সহজেই তৈরি করুন আপনার কালেকশন এর সবকিছুর একটি সুন্দর লিস্ট: আপনাদের আজ একটি মজার টিপস শেয়ার করবো। অনেককেই আজকাল দেখি নিজের পিসিতে থাকা কালেকশনে কি কি আছে তা আমাদের সাথে শেয়ার করতে স্ক্রিনশট ব্যবহার করে থাকেন। আজ আমি দেখাবো কিভাবে একটি ফোল্ডারের সমস্ত কনটেন্ট এর একটি টেক্সট লিস্ট তৈরি করতে হয়। এর ফলে আপনারা আপনাদের কালেকশনে কি কি আছে, তা আরও সহজভাবে শেয়ার করতে পারবেন।
নোটপ্যাড খুলে এই কোড গুলো কপি-পেস্ট করুন
dir /a /b /-p /o:gen >C:\WINDOWS\Temp\file_list.txt
start notepad C:\WINDOWS\Temp\file_list.txt
some-file list.bat নাম দিয়ে সেভ করুন।
এখন যেই ফোল্ডারের কনটেন্ট এর লিস্ট বানাতে চান,সেই ফোল্ডারে এই ফাইল টি পেস্ট করে তাতে ডাবল ক্লিক করুন। এক সেকেন্ডের মধ্যেই আপনার ওই ডিরেক্টরি এর সব ফাইল এর একটি টেক্সট লিস্ট তৈরি হয়ে যাবে।
এখন আপনি ওই লিস্ট কে আপনার সুবিধামতন ব্যবহার করুন।
আর যদি বানাতে না পারেন তাহলে নিচে থেকে নামিয়ে নিতে পারেন
লিঙ্ক:http://www.mediafire.com/download/ludrbfo6uc64ag1/some-file_list.bat.bat
এটা অন্য কোন স্থানে প্রাকাস হয়চছে কিনা আমি তা জানি না। আমার জানা ছিল তাই শেয়ার করলাম।
কোন ভুল হলে মাফ করবেন।
আমি আসাদ চৌধুরী দিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লিখেছেন ধন্যবাদ সুযোগ পাইলে আমার সাইট থেকে ঘুরে আসবেন http://choda-chude.blogspot.com