আজকাল আমাদের অনেকেরই বাসায় অথবা অফিসে কম্পিউটার ব্যবহার করি। কম্পিউটারে অনেক কাজই করে থাকি। কিন্তু, কম্পিউটার ব্যবহারকারীর সবচেয়ে প্রয়োজনীয় কাজটিই হচ্ছে ‘টাইপিং’, কারণ, টাইপিং ছাড়া কম্পিউটারের কার্যকারীতা পাওয়া যায় না। কিন্তু আমাদের সবার টাইপিং স্পীড এক না।কেউ দ্রুত টাইপ করতে পারে, আবার কেউ ধীর গতিতে। আপনি যদি ধীর গতির টাইপকে দ্রুত গতিতে রুপান্তর করতে চান তাহলে আপনি ‘টাইপিং মাস্টার’ নামক সফটওয়্যারটি ব্যবহার করে আপনার টাইপিং স্পীড বাড়াতে পারেন। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি জানতে পারবেন- প্রতি মিনিটে আপনার টাইপিং স্পীড, আবার ওয়ার্ডভিত্তিক টেস্ট করার সুবিধা আছে এই সফটওয়্যারটিতে। আবার নির্দিষ্ট কিছু প্যারা দেয়া আছে যার মাধ্যমে সহজেই টাইপিং স্পীড বাড়াতে সাহায্য করে।
কী দিয়ে এ্যাক্টিভেশন করে নিলে টাইপিং-এর আরো অনেক সুবিধা পাওয়া যাবে।
বাংলা টাইপ করার জন্য যেমন বিজয়, এভ্রু ব্যবহার করা হয়, আরবী টাইপ করার জন্য কি সফওয়্যার ব্যবহার করা হয়? জানালে উপকৃত হব।