দেখবেন ডাউনলোড হচ্ছে।
অবশ্য টাকা কাটবে না।
এবার সেটা ব্যবহার করুন।
আর আপনার ফোনে যদি Enter
Address
অপশনটা না থাকে তাহলে আপনার ফোনের menu →Internet
→Bookmarks →Options
→New Bookmark এ
গিয়ে file:///emusic/ opera লিখে যেকোন নাম দিয়ে সেভ
করুন।
একটা বুকমার্ক তৈরীহবে।
সেটাতে ক্লিক করলেইডাউনলোড
শুরু হবে।
আমি Eiasir Arafat Sajoy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর একটা টিপস্ এর জন্য অসংখ্য ধন্যবাদ। ৯৯৫ বার দেখা হয়েছে আর কেউ একটা কমেন্ট করেনি,এই স্বার্থপতার কারণে আর পোষ্ট করি না..
লগ ইন বাধ্যতামূলক করা উচিৎ না হলে টিউনারা একদিন হারিয়ে যাবে।একটা পোষ্ট করতে টিউনারকে অনেক সময় ব্যয় করতে হয়।ভুল হলে ক্ষমা করবেন………