আসসালামু আলাইকুম সবাই কে।
আশা করি সবাই ভাল আছেন। আজকে অ্যান্ডরয়েড ইউজার দের জন্য আরেকটা সুখবর দিতে চাচ্ছিলাম।
অরবট ব্যাবহার করে জিপি এম এম এস দিয়ে অনেকেই ফ্রী নেট ইয়ুস করেন। অনেকে আবার কনফিগার করতে পারেন নাই বা কাজ করতস না...
আমি আর একটা পদ্ধতি বলব যাতে আপনি এবার অবশশই পারবেন। আমি আমার রুট করা প্রিম এন এক্স এ এইতা করেই বলতেসি। আশা করি সবার উপকার হবে।
প্রথমেই বলি এটা অবশশই রুটেড অ্যান্ডরয়েড ডিভাইস এর জন্য............
প্রথমে নিচের লিঙ্ক ত্থেকে অ্যাপ্লিকেশন ডাওনলোড করুন
১। playstore: https://play.google.com/store/apps/details?id=org.proxydroid
২। mediafire: http://www.mediafire.com/?aswna9qtuiqrcahrwncv4ckwbtecbrp
এবার ওইটা ইন্সটল করেন। ।
এরপর proxydroid ওপেন করেন।
অটো সেটিং থেকে টিক উঠিয়ে দেন।
host:10.128.1.2
port:8080
proxytype: HTTP-TUNNEL/HTTPS
অটো কানেক্ট এ টিক দিন
bound network এ ২জি/৩জি সিলেক্ট করুন।
বাকি সব যেমন ছিল তেমন রাখুন...
এবার জিপি এম এম এস দিয়ে কানেক্ট করেন।
এবার দেখেন অবশশই হবে...
আর বোনাস হিসেবে দুটি অ্যাপ রইল।দুটি ই পেইড অ্যাপ এবং আপডেট করতে পারবেন।
১। Loader droid download manager pro v9.5.3 (latest): http://www.mediafire.com/?13mj9pvmaaj89c3lswgggsvsfrqktdw
২। network monitor mini pro (latest): http://www.mediafire.com/?7bt906lcgqb79nn8eutllyjdhnnx8l6
স্ক্রীন শট দিতে না পারায় দুঃখিত।আশা করি লেখা টুকু বুঝলেই পারবেন। আর লিঙ্ক গুলো ডিরেক্ট ডাওনলোড এর।
আর প্লীজ এই বিকল্প আমার কাজ হলেও সবার সাথে আমি শেয়ার করতেসি। তাই আপনিও যদি এটা কপি পেস্ট না করে এই পোস্ট টার লিঙ্ক প্রচার করেন তাহলে খুশি হব।
সবাই কে ধন্যবাদ। কাজ হলে বা না হলে প্লিয কমেন্ট করবেন।
আজ এটুকুই। ভাল থাকবেন।
আমি mumith3। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিঙ্ক ঠিক নাই। 🙁