অনলাইনেই এডিট করুন HTML,PHP,CSS,WordPress এর Theme।

আমরা যার ওয়েব সাইট ডিজাইন করি তারা HTML ,PHP,CSS,Wordpress ইত্যাদির সাথে অবশ্যই পরিচিত আছেন।আর এ সকল এডিট করার জন্য আমরা অনেকে বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি।কিন্তু হঠাৎ যদি আপনার কাছে সে সকল সফটওয়্যার নাও থাকে তাহলেও চিন্তা নেই ।আপনি এসকল কাজ অনলাইনেই সেরে নিতে পারেন।আসুন দেখে নিই সে সকল সাইট।

অনলাইন HTML এডিটর

অনলাইনে HTML এডিট করতে হলে আপনি যেতে পারেন এই সাইটে।এই সাইটে গিয়ে আপনি MS Word এর মত সকল অপশন পাবেন।
HTML
তাছাড় আপনি এতে মিডিয়া প্লেয়ার,ফ্লাশ ইত্যাদি অবজেক্ট যোগ করতে পারেন।সকল কাজ শেষ হলে Save File Now তে ক্লিক করে আপনার ফাইলটি সেভ করুন।

অনলাইন CSS এডিটর

অনলাইনে CSS এডিট করার জন্য যেতে পারেন এই সাইটে।CSS এডিট করার জন্য এটি খুব সুন্দর একটা সাইট।
CSS Editor
এখানে আপনি CSS এর সকল বিষয় যেমন
Font,Text,Background,Position,Layout,Borders,Lists,Attributes
খুব সহজেই এডিট করতে পারেন।তাছাড়া এতে প্রিভিউ ও কোড দেখার সুবিধা আছে।এডিট করা শেষ হলে নিচ থেকে কোড নিয়ে আপনি বব্যহার করতে পারেন।

অনলাইন PHP এডিটর

PHP নিয়ে আমরা অনেকে কাজ করে থাকি।PHP কোড এডিটে অনেক সফটওয়্যার আছে।অনলাইনে এডিট করার জন্য আপনি যেতে পারেন এই লিংকে
PHP
অবশ্য এই সাইটে কাজ করতে হলে আপনাকে সাইন ইন করতে হবে।সাইন ইন করে আপনি এই সাইটে ন PHP এডিটের কাজ খুব সহজেই করতে পারবেন।

অনলাইন WordPress Theme এডিটর

অনলাইন WordPress Theme এডিট করার অনেক জনপ্রিয় একটা সাইট হল ঈভোসচাপ
WP
এই সাইট থেকে আপনি স হজেই পছন্দের থীম এডিট করতে পারবেন।সাইটের মেনু বার থেকে টেক্সট, ব্যাকগ্রাউন্ড, বডি, সাইডবার মেন্যু, রং, ট্যাগ ও সার্চ সহ অন্যান্য প্রয়োজনীয় অপশন ইচ্ছেমত সিলেক্ট করে সেভ করুন।সেভ হয়ে গেলে আপনার থীমটি জিপ আকারে সেভ হবে।সেভ করার আগে থীমে প্রিভিউ ও দেখে নিতে পারেন।
আশাকরি এ সকল অনলাইন এডিটর আপনাদের কোন এক সময় কাজে লাগবে। সবাই ভালো থাকবেন।ধন্যবাদ।

Level 0

আমি সজীব রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 819 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হূমম ভালো, এরকম সাইটগুলো নিয়ে আমার এ লেখাটা দেখতে পারেন http://earnhelp.com/?p=149

ধন্যবাদ আপনাকে। যদি ও HTML,PHP,CSS এগুলো সম্পকে একেবারেই ধারনা নাই।
তবুও, আপনাকে অনেক ধন্যবাদ লিন্ক শেয়ার করার জন্য…..
এগিয়ে যান………..