কিভাবে Youtube থেকে আয় করবেন ?? আসুন জেনে নিই খুঁটিনাটি A to Z আর আয় করা শুরু করি।

বিশ্বের সবচাইতে View হয় এমন প্রথম তিনটি সাইটের একটি হল Youtube . Youtube-এর নাম শোনেননি এমন কাউকে হয়ত খুজে পাওয়া দুষ্কর । 2005 সালে 23 April ইউটিউব যাত্রা শুরু করে । কয়েক বিলিয়ন ভিডিও'র মালিক এখন Youtube .

কিন্তু আপনি কি জানেন Youtube থেকে আয় করা যায় ??

আজকের টিউনে আমি সেটাই আপনাদের দেখাব ।

যা যা লাগবেঃ

1. Camera

2. Youtube account

3. Google Adsense Account (১৮ কিংবা তার বেশি বয়স হতে হবে)

4. Computer বা Mobile বা অন্য কিছু, যার দ্বারা আপনি Youtube-এ ঢুকবেন ।

5. Regular Video Upload

এখন আমরা ধাপে ধাপে কাজগুলো শিখে নিবঃ

Youtube Account তৈরি

http://www.wikihow.com/images/1/14/YouTubeStartJing2.png

Image:YouTubeStartJing3.png

  • Youtube -এ প্রথমে Account খুলুন । যদি আগে থেকেই Account থাকে তবে ওটাই ব্যবহার করতে পারেন ।
  • আপনার Channel খুঁজে পেতে Keyword ব্যবহার করুন ।
  • আপনার Account-এর সঠিক ধরণ নির্বাচন করুন । (যেমনঃ যদি Movie নিয়ে কাজ করেন Director Account দিন )
  • Username অবশ্যই ছোট রাখুন, এতে দর্শক মনে রাখতে পারবে।

Video Upload করা

Image:Get Tons of Subscribers on YouTube Step 2 Version 2.jpg

Account-এ প্রথমে Sign in করুন । এরপর উপরে দেখুন UPLOAD লেখা আছে । সেখানে ক্লিক করে Video Upload করুন ।

যেই বিষয়গুলো মনে রাখবেনঃ

  • Video'র Quality যেন ভাল হয় (আমি বলতে চাইছি, আলতু-ফালতু Video দিবেন না)
  • Video যেন খুব বেশি বড় না হয়
  • Account Type-এর দিকে লক্ষ রেখে Video upload করবেন ।
  • ভাল Software-এর সাহায্যে Video Edit করলে ভাল হয় ।

দর্শক বাড়ান

Image:Earn Money on Youtube Step 3.jpg

এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ।

  • Youtube-এ কিছু Friend তৈরি করে ফেলুন ।
  • দর্শকদের কমেন্ট করতে বলুন ।
  • নিজে কমেন্টের Reply দিন ।

Youtube-এর Partner হয়ে যান

Image:Earn Money on Youtube Step 4.jpg

হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় । আপনি Youtube-এর Partner হলে কিছু এক্সট্রা Facility পাবেন, যা আপনার আয় বাড়িয়ে দিতে বড় ভুমিকা রাখতে পারে।

Google Adsense

Image:Earn Money on Youtube Step 5.jpg

প্রথমেই Google adsense-এর কথা বলেছিলাম । ওরা আপনার বয়স বেঁধে দিয়েছে, যার জন্য ১৮ কিংবা তার চেয়ে কমবয়সীরা Allowed না ।

যাইহোক, Google Adsense সেটআপ এর কথা আজ বলব না, টেকটিউনসে এই বিষয় নিয়ে অনেক ভাল ভাল টিউন আছে ।

প্রয়জনে সেগুলোর হেল্প নিতে পারেন ।

যেমনঃ https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/33432

Video'র Market বাড়িয়ে দিন

Video শুধু Youtube-এ রাখলেই হবে ?? না, হবে না ।

পুরো ইন্টারনেট-এ ছড়িয়ে দিন । আপনার ব্লগে, ফেসবুকে, টুইটারে সব জায়গায় Video শেয়ার করুন ।

কিছু কার্যকরী টিপস

  • Regular ভিডিও আপলোড করবেন ।
  • Tag নির্বাচন করবেন সঠিকভাবে ।
  • ভিডিও description যেন প্রাঞ্জল ভাষায় হয়, সেদিকে লক্ষ রাখবেন ।
  • দর্শকের পছন্দ-অপছন্দ কে প্রাধান্য দিন ।
  • দর্শকের রুচি অনুযায়ী ভিডিও আপলোড করুন ।
  • Camera ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে ।
  • আপনাকে প্রচুর সময় দিতে হবে ।

কিছু কথা

  • কিছু দর্শক খারাপ মন্তব্য করবেই, এতে ভেঙে পড়বেন না ।
  • প্রথম প্রথম ভাল আয় হবে না । এতে ভিডিও আপলোডের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবেন ?? না, কখনই না।

