উইন্ডোজের জন্য কিছু প্রয়োজনীয় টিপস

ডেস্কটপ থেকে রিসাইকেল বিন অপসারণ করা

যদি ডিলিট করা ফাইলকে স্টোর করার জন্য রিসাইকেল বিন ব্যবহার করতে না চান, তাহলে এর ডেস্কটপ আইকনকে সম্পূর্ণভাবে দূর করতে পারেন নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

  • Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার প্রেস করলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
  • এবার HKEY_LOCAL_MACHINE/ SOFTWARE/Microsoft/Windows/ CurrentVersion/explorer/Desktop/NameSpace -এ নেভিগেট করুন।
  • ডান দিকের প্যানে Recycle Bin স্ট্রিং-এ ক্লিক করুন।
  • Del-এ ক্লিক করে ওকে করুন।

রিসাইকেল বিন রিনেম করা

আমরা অনেকেই রিসাইকেল বিনে ডেস্কটপ আইকনের নাম পরিবর্তন করতে চাই। আর এ কাজটি সম্পন্ন করা যায় নিচে বর্ণিত ধাপগুলো অনুসরণ করে :

  • Start->Run-এ গিয়ে regedit টাইপ করে এন্টার চাপলে রেজিস্ট্রি এডিটর ওপেন হবে।
  • এবার HKEY_CLASSES_ROOT/ CLSID/{645FF040-5081-101B-9F08-00AA002F954E} - এ নেভিগেট করুন।
  • এবার Recycle Bin -এর নাম পরিবর্তন করে আপনার কাক্সিক্ষত নাম দিন কোটেশন চিহ্ন ছাড়া।

উইন্ডোজ এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল সার্চ করা

বাই ডিফল্ট Search -এর সহযোগ হিডেন বা সিস্টেম ফাইল সার্চ করা যায় না। কারণ, এই ফাইলগুলো খুঁজে পাওয়া যায় না, যদিও সেগুলো ড্রাইভে থাকে। উইন্ডোজ এক্সপিতে হিডেন বা সিস্টেম ফাইল খুঁজে পেতে চাইলে নিচে বর্ণিত ধাপগুলো সম্পন্ন করুন :

  • Start->Search->All files and folders-এ ক্লিক করুন।
  • এরপর More advanced অপশনে ক্লিক করুন।
  • Search system folders এবং Search hidden files and folders চেকবক্সে ক্লিক করুন হিডেন ফাইল বা ফোল্ডার সিলেক্ট করার জন্য।
  • সংগ্রহ-কম্পউটা জগৎ

Level New

আমি মঈনুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 159 টি টিউন ও 299 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব সময় নতুন কিছু শিখতে চেষ্টা করি ..........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

টিপস গুলি “কম্পউটা জগৎ” এর অনলাইন ভার্সন এ এভেলেবল

http://www.comjagat.com/viewarticles.php?issue=28&nav_id=16&article_id=1298

Level New

জামান ভাই হয়তো বা আমার মতো না জানা কেহ থাকে তার জন্য টিউন করলাম।

Level 0

মইন ভাই, আপনি এখন শিশু থাকলে কি হবে আপনার টিপসটি কিন্তু শিশুর মত নয়। সুন্দর এই টিপস এর জন্য আপনাকে ধন্যবাদ।

মইন ভাই ….. এইভাবে টেকটিউনস প্ল্যাটফর্মে টিউন করবেন না। এটা সত্যি যে অনেকেরই অজানা ,….. কিন্তু আপনার উচিৎ ছিল আসল লেখার রেফারেন্স দিয়ে দেয়া ……. আশা করি আগামীতে এই ভূলটি আপনি আর করবেন না।

আসলেই কাজের