আসসালামু-আলাইকুম । সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা । আশা করি সবাই আল্লাহর রহমতে ভালই আছেন। এখন আমরা সকলেই পেন ড্রাইভ ব্যবহার করে থাকি। কিন্তু ভাইরাসের কারনে দরকারি ফাইল বা ফোল্ডার হাইড হয়ে যায় যা কোনো ভাবেই ফিরে পাওয়া যায় না বা আনহাইড হইয়েই থাকে। আমরা ফাইল বা ফোল্ডার নেই দেখে পেন ড্রাইভ ফরম্যাট কড়র ফেলি । আজকে এই সমস্যা সমাধানে ছোট একটি ট্রিকস শেয়ার করব। যাই হোক শুরু করা যাক ।
১। Run [উইন্ডোজ কী + r]- এ গিয়ে cmd টাইপ করে এন্টার দিন। কমান্ড প্রম্পট আসবে।
২। এবার attrib -S -R -H /S /D k:\*.* টাইপ করে এন্টার দিন । আনহাইড হতে একটু সময় নিতে পারে । ফাইল বা ফোল্ডার গুলো আনহাইড হয়ে নরমাল দেখাবে ।
এখানে k আপনার পেন ড্রাইভ।
৩। আপনআর নিদিস্ট কোনো ফাইল বা ফোল্ডার আনহাইড করতে হলে , কমান্ড প্রম্পট-এর সাহায্যে পেন ড্রাইভে-এ ঢুকে dir /ah লিখে এন্টার দিন। তাহলে শুধু হাইড ফাইল বা ফোল্ডার গুলো দেখাবে ।
৪। এবার আগের কমান্ডটির *.* এর স্থলে আপনার নিদিস্ট কোনো ফাইল বা ফোল্ডারটি টাইপ করে এন্টার দিন।
সবাইকে অনেক ধন্যবাদ ।
আমি Mushrif Rana। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice tune.
Generate IPO form | quick,simple and easily !
http://www.learn24bd.com/ipo_form_generator.php