আমি গত বছর দুএক যাবত শুধু techtunes এ আসি tune পড়ার জন্য । কারন আমি বাংলা একেবারেই type করতে পারি না ।
আজ বাধ্য হয়ে বসলাম লিখার জন্য ।
কেউ ই চায় না তার কোনও tune ই remove করা হক, আর আমার তো এটা প্রথম tune. যাই হোক এখন কাজের কথায় আসি।
techtunes একটি শিক্ষামূলক ওয়েবসাইট বলেই এতদিন জেনে এসেছি। সত্যিকার অর্থে আমি নিজেও এমন অনেক কিছু শিখেছি।
কিন্তু বর্তমানে কিছুদিন যাবত আমি techtunes এর মত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট এর কর্মকাণ্ডে খুব ই আশ্চর্য হয়েছি।
কেনই বা হব না ??? কয়েক দিন ধরে moderator দের চরম অবহেলার খেশারত হিসেবে এখানে p*rn tune পর্যন্ত হচ্ছে।
নিচের link এ যেয়ে দেখেন।
https://www.techtunes.io/news/tune-id/230367
একবার দুবার না বেশ কয়েকবার এই tune post হইছে।
দেখা যায় যে post এর কয়েক ঘণ্টা পরে রিমুভ করা হয়।যদি লিঙ্ক ইতিমধ্যে রিমুভ করা হয় তাহলে নিচের screenshot টি দেখেন।
এখন আরও একটি সমস্যা নিয়ে আপনাদের বলব। আর সেটি হল বেশ কএকদিন যাবত digital*generation
নামক একটি কোম্পানির
কিছু ভাড়া করা দালাল এসে বিভিন্ন ভাবে পাঠক দের প্রলভন দেখানো শুরু করল।
আমার প্রস্ন হল এ সব ই কি moderator দের চোখের আড়ালে ঘটেছে ????
তাই যদি ঘটে থাকে তাহলে উনাদের কাজটা কি??? এখন হয়ত কিছু কিছু পোস্ট ডিলিট করা হয়েছে।
আমার সব চাইতে মজা আর আশ্চর্য লেগেছে এইটা যে কিছদিন এর মধ্যে আর এক গ্রুপ
এসে হাজির যারা কিছুক্ষন পর পর ই
digital*generation এর বিরুদ্ধে বলা শুরু করল।এগুলো কি spam এর পর্যায়ে পরে না????
আমার বক্তব্য এখানে খুব ই স্পষ্ট। কেন techtunes কে আজেবাজে জিনিস প্রচারণার platform হিসেবে ব্যবহার করা হচ্ছে????
প্রস্ন হতে পারে এতে আমার কি??? অনেকে করবেনও। যেহেতু আমি একজন সাধারন পাঠক এবং
আমাদের মত সাধারন মানুসদের সরলতার সুযগ নেয়ার প্রচেষ্টা এরা করে যাচ্ছে ,কারো না কারো প্রতিবাদ করাই লাগবে।
এর পরের issue sponsored tunes i mean advertisement
আমি নির্বোধ না।আমি জানি যে ওয়েবসাইট চালাইতে প্রচুর সময় আর মেধা লাগে সেই সাথে টাকাও। খরচ হলে আয়ের ও বাবস্থা থাকতে হবে।
কিন্তু বর্তমানে কিছু online বিকিকিনির ওয়েবসাইট এর অ্যাড দেখানো হচ্ছে।
যার অনেকের বিরুদ্ধেই অভিযোগ বিভিন্ন সময় techtunes এই করা হয়েছে। দেখতে নিচের tune এ যান।
https://www.techtunes.io/reports/tune-id/153125
এই বেপারে techtunes কি এখন পর্যন্ত কন বাবস্থা নিয়েছে???
তার পরের ইস্যু tune চোর।এই বেপারেও techtunes একাধিক tune হয়েছে। techtunes এই করা একজনের tune আরেকজন পুনরায় পোস্ট করছে!!!
অথচও কন বাবস্থা নাই।
কারো বিরুদ্ধে কোনও অভিযোগ থেকে আমি এই tune করি নাই। শুধুমাত্র techtunes কে ভালবাসি বলেই এত কিছু লিখা।
আগে tune পরেই শেষ করতে পারতাম না।আর এখন ১/২ ঘণ্টাতেও মাঝে মাঝে নতুন কিছু পাই না।একটা জিনিস দেখে আর একটু খারাপ লাগা বাড়ল।
সেটা হল techtunes এর alexa ranking ৩৬ ধাপ অবনমন হয়েচে।নিচে লিঙ্ক
http://www.alexa.com/siteinfo/techtunes.io
moderator ভাই দের প্রতি request বিষয় গুলো দেখে বেবস্থা নিবেন।
সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেয।
আমি arafat1992। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
You R Right Bro