সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি। আজকের টিউন expert দের জন্য নয়। শুধুই নতুনদের জন্য। তাহলে এখন কাজের কথায় আসি। আমাদের যাদের অনেকের broadband line আছে তাদের অনেকের server এ অনেক iso file like os,games etc থাকে। এছাড়া অনেকে UBUNTU সহ নানা os download করি, এমনকি Windows ও। (LOL)। যাই হোক এগুলো dvd তে burn করে চালাই। এখন আর কিছুই লাগবেনা। শুধু এই http://www.poweriso.com/ ঠিকানা থেকে soft dowload করেন। মাত্র 5.83 MB। এরপর register করুন। Name: http://www.serials.ws Serial: H1URB-MVHPB-TKTZ3-DNR35-RDYWM। ব্যাস কাজ শেষ। এবার Download করা iso open করুন আর extract করুন। এখন Setup দিন। এটি দিয়ে ISO files open, burn, create, edit, compress, encrypt, mount ও করতে পারবেন। এটার proffesionality বেশি। সুযোগ সুবিধাও বেশি। So একটা soft দিয়েই সব কাজ করা যাবে।
এখন ২য় কাজ। It's about UBUNTU Installation। প্রথমে আপনার download করা iso file DESKTOP এ extract করুন PowerISO দিয়ে। এখন extract করা folder এ WUBI.EXE নামক file টি খুঁজে বের করুন। আর রাইট ক্লিক করে run as administrator করুন। বাকিটা আপনারা নিজেরাই পারবেন। Drive selection, Installation কতটুকু জায়গায় করবেন select করুন, Username & Password দিয়ে কাজ শুরু করুন। বাকিটা নিজে নিজেই হবে। আজ এ পর্যন্তই। আশা করি সবাই ভাল থাকবেন।
Note: Ubuntu dvd তে burn করলে live cd & cd তে burn করলে শুধু installation cd হিসেবে কাজ করে।
আমি Shahriar rahat। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
jotil jinis. 🙂
atai khujtasilam
tnq