বিদেশী ফোন নম্বরে কল দিতে কি পরিমাণ টাকা কাটে তা হয়ত আপনাদের বলতে হবে না । আমাদের সবার আত্মীয় বিদেশে নাই, যাদের আছে তাদের সাথে স্কাইপি বা অন্য কোনও মাধ্যমে যোগাযোগ হয়ে থাকে ।
আমাদের যাদের আত্মীয় নাই তাদেরও কিন্তু প্রয়োজন হতে পারে । আত্মীয় থাক বা না থাক যদি এমন হয় যে বিদেশি ফোন নাম্বার এ যোগাযোগ করতেই হবে তখন কি করবেন?
ভাবছেন এমন কি জরুরি বিদেশী ফোন নাম্বার আছে? হাঁ ভাই আছে । এমন অনেক সেবা প্রতিষ্ঠান আছে যেগুলো বিদেশে বা আমেরিকাতে অবস্থিত । যেমন ধরুন আপনি হস্টিং সার্ভিস নিছেন Godaady বা অন্য কোনও বিদেশী কম্পানি থেকে ডোমেইন নিছেন । ইমেইল এ যোগাযোগ যথেষ্ট নয় । কোনও ফ্রিলান্সিং সাইট ও হতে পারে । কোনও শপিং সাইট, কোনও স্কলারশিপ এর জন্যে বা যেকারনেই হোক আপনি যদি ফ্রিতে কল করতেই পারেন আর অপেক্ষা না করে দ্রুত উত্তর পান তাহলে ক্ষতি কি?
হ্যাঁ, আপনারা ফ্রি কল করবেন স্কাইপি থেকেই ! এজন্যে আপনাদের কোনও স্কাইপি ক্রেডিট কেনা লাগবে না । আপনি এখনই স্কাইপি অ্যাকাউন্ট খুলে এখনই কল করতে পারবেন । কথার মধ্যে কথা থেকে যায় । আপনি কিন্তু সব নম্বরেই ফ্রি কথা বলতে পারবেন না, শুধুমাত্র টোল ফ্রি নম্বর এ ফ্রি তে কল করতে পারবেন ।
একটু হোঁচট খাইলেন? হোঁচট খাওয়ার দরকার নাই । টোল ফ্রি নম্বর হলেও আমেরিকার টোল ফ্রি নম্বর এ বাংলাদেশী ফোন থেকে ফ্রি এই ভেবে কল দিলে হাড়ে হাড়ে টের পাবেন ! স্কাইপির business worldwide তাই আপনি বিশ্বের যেকোনো টোল ফ্রি নম্বরে ফ্রি ফ্রি কল দিতে পারবেন । আর অন্তত টিভি চ্যানেল এ যখন হারবাল, প্রসাধনী, চুলা, কুকিং এর বিজ্ঞাপন দেখেন তখন টোল ফ্রি নম্বরে একটু না হয় মাগনা মাগনা প্যাঁচাল পারলেন !
Originally published on my blog
আমি শামীম, ফেসবুক
শামীম, গুগল প্লাস
আমি শামীম হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র। আমার ব্লগ ও ওয়েবসিতেঃ http://www.blogger.com/profile/10924095283835412569 http://captcha-entry-job4u.blogspot.com/ http://www.blogger.com/blogger.g?blogID=4545283498644865712#overview/src=dashboard http://webdesignerboy.wordpress.com http://online1place.wordpress.com আমার ফেসবুকঃ www.facebook.com/shamim.hoque1 আমার google plus: https://plus.google.com/102651530958306602492/posts
Thanks for share…..