তার দিয়ে ল্যান করে গেম খেলার দিন শেষ এবার গেম খেলুন WI-FI এর সাহায্যে !

বন্ধুদের সাথে ল্যান করে গেম খেলার মজাই আলাদা আর এই মজা নিতে আমাদের দৌড়াতে হয় গেমিং জোন গুলোতে কেননা ল্যন করে গেম খেলার কিছু সমস্যা হল ব্যয় সাপেক্ষ দুজনের বেশি একসাথে খেলতে হলে আলাদা যন্ত্র কিনতে হয় ! এদিকে ল্যপটপের ব্যবহার বেড়ে যাওয়াই দিন দিন আর কম দামে গেমিং ল্যপটপ পাওয়া যাওয়ায় সবাই সেটাই কিনছে । তারের ঝামেলা আর নানান ঝামেলার কারনে দৌড়াতে হয় গেমিং জোনে । তো চলুন আর গেমিং জোন নয় এবার ল্যাপটপ দিয়েই WI-Fi এর সাহায্যে খেলুন যেকোন গেম । WI-Fi হবে আপনার ল্যান !

Windows 7 এর জন্য আমি প্রসেস টা বলে দিচ্ছি । ছবি না দিতে পারার জন্য দুঃখিত । তবে সমস্যা হবে বলে মনে হয়না হলে কমেন্ট তো আছেই ! শুরু করা যাক তাহলেঃ

প্রথম ধাপঃ আপনার পিসির Controll Panel হতেNetwork and Internet তে ক্লিক করে Network and Sharing Center অপশনে ক্লিক করুন । যে Window আসবে সেখানে Set up a new connection or network অপশন হতে Set up a wireless ad hoc network অপশন সিলেক্ট করে Next করুন তারপর পুনরায় Next করুন Network Name ঘরে যেকোন একটা নাম দিন Security Type Open দিলে যে কেও জয়ন করতে পারবে আর Personal দিলে সাথে Security Key দিতে হবে তখন আপনার সাথে কেও জয়ন করতে চাইলে তাকে আপনার দেওয়া Security Key দিতে হবে । সব ঘর পূরণ হলে Next করুন সব ঠিক থাকলে The network is ready to use এরকম মেসেজ আসবে Close করে দিন । আপনার PC এর WI-FI On থাকতে হবে । এবার অন্য পিসি থেকে যেটার Wi-Fi আসে সেটা থেকে Wi-Fi On করে Search করুন আর দেখুন আপনার Create করা নামে একটি Connection পাচ্ছে । সিলেক্ট করে কানেক্ট করুন ।  কানেক্টেড হবে ।

দ্বিতীয় ধাপঃ  এবার আবার Controll Panel হতে Network and Internet তে ক্লিক করে Network and Sharing Center অপশনে ক্লিক করুন । যে Window আসবে সেখানে নিচের দিকে Left সাইডে HomeGroup নামে অপশনে ক্লিক করুন । সেখানে What is a network location ?  নামক অপশনে ক্লিক করে Home network সিলেক্ট করুন । এবার Network and Sharing Center এ গিয়ে দেখুন আপনার Create করা Network টি HomeGroup এ Join হয়েছে । HomeGroup এ Join না হলে এটা কাজ করবে না । আর এই অপশন পেতে অবশ্যই আরেকটা পিসির সাথে আপনার Create করা Network Connected থাকতে হবে ।

তৃতীয় ধাপঃ একই ভাবে আরেকটা পিসির Network and Sharing Center অপশন হতে আপনার Create করা Network টি কে HomeGroup er  আওতায় আনুন দ্বিতীয় ধাপের মত করে । এখন আপনার Create করা Network দুটি পিসিতেই Joined দেখাবে । এমন দেখালে বুঝবেন কাজ হয়ে গেছে মানে আপনার Wi-Fi LAN হয়ে গেছে । এভাবে একাধিক পিসি আপনার Network এর সাথে কানেক্ট করিয়ে HomeGroup এর সাথে Join করান । এবার গেমে ধুকে ল্যান এ ধুকুন আপনি এবং আপনার বন্ধু । দেখতে পাচ্ছেন আপনার বন্ধুকে ???? তাহলে শুরু করুন গেম খেলা Wi-Fi এর সাহায্যে । ল্যানের তার কে বাসায় পাঠান গেম খেলুন Wi-Fi দিয়ে ।

এই Article অনেক যায়গাই থাকতে পারে তবে বাংলায় কোথাও দেখিনি আর HomeGroup এ Join ছাড়া গেম খেলা যাবেনা এটাও কোথাও দেখিনি । বন্ধুরা গেম খেলতে যেয়ে সমস্যাই পড়েছিলাম তখন ঘাটাঘাটি করে বের করেছিলাম তাই শেয়ার করলাম । আশা করি কাজে দিবে ।

সমস্যা হলে কমেন্ট করবেন ।

ধন্যবাদ সবাইকে ।

Level New

আমি Abdullah Al Faruk Antu। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Ami Khub shadharon akjon manush.Manushke ar Allah er shokol sristike valobashi.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Try korbo….

Level 0

ভাই highest distence কতখানি?পাশাপাশি বিল্ডিং এ খেলা যাবে????

ভাই, connection টা homegroup এ আনতে পারছি না। সাহায্য করেন প্লিজ