অভ্র দিয়ে photoshop এ বাংলা লিখুন খুব সহজে।

পুনরায় চলে এলাম আপনাদের মাঝে, আশা করি সবাই ভালই আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি।

আমরা অনেকেই বাংলা লিখতে পারি, কিন্তু যখনি photoshop এ বাংলা লিখতে যাব তখনি পড়ি সমস্যায়,

কারন আমরা সব জায়গায় বাংলা লিখতে পারলেও photoshop এ গিয়ে লিখতে পারিনা। অনেক লিখতে পারলেও

বাংলা লিখাগুলো হয় এলো মেলো। তাই আপনাদের জন্য আজকের এই ছোট টিপসটি, আশা করি আপনাদের অনেক

কাজে আসবে, অন্তত যারা এই সমসস্যায় ভুগতেছেন তাদের জন্য বলতে পারি এটি একটি চরম টিপস। প্রথমে অভ্র সেটআপ

দিন, অভ্র না থাকলে এখানে ক্লিক করে নিয়ে নিতে পারেন। এবার অভ্রএর সেটিংস এ ক্লিক করে unicode to bijoy text converter

এ ক্লিক করুন, নিচে দেখুন……………………

এবার নিচের মত একটি ছবি দেখবেন………………………

এখন আপনি ১ নাম্বার ঘরে বাংলা যা লিখতে চান তা লিখুন, তারপর convert to bijoy encoding
এ ক্লিক করুন, এবার দেখুন লিখাটি convert হয়ে ২ নাম্বার ঘরে চলে আসছে, এবার

আপনি ২ নাম্বার ঘরের লিখাটি কপি করুন, এবং সোজা চলে যান photoshop এ।

তারপর যে কোন একটি টাইপ টুল বা horizontal type tool সিলেক্ট করুন,

এবং কপি করা লিখাটি পেস্ট করে দিন। ব্যাস এবার দেখুন photoshop এ আপনার

বাংলা লিখাটি কত সুন্ধর দেখাচ্ছে, যদি পেস্ট করার পরেও বাংলা লিখা দেখা না যায় বা

এলো মেলো দেখা যায় সে ক্ষেত্রে আপনি লিখাটি সিলেক্ট করে যে কোন একটি বাংলা ফন্ট

যেমন= siyam rupali, solaiman lipi, ইত্যাদি সিলেক্ট করে দেতে পারেন, তখন আর উল্লেখিত

সমস্যাটি হবেনা। তারপরও কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন,

চেষ্টা করবো  সমস্যাটি সমাধান দিতে।

তাহলে আজকের মত বিদায় সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ভাল লাগলে অবশ্যই জানাবেন……………………………

প্রথম প্রকাশ kamrul IT তে……………………………………

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

হেভি লাগছে। ৩ দিন আগে আমি অনেক চেষ্টা করেছি photoshop এ বাংলা লিখতে, কিন্তু পারি নাই। নাইচ শেয়ার…

আমি এরকমই করি। 🙂 তবে কিছু কিছু যুক্ত বর্ণ আসে না।

Level 0

Avro তে Right করে Tools এ গিয়ে Output as ANSI (Are you sure?) এ ক্লিক করুন। একটি Warning Message আসবে সেখানে Use ANSI any way তে ক্লিক করুন, এখন Photoshop এ গিয়ে Horizontal type tool সিলেক্ট করুন, এবং Font এ Kalpurush ANSI সিলেক্ট করুন, আর আরাম-সে বাংলা লিখুন।

onek valo laglo.onek din dhore ai somoshai cilam.asa kori akhon thik hoea jabe

ধন্যবাদ সবাইকে।