কিছু অবহেলা, কিছু ক্ষোভ…………সব শেষে প্রথম tune !!!

আসসালামুয়ালাইকুম,

আমি গত বছর দুএক যাবত শুধু techtunes এ আসি  tune পড়ার জন্য । কারন আমি বাংলা একেবারেই  type  করতে পারি না ।

আজ বাধ্য হয়ে বসলাম লিখার জন্য ।

কেউ ই চায় না তার কোনও  tune ই remove করা হক, আর আমার তো এটা  প্রথম  tune. যাই হোক এখন কাজের কথায় আসি।

techtunes  একটি শিক্ষামূলক ওয়েবসাইট বলেই এতদিন জেনে এসেছি। সত্যিকার অর্থে আমি নিজেও এমন  অনেক কিছু শিখেছি।

কিন্তু বর্তমানে কিছুদিন যাবত আমি  techtunes  এর মত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট এর কর্মকাণ্ডে খুব ই আশ্চর্য হয়েছি।

কেনই বা  হব না ??? কয়েক দিন ধরে moderator দের চরম অবহেলার খেশারত হিসেবে এখানে   p*rn tune  পর্যন্ত হচ্ছে।

নিচের link এ যেয়ে দেখেন।

 https://www.techtunes.io/news/tune-id/230367

একবার দুবার না বেশ কয়েকবার এই tune post হইছে।

দেখা যায় যে  post এর কয়েক ঘণ্টা পরে রিমুভ করা হয়।যদি লিঙ্ক ইতিমধ্যে রিমুভ করা হয় তাহলে নিচের screenshot টি দেখেন।

 

এখন আরও একটি সমস্যা নিয়ে আপনাদের বলব। আর সেটি হল বেশ কএকদিন  যাবত      digital*generation

 নামক একটি কোম্পানির

কিছু ভাড়া করা দালাল এসে বিভিন্ন ভাবে পাঠক দের প্রলভন দেখানো শুরু করল।

আমার প্রস্ন হল এ সব ই কি moderator দের চোখের আড়ালে ঘটেছে ????

তাই যদি ঘটে থাকে তাহলে উনাদের কাজটা কি??? এখন হয়ত কিছু কিছু পোস্ট ডিলিট করা হয়েছে।

আমার সব চাইতে মজা আর আশ্চর্য লেগেছে এইটা যে কিছদিন এর মধ্যে আর এক গ্রুপ

এসে হাজির যারা কিছুক্ষন পর পর ই

digital*generation  এর বিরুদ্ধে বলা শুরু করল।এগুলো কি spam এর পর্যায়ে পরে না????

আমার বক্তব্য এখানে খুব ই স্পষ্ট। কেন techtunes  কে আজেবাজে জিনিস প্রচারণার  platform হিসেবে ব্যবহার করা হচ্ছে????

প্রস্ন হতে পারে এতে আমার কি??? অনেকে করবেনও। যেহেতু আমি একজন সাধারন পাঠক এবং

আমাদের মত সাধারন মানুসদের সরলতার সুযগ নেয়ার প্রচেষ্টা এরা করে যাচ্ছে ,কারো না কারো প্রতিবাদ করাই লাগবে।

এর পরের  issue sponsored tunes i mean  advertisement

আমি নির্বোধ না।আমি জানি যে ওয়েবসাইট চালাইতে প্রচুর সময় আর মেধা লাগে সেই সাথে টাকাও। খরচ হলে আয়ের ও বাবস্থা থাকতে হবে।

কিন্তু বর্তমানে কিছু online বিকিকিনির ওয়েবসাইট এর অ্যাড দেখানো হচ্ছে।

যার অনেকের বিরুদ্ধেই অভিযোগ বিভিন্ন সময় techtunes এই করা হয়েছে। দেখতে নিচের tune এ যান।

https://www.techtunes.io/reports/tune-id/153125

এই বেপারে techtunes কি এখন পর্যন্ত কন বাবস্থা নিয়েছে???

তার পরের ইস্যু tune চোর।এই বেপারেও techtunes  একাধিক tune হয়েছে।  techtunes  এই করা একজনের tune আরেকজন পুনরায় পোস্ট করছে!!!

অথচও কন বাবস্থা নাই।

কারো বিরুদ্ধে কোনও অভিযোগ থেকে আমি এই tune করি নাই। শুধুমাত্র  techtunes  কে ভালবাসি বলেই এত কিছু লিখা।

আগে tune পরেই শেষ করতে পারতাম না।আর এখন ১/২ ঘণ্টাতেও মাঝে মাঝে নতুন কিছু পাই না।একটা জিনিস দেখে আর একটু খারাপ লাগা বাড়ল।

সেটা হল   techtunes  এর alexa ranking  ৩৬ ধাপ অবনমন হয়েচে।নিচে লিঙ্ক

http://www.alexa.com/siteinfo/techtunes.io

moderator ভাই দের প্রতি request বিষয় গুলো দেখে বেবস্থা নিবেন।

সবাই ভাল থাকবেন। আল্লাহ হাফেয।

Level 0

আমি arafat1992। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

You R Right Bro

Level 0

thanx bro for comment….

Level 0

khub valo bolsen……..

Ri8…

এটা হল টেকটিউনসের ভালবাসার কথা @ সত্যিয় কথা বলেছেন আপনি …।।

Level 0

ধন্যবাদ সবাইকে,মন্তব্য করার জন্য।

Level 0

Everybody feel this problem but at first you tune about this ,so thank you. I hope honorable moderator will be take step about this

Level 0

Everybody feel this problem but at first you tune about this ,so thank you.
I hope honorable moderator will be take step about this

Level 0

@usuall im not a tuner.i was waiting for some one’s response,bt no way,so atlast…..anyway thanks a lot

right you are.
আমিতো এইগুলার জন্য টেকটিউন এ এখন আর নিয়মিত ঢুকিনা।

আমার অভিজ্ঞতা থেকে আপনার কিছু প্রশ্ন ও সমস্যার উত্তর দিচ্ছি।

টেকটিউনস মডারেটর একজন মানুষ, কোন মেশিন নয়। টেকটিউনস এ নতুন কোন পোস্ট এলে টেকটিউনস এর পেজ রিফ্রেশ করে দেখতে হয়। টিউন হবার সাথে সাথে নোটিফিকেশন আসার কোন সিস্টেম নেই। আর টেকটিউনস এর হাজার হাজার মডারেটর নেই, মাত্র ২/১ জন মডারেটর। তারা এর মডারেসির জন্য কোন পারিশ্রমিক ও পায় না। নিজের ইচ্ছায় সেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। আর ১ জন মানুষের পক্ষে ২৪ ঘন্টা পিসিতে বসে টেকটিউনস এর পেজ রিলোড করে নতুন স্প্যাম টিউনের অপেক্ষা করা সম্ভব না। ঠিক বলেছি? তাও তারা প্রায় ২৪ ঘন্টাই মডারেসি করে থাকে, কিভাবে করে বলা যায় না! টিউন হবার ১০-১৫ মিনিটের মদ্ধেই সেটা পেন্ডিং করা হয়। অনেক সময় সাথে সাথেই পেন্ডিং করা হয়। অনেক সময় মডারেটর নিজের ব্যক্তিগত ব্যস্ততার কারনে যদি অনলাইন না থাকেন, তাহলে হয়তো কোন স্প্যাম টিউন ১-২ ঘন্টা থাকে। এ ব্যাপারে আর কোন সন্দিহান আছে কি? মডারেটর রা কি কোন ভুল বা খারাপ কিছু করছে? তারা কি কাজের ফাকি দিচ্ছে?

এবার আসি ডিজিটাল জেনারেসন বা এইরকম অন্য কোম্পানির স্প্যাম টিউন সম্পর্কে। এইসব টিউনও নিয়মিত পেন্ডিং করা হয়। কোন টিউন মডারেটর দেখে রেখে দেয় না। একটু দেরি হলেও পেন্ডিং করা হয়। এবং টিউনার কেও সাস্পেন্ড করা হয়। তারা প্রত্যেক বার নতুন একাউন্ট খুলে এসব টিউন করে। স্প্যাম টিউন করার জন্য জেল হাজত এর ও কোন আইন নেই, থাকলে হয়তো টেকটিউনস সে ব্যবস্থা ও নিতো।

স্পন্সর টিউন? হ্যা আপনি ঠিক বলেছেন। টেকটিউনস এর মত ব্লগ চালাতে যেমন মেধা তেমন খরচ লাগে। আর খরচ কম নয়। টেকটিউনস এর যে পরিমান ভিজিটর তাতে ক্লাউড হোস্টিং এর জন্য প্রতি মাসে টেকটিউনস কে প্রচুর ডলার গুনতে হয়। আর টেকটিউনস কোন আমের জুস, রুম ভাড়া, প্রান চানাচুর এই ধরনের বিজ্ঞাপন দেয় না। বা ডুল্যান্সার এর মত কোম্পানির ও বিজ্ঞাপন দেয় না। অনলাইন শপিং, যেটা তথ্য প্রযুক্তির সাথে মেলে, হোস্টিং, ট্রেইনিং, ইত্যাদি প্রযুক্তির সাথে সম্পর্কিত স্পন্সর টিউন করে। আর তারা এডভারটাইজার এবং বাংলাদেশে মোটামোটি পরিচিত। টেকটিউনস এর পক্ষে সম্ভব নয় যে এডভার্টাইজার দের শপ এ গিয়ে প্রতিটি পন্যের দাম জেনে দাম ঠিক আছে কিনা ইত্যাদি তথ্য নিয়ে এডভার্টাইজমেন্ট করা। আপনি যে টিভিতে বিভিন্ন জুস, কোক ইত্যাদির বিজ্ঞাপন দেখেন, চেনেল গুলো কি তাদের পন্য নিয়ে গবেষণা করে তারপর বিজ্ঞাপন প্রচার করে? জুস এ কোন ক্ষতিকর কিছু আছে কিনা এসব দেখে? দেখে না, কোন বিজ্ঞাপনির পক্ষে দেখা সম্ভব নয়। কোন অনলাইন শপ যদি দাম বেশি রাখে, তবে তাদের বিরুদ্ধে আপনারা অভিযোগ জানান। তারা তো শুধু টেকটিউনস এ নয়, ফেসবুক এ বিজ্ঞাপন দেয়। ফেসবুক কে রিপোর্ট করবেন যে তারা মানুষকে ঠকাচ্ছে, তাদের বিজ্ঞাপন না দিতে? আর তারা যদি দাম বেশিই রাখে তাহলে আপনারা কিনবেন না! ক্রেতা না পেয়ে তারা নিজেরাই ব্যবসা বন্ধ করে দিবে, নয়তো দাম কমাবে। এতে টেকটিউনস কিছু করতে পারে না।

টিউন চুরির ব্যাপারে?
একটি টিউনের স্বত্বাধিকার টিউনারের সম্পূর্ণ নিজের। টেকটিউনস এ প্রতিদিন কত টিউন হয়? টেকটিউনস কর্তিপক্ষের পক্ষে সম্ভব কোন টিউন চুরি হয়েছে কেন হয়েছে এসব দেখার? আর টেকটিউনস মুক্ত জ্ঞানের ভান্ডার। আপনার টিউন যদি চুরি হয় তার মানে আপনার লেখা খুব ভাল হয়েছে এটাই প্রমান করে। মেশাবল এর আর্টিকেল ও চুরি হয়। এতে মেশাবল কর্তিপক্ষের কিছু করার নেই। আপনি যদি চান তাহলে যে আপনার টিউন চুরি করেছে তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। এ ব্যাপারে টেকটিউনস কিছু করতে পারবে না। আর টেকটিউনস কাওকে টিউন চুরি করার সুযোগ করে দেয় না, আটকানোর ও কোন ব্যবস্থা নেই।

আপনার সমস্যা সবগুলোই ঠিক আছে, কিন্তু সবগুলোরই যৌক্তিক কারণ আছে। আশা করি বুঝতে পেরেছেন।

    Level 0

    @কম্পিউটার লাভার: ভাইয়া আপনি টেকটিউনসকে যেমন ভালোবাসেন আমরাও বাসি । আপনি তো টেকটিউনসের কোন ভুলকে ভুল মানতে রাজি নন মনে হয় । অন্ধভাবে ভালোবাসলে টেকটিউনসেরই ক্ষতি ! এত বড় একটা সাইট তার জন্য মাত্র ২-১ জন মডারেটর থাকা কতটা যৌক্তিক ? তাও আবার মাঝেমধ্যে এসে তারা সাইট ঘুরে যাবে । এই সাইট থেকে আয় কম হয় না ! ২-১ জন সেচ্ছাসেবক থাকাটা কখনো যৌক্তিক হতে পারে না । আগে মডারেটররা যতটা সক্রিয় ছিল এখন নাই । আজেবাজে পোষ্ট প্রতিনিয়ত হচ্ছে । বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি সাইটের এমন দুর্বল মডারেটর প্যানেল গ্রহণযোগ্য না । আমার একটা টিউন কোন কারণ ছাড়াই পেন্ডিং করা হল……ডেস্কে জানানোর পরও কোন উত্তর পাই নাই । বিজ্ঞাপণের মডারেশন ভালোই হয় মনে হয় কিন্তু আসল জায়গায় নাই ! এখন থেকেই সচেতন না হলে টেকটিউনসের ১২ টা বাজতে সময় লাগবে না । টেকটিউন্সকে ভালোবাসি বলেই ভুলগুলো ধরিয়ে দিতে চাই । আশা করি কথাগুলো মডারেটররা ভালোভাবে নিবেন ।

    Level 0

    @কম্পিউটার লাভার: I 100% agree with you. বিজ্ঞানের আবিষ্কার মেশিন। আর এই মেশিন মানুষের জীবনকে করেছে সহজ থেকে সহজতর । আমি আপনার মন্তোব্য নিয়ে কন সমালোচনা করতে যাব না। শুধু এটা বলব যে, কোন জৈবিক মেশিনের পক্ষে এক/ডের কোটি মেম্বারকে নিয়ন্ত্রন করা সম্ভব নয়। তাই যদি কন রিপোর্ট এর সুবিধা থাকত যে মেম্বারাই নির্ধারন করবে যে কন টিউন থাকবে আর কন টিউন থাকবে না, তাহলে হয়ত মডারেটররা একটু নিঃস্বাস ফেলার সময় পেত।

    – ধন্যবাদ

টেকটিউন এর মান নিচে নামছে । আরো নামবে ।

Level 0

ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।
আমি জানি আপনি আমার থেকে অনেক অভজ্ঞ এ বেপারে।আমার থেকেও অনেক পুরনো vigitor techtunes এর।তাহলে এটা নিশ্ছই আপনার খেয়াল করার কথা যে বেপারগুলো হচ্ছে খুব বেসি দিন ধরে না। হটাত এমন কি হল যে সব কিছু উলটপালট হয়ে গেল।
online এ র যত গুলো বাংলা technology site ache তাদের কোনটায় কি p*rn লিঙ্ক এর স্পাম্মিং হয়? আমি অন্তত দেখি নাই

আমি আগেই বলেছি যে techtunes কে ভালবাশি বলেই আমার এ লিখা।আর আমার মত অনেক পাগল আছে যারা facebook থেকে techtunes কে বেশি টাইম দেয়

আপনার কি এটা চোখে পরেছে যে tunerage er একজন wrtier techtunes থেকে পোস্ট চুরি করে techtunes এই পোস্ট করে????????/

ইদানিং টেকটিউনসে এসে আমি হতাশ। টেকটিউনস মনে হয় আর আগের মত পাঠক ধরে রাখতে অক্ষম।

টিটিতে Porn টিউন!হায় হায় টিটির একি অবস্থা?What the hell is going on here?
আর এখন টিটিতে অধিকাংশ টিউন দেখে বিরক্তিতে টিটিতে ঢুকতে ভাল লাগে না।আচ্ছা এরা কি টিউনের সংখ্যা বাড়ানোর জন্যই টিউন করে?ভাল টিউন তো দুরে থাকে নরমাল টিউন করার যোগ্যতাই অনেকেরই নাই তাও ভাব দেখায়।রেটিং তো কমবেই।এসব টিউনারদের poschatdeshe লাথি মেরে তাড়িয়ে দিলে টিটির রেটিং আবার বাড়বে।

অনেক বছর ধরে টিটির সাথে আছি, প্রায় ৩ বছর, টিটির মান কতটা কমেছে সেটা বলে বুঝাতে পারবো না ।

apni chaliye jan, amra achi

Tec tune a ar aggar moto valo & beshi tune hoy na……………!!!

Level 0

আমিও অনেকদিন ধরে টিটিতে আছি, টিটি কে ভালোবেসে। কিন্তু সত্যি ইদানিং টিটির মান অনেক নেমে গেছে।