আশাকরি টিউনটি আপনাদের অনেক কাজে দিবে ।

ভাল লাগলে একটা কমেন্টএকটা ভোট দিয়েন ।

ধন্যবাদ ।

Moderator ভাই -কে বলছি, টিউনটি নির্বাচিত মনোনীত করা হোক ।

|| আল্লাহ হাফেজ ||

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1799 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

vai parle adsense er bepare diknirdeshona diye ekta tune koiren

ধন্যবাদ সুন্দর পোস্ট। কিন্তু একটা জিনিস সেটা হলো কত গুলো View/downloads a Earnings কত একটু উল্লেখ করলে সুবিধা হয়।
দর্শক বারানর জন্য দরকার সাইট এর Backlink . এই সাইট এ যান। >>http://submitmysites.blogspot.com/2013/08/get-surely-18500-free-backlinks-in-high.html
এখানে ১৮০০০+ backlink কিভাবে বানাতে পারবেন তার টিপস দেওয়া আছে।

ও আর একটু কথা এই সাইট এ http://submitmysites.blogspot.com আপনি পাবেন কিভাবে আপনার ভিডিও লিঙ্কের পরিচিতি Google, yahoo এবং অন্যান্য Search Engine এর মাধ্যমে বাড়াতে পারবেন।

এখন সময় হয় নাই । আফলোড করার। ভাই কার ভিডিও আফলোড করবো। তা তো বললেন না? 🙂
ভিডিও ডানলোড করে আফলোড করতে বাংলাদেশের শত করা ৯০ ভাগ লোক এখনো সেই স্পীড পাছ্ছে না।
২০/কেবি / ৩০ কেবি ডাটা স্পীড দিয়ে ইউটিভি মত বিশাল সাইট সারাক্ষন সার্কেল তৈরি করে শুধু আপলোড করবো তা আমার দূষ্টি কোন হতে সময় উপযোগী নয়। গুগুল এ্যডস্নে ভাল হত । তাই নিয়ে বিস্তারিত পোষ্ট করুন । আপনার পোষ্ট গুলো খুবই সুন্দর এবং শিক্ষনয় অনেক কিছু থাকে ভাল থাকবেন।
http://www.tareqbai.tk

    @শুভেচ্ছা: ধন্যবাদ ভাই । আমার টিউন দ্বারা আপ্নারা উপকৃত হলেই আমি সার্থক ।
    সাইটটা কি আপনার ভাই ??

Level 2

valo tune thankss vaii,but not for me my download speed 15 KB upload 10 kbps

    @Tech2: আমাদের দেশের অবস্থা কবে ভাল হবে আল্লাহই জানেন।
    ধন্যবাদ আপনার কমেন্টের জন্য ।

    প্রতি 1000 view তে প্রায় $2 থেকে $3 আয় হয়, যদিও এটা View-এর ওপর নির্ভর করে না । তারপরেও সচারচর যা হয় বললাম ।

Level 0

Very low earning. One year ago I have posted about this when I got some comments saying that its not available for Bangladesh. Is it available now?

ধরে নিতে পারেন, প্রতি 1000 view তে প্রায় $2 থেকে $3 আয় হয়, যদিও এটা View-এর ওপর নির্ভর করে না । তারপরেও সচারচর যা হয় বললাম ।

সুন্দর

এটা দেখতে পারেনঃ https://www.techtunes.io/download/tune-id/230725 পছন্দ হবেই, Guarenty !

Level 0

@black dragon, bro ur fb id or mail ta dewa jabe?

Level 0

thanks bro

Level 0

Is it available in Bangladesh? I think still we cant be a youtube partner

Level 0

@black dragon, only71 theke apnake mail kora hoise bro. check it.

Level 0

ja paren tai onek bro 🙂 now contact me with that mail.

vai adsense kibabe use korbo ata bollen na

সুন্দর টিউন করলেন, ধন্যবাদ।

Level 0

অনেকের জন্য এটি উপকারি টিউন।

সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ।

আমার ভিডিও ট্রেইলারের ছবি দেখতেছি। 😛
বেশ ভালই লিখেছেন।
বাংলাদেশে আয় করা যায় নাকি জানতে পারলে ভাল হতো।

    @হাসান যোবায়ের (আল-ফাতাহ্): হ্যাঁ, ভাইয়া আসলে আপনাকে না বলে এটা দেওয়া আমার উচিত হয়নি…

    আর ভাইয়া, বাংলাদেশ থেকেও আয় করা যাবে ।

    আপনাকে অনেক ধন্যবাদ ।

      Level 0

      @হাসান যোবায়ের vai ameka aktu help korben? Please give me your mobile number. I want to talk to you about youtube. I need some information about youtube. Please response me.

Level 0

apnar mobile number ta dien.

Level 0

The YouTube Partner Program is currently not available in Bangladesh ! কেউ কি বাংলাদেশে ইউ টিউব আর এডসেন্স একসাথে ইউজ করতে পেরেছে ??

Embed your own video on yourhost.asia FREE!!! embed from any platform like youtube , dailymotion ,vimeo etc…
for any information mail to [email protected]

অনেক ভাল………………

কিভাবে ইউটিউবে আমি অন্যর ভিডিও আপলোড করবো কিন্তু কপিরাইট দেখাবে না