== কি বোর্ডের বোতাম নষ্ট? কোন চিন্তা নেই। ==

কি বোর্ডের বোতাম নষ্ট? কোন চিন্তা নেই। অনেক সময় কি-বোর্ডের এক বা একাধিক বোতাম নষ্ট হয়ে যায়। ফলে কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। যদি কোন ই-মেইলে পার্স্ওয়ার্ড b থাকে কিন্তু এই বাটনটিই নষ্ট। তখন এর সমাধান হলো যেখানে b লেখা আছে সেখান থেকে কপি করে এনে কাজ করতে হয়।

অথবা আপনি কম্পউটারের অন স্ক্রিন কি-বোর্ড খুলে কাজ করতে পারেন। কিন্তু এতেই অনেকেই বিরক্ত বোধ করেন। তাই আপনাদের জন্য নিয়ে এলাম সহজ একটি সমাধান। মাত্র 23 কিলোবাইটের ছোট্ট একটি সফ্টওয়্যারের মাধ্যমে আপনি এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

শার্প-কি নামের এই সফ্টওয়্যার দিয়ে আপনি কিÑবোর্ডের বাটন পরিবর্তন করতে পারবেন।ধরেন আপনার কিÑবোর্ডের a বাটনটি নষ্ট। তখন ইচ্ছা করলেই অন্য যে কোন বাটনে (যেটা সব সময় ব্যবহৃত হয় না বা একাধিক আছে) রূপান্তরিত করতে পারবেন।

ডাউনলোড লিংক: https://docs.google.com/file/d/0Bw97Gy2GwZtTd0VSZDlQODd6SVk/edit?usp=sharing

না বুঝলে মন্তব্য করবেন।

Level 0

আমি আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তি ভক্ত


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস